Home » ফিচার কি? সংবাদ ও ফিচারের মধ্যে পার্থক্য কি কি?

ফিচার কি? সংবাদ ও ফিচারের মধ্যে পার্থক্য কি কি?

by TRI

ফিচার কি?

সাংবাদিকরা প্রতিনিয়ত যেসব শব্দাবলী ব্যবহার করে থাকে তাদের মধ্যে ফিচার প্রত্যয়টি সর্বাধিক ব্যবহৃত শব্দ। এটি বলা আছে “The Complete Reporters” গ্রন্থের “Features and Human Interest Stories” অধ্যায়ের শুরুতে। এতে বলা আছে, “The word ‘feature’ may be one of the most overworked word in the lexicon of journalists.”

আমরা সংবাদপত্রে বিভিন্ন প্রকার সংবাদের সন্নিবেশ দেখি। বিভিন্ন সংবাদ পড়তে পড়তে যখন পাঠকের একঘেয়েমি চলে আসে তখন পাঠককে আগ্রহী করে তোলার জন্য ফিচারের প্রবর্তন করা হয়। এটি যেন পাঠকের চোখে মরুভূমির বুকে বৃষ্টি হয়ে ধরা দেয়।

মার্কিন সাংবাদিক Alexis McKenney ফিচারের বর্ণনা দিতে গিয়ে বলেন, “ফিচার হচ্ছে ষড়-ক এর কঠোর শৃঙ্খলার বাইরে অন্যভাবে রচিত বস্তুনিষ্ঠ বিবরণী যা মানুষের কৌতুহল, সহমর্মিতা, ভীতি, আনন্দ তথা বিভিন্ন আবেগকে উদ্দীপিত করে।”

Hellen M. Patterson বলেন, “ফিচার হলো অধ্যয়ন, গবেষণা ও সাক্ষাৎকারের ভিত্তিতে রচিত সংবাদের এক সম্প্রসারিত রূপ, যার লক্ষ্য হচ্ছে তথ্য পরিবেশেন, শিক্ষাদান ও বিনোদন।”

সুতরাং, ফিচার সংবাদের মত কোন কাটখোট্টা গল্প নয়। এটি নাটকীয়তার মাধ্যমে এমনভাবে তথ্য বা দিকনির্দেশনা দেয় যেন পাঠকের চিন্তায় একটি সুন্দর ছবি ফুটে উঠে। পাঠকের কল্পনা জগতে ফিচারের বর্ণনানুযায়ী একটি ধারণার ইমেজ তৈরি হয়।

আরও পড়ুন:  ইলেক্ট্রনিক উপনিবেশবাদ তত্ত্ব কি? ইলেক্ট্রনিক উপনিবেশবাদ তত্ত্বের ইতিহাস

সংবাদ ও ফিচারের মধ্যে পার্থক্য

দৈনন্দিন জীবনে মানুষ যা জানতে চায় তাই সংবাদ। কিন্তু পাঠককে জোর করে যা জানানো হয় তাই ফিচার। প্রতিদিনের খবরের কাগজ ভরে দৈনিক ঘটনার উপরি নির্মিত প্রতিবেদনের নাম সংবাদ। এতে কোন বিষয়ের উপর ঘটনার বিবরণ ও সাক্ষাৎকার থাকে। অপরদিকে ফিচারে যা লেখা হয় তা পাঠক জানতেও পারেন আবার নাও জানতে পারেন। পৃথিবীর যেকোন বিষয় নিয়ে যে কোন সময় ফিচার লেখা যেতে পারে। নিম্নে সংবাদ ‍ও ফিচারের মধ্যে পার্থক্য তুলে ধরা হলো-

সংবাদ  ফিচার
১) সংবাদ মানুষের মস্তিষ্ককে নাড়া দেয়। ১) ফিচার মানুষের আবেগে ঢেউ তোলে।
২) সংবাদে বস্তুনিষ্ঠতার প্রমাণ দিতে হয়। ২) ফিচারে বস্তুনিষ্ঠতার প্রমাণ দিতে হয় না।
৩) সংবাদ হলো বুদ্ধিবৃত্তিক ব্যাপার। ৩) ফিচার হলো হৃদয় ঘটিত ব্যাপার।
৪) সংবাদের বিভিন্ন প্রকার কাঠামো আছে। ৪) ফিচারের নির্দিষ্ট কোন কাঠামো নেই।
৫) ঘটনা ঘটলেই সংবাদ হয়। ঘটনার আগ পর্যন্ত সংবাদ হয় না। ৫) পৃথিবীর যে কোন বিষয় নিয়ে যে কোন সময় ফিচার লেখা যেতে পারে।
৬) সংবাদের সূচনায় মূল তথ্য থাকে। ৬) ফিচারের সূচনায় মূল তথ্য নাও থাকতে পারে।
৭) সংবাদ বাহুল্য বর্জিত ও তথ্যপ্রধান। ৭) ফিচারে তথ্যের বর্ণনা হয় বিশ্লেষণধর্মী।
৮) সংবাদ বাসী হলে পাঠকের মূল্য হারায়। ৮) ফিচারের পাঠকমূল্য সবসময় অটুট থাকে।
৯) সংবাদ তাৎক্ষণিকভাবে প্রকাশ করার দাবি রাখে। ৯) ফিচারে তাৎক্ষণিকতা কোন শর্ত নেই।
১০) সংবাদ সকলের জন্য প্রকাশ করা হয়। ১০) ফিচার কোন নির্দিষ্ট শ্রেণীর পাঠকের জন্য হয়ে থাকে।
১১) সংবাদ লিখতে ভাষার উপর জোর দেয়া হয় না। ১১) ফিচারে ভাষার সাবলীলতা ও লেখকের সাহিত্যে জ্ঞান থাকতে হয়।
১২) সংবাদে শুধুমাত্র অধিক গুরুত্বপূর্ণ অংশ স্থান পায়। ১২) ফিচারে ঘটনার কার্যকারণ প্রেক্ষাপটসহ অপ্রকাশিত তথ্যের সন্নিবেশ ঘটিয়ে পাঠকের সামনে তুলে ধরা হয়।
১৩) সংবাদ লিখতে গবেষণার প্রয়োজন হয় না। ১৩) ফিচার লিখতে গেলে অধ্যয়ণ, গবেষণা ও সাক্ষাৎকারের প্রয়োজন হয়।
১৪) সংবাদ লেখা হয় উল্টো পিরামিড কাঠামোয়। ১৪) ফিচার লেখা হয় সাধারণ পিরামিড কাঠামোয়।
১৫) সংবাদ হলো সাদামাটা। এতে মানবিক উপাদান থাকতে পারে, নাও থাকতে পারে। ১৫) ফিচার হলো এক ধরণের মানবিক আবেদন ধর্মী সংবাদ। এতে মানবিক উপাদান থাকে।
১৬) সংবাদকে বলা হয় ঘটনার কংকালসার মাত্র। ১৬) সংবাদের কঙ্কালের সাথে রক্ত, মাংস ও বিশেষ ধরণের হৃৎপিন্ড জুড়ে দিলে তবেই ফিচার হয়ে উঠবে।

অতএব, সংবাদ ও ফিচারের মধ্যে যথেষ্ট পার্থক্য থাকলেও এদের মধ্যে একটা পরোক্ষ সম্পর্ক রয়েছে। মানবিক আবেদন ফিচারকে একটি আলাদা সত্ত্বা দান করেছে।

Related Posts