Home » জোহারী উইন্ডো মডেল কি? জোহারি উইন্ডো মডেলের সাহায্যে আত্মসচেতনতা ব্যাখ্যা কর।
জোহারী উইন্ডো মডেল

জোহারী উইন্ডো মডেল কি? জোহারি উইন্ডো মডেলের সাহায্যে আত্মসচেতনতা ব্যাখ্যা কর।

by TRI

জোহারী উইন্ডো মডেল

জোহারী উইন্ডো মডেল প্রবর্তন করেন Joseph LuftHarry Ingham নামের দুজন খ্যাতনামা মনোবিজ্ঞানী। তারা মানুষের আত্মসচেতনতা ও জ্ঞানের স্তর বিন্যাস করতে গিয়ে ৪ প্রকোষ্ঠ বিশিষ্ট একটি মডেল প্রদান করেন। এটি দেখতে অনেকটা জানালার মতন হওয়ায় এবং দুজনের নামের সংক্ষেপিত রূপ Jo ও  Harry নিয়ে জোহারী উইন্ডো মডেল নামে অভিহিত করা হয়।

মানব চরিত্রের বিভিন্ন দিক বিশ্লেষণ করার জন্য জোহারী উইন্ডো মডেল এ চারটি অংশ বা প্রকোষ্ঠ রয়েছে। এগুলো হল-

১) খোলা প্রকোষ্ঠ (Open Self)

২) অন্ধ প্রকোষ্ঠ (Blind Self)

৩) লুকানো প্রকোষ্ঠ (Hidden Self)

৪) অজানা প্রকোষ্ঠ (Unknown Self)

এই চারটি অংশই পরস্পর সম্পর্কিত। একটির হ্রাস-বৃদ্ধির সাথে অন্যটির হ্রাস-বৃদ্ধি নির্ভরশীল। কারণ প্রত্যেক ব্যক্তির মধ্যে চারটি দিক সমানভাবে বিদ্যমান থাকে না। নিম্নে জোহারী উইন্ডো মডেল এর মূল কাঠামো দেখানো হলো-

জোহারী উইন্ডো মডেল

উপরিউক্ত চারটি প্রকোষ্ঠ নিম্নে বর্ণনা করা হলো-

খোলা প্রকোষ্ঠ (Open Self)

ব্যক্তি চরিত্রের এমন সব তথ্য এই প্রকোষ্ঠে জমা থাকে যার সম্পর্কে ব্যক্তি নিজে এবং অন্যরাও জানে। যেমন- ব্যক্তির নাম, বয়স, ধর্ম, রাজনৈতিক আদর্শ ইত্যাদি।

যোগাযোগে খোলা প্রকোষ্ঠের গুরুত্ব বোঝাতে নিম্নে কিছু বৈশিষ্ট্য আলোচনা হল-

১) যোগাযোগ প্রক্রিয়া খোলা প্রকোষ্ঠের উপর নির্ভরশীল। Joseph Luft বলেন, Open অংশ যত কম হবে যোগাযোগ তত কম হবে।

২) খোলা প্রকোষ্ঠ কম বেশি নির্ভর করে পরিবেশ এবং ব্যক্তি পার্থক্যের উপর।

৩) আমরা একজন আরেকজন যতটুকু জানি তার উপরই অর্থপূর্ণ যোগাযোগ নির্ভর করে।

৪) যোগাযোগের পরিধি বাড়াতে হলে খোলা প্রকোষ্ঠ বাড়াতে হবে।

আরও পড়ুন:  প্রচারণা মডেল কি? প্রচারণা মডেলের ফিল্টারসমূহ আলোচনা কর

অন্ধ প্রকোষ্ঠ (Blind Self)

এই প্রকোষ্ঠে ব্যক্তি সম্পর্কে এমন সব তথ্য সমূহ জমা থাকে যা ব্যক্তি নিজে জানে না, কিন্তু অন্যরা জানে। যেমন- মুদ্রাদোষ, কথা বলার সময় মাথা চুলকানো, ঘুমের মাঝে নাক ডাকার অভ্যাস ইত্যাদি।

অতিমাত্রায় সচেতন ব্যক্তিদের অন্ধ প্রকোষ্ঠ কম থাকে। তারা প্রতি মুহূর্তে এটি কমানোর চেষ্টা করে থাকেন। কিছু লোক Blind Self কমাতে চাইলেও নেতিবাচক মন্তব্যের কারণে কমাতে পারে না।

লুকানো প্রকোষ্ঠ (Hidden Self)

Hidden Self অংশে ব্যক্তির এমন সব তথ্যগুলো জমা থাকে যা ব্যক্তি নিজে জানে কিন্তু অন্যরা জানে না। এমন সব তথ্য জমা থাকে যা ব্যক্তি সচেতনভাবে অন্যদের নিকট গোপন করে থাকে। যেমন- নিজের দূর্বলতা, কোন গোপন ব্যাপার ইত্যাদি।

যোগাযোগে Open Self এর মতন Hidden Self ও সমানভাবে গুরুত্বপূর্ণ। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে Hidden Self  শূণ্যের কোঠায় নেমে আসে। যেমন- শিশুরা।

লুকানো প্রকোষ্ঠ প্রকাশে যোগাযোগের গতি বৃদ্ধি পায়। যোগাযোগকারীর সাথে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়। আবার লুকানো প্রকোষ্ঠ প্রকাশের কারণে যোগাযোগে ব্যক্তিগত সম্পর্কের অবনতিও হতে পারে।

অজানা প্রকোষ্ঠ (Unknown Self)

এই প্রকোষ্ঠে এমন সব তথ্য জমা থাকে যা সম্পর্কে ব্যক্তি নিজেও জানে না, অন্যরাও জানে না। ভবিষ্যতের সাথে সম্পৃক্ত থাকায় এই তথ্য প্রকাশ একটি জটিল প্রক্রিয়া। যেমন- ভবিষ্যতে কোন পরিস্থিতিতে ব্যক্তি কেমন আচরণ করবে ধারণা করা গেলেও স্পষ্ট ভাবে জ্ঞাত নয়। অথবা আগামী বিশ্বকাপের চ্যম্পিয়ন কোন দেশ হতে পারে ধারণা করা গেলেও স্পষ্টভাবে কেউ জানে না।

জোহারি উইন্ডো মডেলের সাহায্যে আত্মসচেতনতা

জোহারী উইন্ডো মডেল এর চারটি প্রকোষ্ঠ মানুষের প্রত্যেকের মাঝেই বিদ্যমান। কারোর বেশি বা কারোর কম। এক্ষেত্রে ব্যক্তির খোলা প্রকোষ্ঠ জানা থাকলে যোগাযোগ ফলপ্রসূ হয়। আবার অনাকাঙ্ক্ষিতভাবে অন্ধ প্রকোষ্ঠ কিংবা লুকানো প্রকোষ্ঠ প্রকাশ হয়ে পড়লে যোগাযোগ বিঘ্ন ঘটতে পারে। এজন্য ব্যক্তির আচরণের প্রতি সচেতন হতে হয় এবং প্রত্যেকটি দিক নিয়ন্ত্রণে রাখতে পারলেই যোগাযোগ সফল হয়। প্রকৃত অর্থে জোহারী উইন্ডো মডেল ব্যক্তির আত্মসচেতনতা বাড়ায়।

Related Posts