Home » বীমা কাকে বলে? বীমা কত প্রকার ও কি কি?
বীমা কাকে বলে

বীমা কাকে বলে? বীমা কত প্রকার ও কি কি?

by TRI

বীমা কি বা বীমা কাকে বলে (What is Insurance), বীমা কত প্রকার ও কি কি ইত্যাদি বীমা সম্পর্কিত বিষয়ে আমরা অনেকেই জানি না। আজকের আর্টিকেলে এসব বিষয়ে বিস্তারিত আলোচনা করবো।

বীমা কি ও কেন সে বিষয়ে যাওয়ার আগে আমরা বীমা সম্পর্কে সামান্য ধারণা নিই।

বীমার ধারণা

টেলিভিশনের একটা বিজ্ঞাপনে দেখাচ্ছে একটি গামের্ন্টস ফ্যাক্টরিতে আগুন লেগেছে। এটা দেখে গার্মেন্টস মালিকের স্ত্রী হা-হুতাশ করছে। তখন গার্মেন্টস মালিক তার স্ত্রীকে প্রবোধ দিচ্ছেন তাদের ফ্যাক্টরিটি একটা বীমা কোম্পানিতে বীমাকৃত। এজন্য তারা ক্ষতিপূরণ পাবেন।

এই যে সম্পত্তির ক্ষতি হলে ক্ষতিপূরণের ব্যবস্থা, মানুষ মারা গেলে নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রাপ্তির নিশ্চয়তা, এর সবই বীমার বদৌলতে সম্ভব হচ্ছে।

এবার আসুন বীমা কাকে বলে জেনে নিই।

বীমা কাকে বলে? (What is Insurance?)

মানুষের জীবন ও সম্পদকে ঘিরে যে ঝুঁকি ও অনিশ্চয়তা বিদ্যমান তার বিপক্ষে আর্থিক প্রতিরক্ষা ব্যবস্থাই হলো বীমা (Insurance)। বীমা হলো বীমাকারী ও বীমাগ্রহীতার মধ্যে সম্পাদিত এক ধরনের চুক্তি যেখানে বীমাকারী প্রিমিয়ামের বিনিময়ে বীমাগ্রহীতার জীবন ও সম্পত্তির ঝুঁকি নিজের কাঁধে গ্রহণ করে।

বীমা দিবস কবে?

আন্তর্জাতিকভাবে স্বীকৃত কোনো বীমা দিবস না থাকলেও বাংলাদেশে জাতীয় বীমা দিবস পালন করা হয়। ২০২০ সালের ১৫ জানুয়ারি বাংলাদেশ সরকার বীমা শিল্পের উন্নয়ন ও বীমা সম্পর্কে জনসচেতনা বাড়ানোর লক্ষ্যে এ দিবস চালু করে। তখন থেকে জাতীয় বীমা দিবস ১ মার্চ পালন করা হচ্ছে।

আরও পড়ুন:   ট্রেডমার্ক কি? ট্রেডমার্ক নিবন্ধন পদ্ধতি আলোচনা কর।

বীমা কত প্রকার ও কি কি ?

বর্তমানে সমাজে দু’ধরনের বীমা প্রতিষ্ঠান মূলত কাজ করে। এর একটি হলো জীবন বীমা (Life Insurance) ও অন্যটি হলো সাধারণ বীমা বা সম্পত্তি বীমা (Property Insurance) । নিম্নে এই দুই বীমা সম্পর্কে আলোচনা করা হলো-

১. জীবন বীমা কি ?

মানুষের মৃত্যুজনিত ও জীবন সম্পর্কিত ঝুঁকি যে বীমা ব্যবস্থায় বীমা করা হয় তাকে জীবন বীমা বলে। স্বাস্থ্য বীমা, হাসপাতাল বীমা, বৃত্তি বীমা, পেশাগত কোন বীমা, ঝুঁকিগত দুর্ঘটনা বীমা ইত্যাদি জীবন বীমার উদাহরণ।

জীবন বীমা কেন করবেন ?

জীবন বীমা নিশ্চয়তার একটি চুক্তি। অর্থাৎ বীমাকৃত ব্যক্তির মৃত্যু হলে বা ব্যক্তি অক্ষম হলে কত টাকা ক্ষতি হবে যেহেতু তা নিরূপণ করা যায় না তাই বীমা কোম্পানি চুক্তি মোতাবেক নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদানের প্রতিশ্রুতি বা নিশ্চয়তা দিয়ে থাকে। ব্যক্তি মারা গেলে বা অক্ষম হলে বীমা কোম্পানি প্রতিশ্রুত অর্থ প্রদানে বাধ্য থাকে।

২. সম্পত্তি বীমা কি ?

সম্পত্তির ঝুঁকি যে বীমা ব্যবস্থায় বীমা করা হয় তাকে সম্পত্তি বীমা বলে। সম্পত্তি বীমাকে সাধারণ বীমাও বলা হয়ে থাকে। এটি ক্ষতি পূরণের চুক্তি। অর্থাৎ বীমাকৃত সম্পত্তির আংশিক বা সামগ্রিক  যে কোনো ধরনের ক্ষতি হলে বীমা কোম্পানি তা পরিশোধ করে থাকে। নৌ-পথে চলাচলকৃত জাহাজ, গুদামের মালামাল, কারখানা ইত্যাদি অগ্নিজনিত ক্ষতির জন্য অগ্নিবীমা, সড়কপথে চলাচলকৃত বিভিন্ন যানের জন্য যানবাহন বীমা ইত্যাদি সম্পত্তি বীমার উদাহরণ।

উপরোক্ত দুটি বীমা ছাড়াও দায় বীমা করা যায়। যেক্ষেত্রে এক পক্ষের ঝুঁকিজনিত দায় প্রিমিয়ামের বিনিময়ে বীমা কোম্পানির ওপর ন্যস্ত করা হয়। নিয়োগকারীর দায় বীমা ও পেশাগত ক্ষতিপূরণ বীমা এর মধ্যে পড়ে।

কাউকে বিশ্বাস করার কারণে ক্ষতির উদ্ভব হলে তার বিপক্ষে বিশ্বস্ততা বীমাও করা যায়।

তথ্যসূত্র

১. জাতীয় বীমা দিবস

২.  http://www.sbc.gov.bd

Related Posts