জনমতের বৈশিষ্ট্য
জনমতের বৈশিষ্ট্য গুলো নিম্নরূপ-
১. জনকল্যাণকর: জনমতের একটি উল্লেখযোগ্য দিক হলো এটি একটি জনকল্যাণকর বিষয়। কেননা, কোনো মতকে জনমত হতে হলে তা জনগণের কল্যাণমুখী হতে হয়। বস্তুত কল্যাণহীন মতামত সংখ্যাগরিষ্ঠের মতামতের ওপর প্রভাব ফেলতে পারে না।
২. যুক্তিভিত্তিক: জনমত হলো যুক্তিভিত্তিক মতামত। জনমতে সাধারণত কোনো অযৌক্তিক মতামত স্থান পায় না। কারণ একমাত্র যৌক্তিক বিষয়েই জনগণ একমত পোষণ করে।
৩. সুস্পষ্টতা: সুস্পষ্টতা জনমতের একটি উল্লেখযোগ্য দিক। কারণ জনমতে সুস্পষ্ট মতামতের প্রতিফলন ঘটে। কোনো বিষয় সম্পর্কে জনমত গড়ে তুলতে হলে তা সুস্পষ্ট ও বোধগম্য হতে হয়। বস্তুত সুস্পষ্ট কোনো বিষয় ছাড়া জনমত গঠন করা যায় না।
৪. আস্থার দৃঢ়তা: জনমতে আস্থার দৃঢ়তা লক্ষ করা যায়। রাজনীতি বিশেষজ্ঞদের মতে, সমর্থকদের সংখ্যা অপেক্ষা আস্থার দৃঢ়তা জনমতের জন্য গুরুত্বপূর্ণ।
ক্ষমতার স্বতন্ত্রীকরণ নীতির সমালোচনা |
৫. মতৈক্য: জনমতে মতৈক্য একান্ত আবশ্যক। আসলে জনমতে কোনোরকম বিরোধিতা থাকতে পারে না। বিরোধী ও বিশৃঙ্খল কোনো মতামত জনমত নয়।
৬. তথ্যভিত্তিক: জনমত তথ্যভিত্তিক একটি বিষয়। সঠিক সংবাদ ও সুনির্দিষ্ট তথ্য ছাড়া কোনো মতামত জনগণের নিকট গ্রহণযোগ্য হতে পারে না। তাই কোনো বিষয়ে জনমত গড়তে হলে তাকে তথ্যভিত্তিক হতে হয়।
৭. সুসংবদ্ধ ও সুদৃঢ়: কোনো মতামতকে জনমত হতে হলে তা সুসংবদ্ধ ও সুদৃঢ় হতে হয়। বস্তুত জনমত হলো সমকালীন সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়ে সুসংবদ্ধ ও সুদৃঢ় অভিমতের সমষ্টি। সুসংবদ্ধ ও সুদৃঢ় মতামত ছাড়া কোনো মত যৌক্তিক জনমত হতে পারে না।
৮. রাষ্ট্রীয় বিষয়: কোনো বিষয় সম্পর্কে জনমত সংগ্রহ করতে হলে তা রাষ্ট্রীয় বিষয় হতে হবে। রাষ্ট্রীয় বিষয়ের সঙ্গে সম্পৃক্ত নয় এমন বিষয়ে জনমত সংগ্রহ করা যাবে না।
৯. স্থায়ী মতামত: জনমত হলো একটি স্থায়ী মতামত। বস্তুত স্থায়ী মতামত ছাড়া কোনো অভিমত জনমত হতে পারে না। তবে জনস্বার্থে জনমত দ্রুত পরিবর্তন হতে পারে।
১০. প্রভাব বিস্তারের ক্ষমতা: জনমতের একটি বিশেষ দিক হলো এর প্রভাব বিস্তারের ক্ষমতা। জনমত সরকারের ওপর প্রভাব বিস্তার করে থাকে। জনমত প্রভাবশালী মত হিসেবে সরকারি সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নে প্রভাব বিস্তার করে।
১১. জাতীয় সংকট নিরসন: জাতীয় সংকট নিরসনের জন্য জনমত গড়ে ওঠে। এতে ব্যক্তি স্বার্থ নয় বরং সর্বজনীন স্বার্থ নিহিত থাকে। জনমত জাতিকে ঐক্যবদ্ধ করতে সহায়তা করে।
১২. সুচিন্তিত ও সুপরিকল্পিত: জনমতের অন্যতম বৈশিষ্ট্য হলো এটি সুচিন্তিত ও সুপরিকল্পিত। কোনো মতামত যদি সংখ্যাগরিষ্ঠ হয়, কিন্তু সুচিন্তিত ও সুবিবেচনা প্রসূত না হয়, তাহলে সেটি জনমত হবে না।
১৩. সৎ উদ্দেশ্য: জনমত সব সময় সৎ উদ্দেশ্য নিয়ে গড়ে ওঠে। সংকীর্ণ ব্যক্তি, গোষ্ঠী বা দলীয় স্বার্থের কোনো মত জনমত নয়। একজনের মতামতও যদি সৎ উদ্দেশ্য প্রণোদিত হয় তাহলে তা জনমত হবে।
১৪. নৈতিক বিষয়: আদর্শ বিবর্জিত মতামত কখনোই জনমত হতে পারে না। এজন্য জনমত সর্বদা আদর্শিক বিষয়ে হয়ে থাকে। অনৈতিক বা আদর্শ বিবর্জিত বিষয়ে জনমত সৃষ্টি হলেও তা দীর্ঘস্থায়ী হয় না।