ফোকাস দল আলোচনা
সমাজ গবেষণায় ব্যবহৃত গুণবাচক কৌশল/পদ্ধতিসমূহের তালিকার একটি সাম্প্রতিক সংযোজন হচ্ছে ফোকাস গ্রুপ ডিসকাশন বা ফোকাস দল আলোচনা । ভোক্তা বা সেবগ্রহীতাদের আচরণ এবং দৃষ্টিভঙ্গি সম্পর্কে সম্যক জানার জন্য বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত বিভিন্ন সমাজ গবেষক সত্তরের দশকে প্রথম এ পদ্ধতির উদ্ভব ও সফল প্রয়োগ শুরু করেন
বর্তমান বিশ্বের বিভিন্ন দেশে সরকারি ও বেসরকারি পৃষ্ঠপোষকতায় সমাজ উন্নয়নের লক্ষ্যে স্বাস্থ্য পরিচর্যা, শিক্ষা, পরিবার পরিকল্পনা, কৃষি সম্প্রসারণ, পয়ঃনিষ্কাশন, গ্রাম উন্নয়ন ইত্যাদি ক্ষেত্রে যে সমস্ত প্রয়োগমুখী কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়ন করা হচ্ছে সেগুলোর যথার্থতা ও অবদান সম্পর্কে জানার জন্যে প্রধানত জরিপ, মূল্যায়ন, নৃতাত্ত্বিক ইত্যাদি গবেষণা কৌশল প্রয়োগ করা হয়। কিন্তু অধিকাংশ কর্মসূচি ব্যবস্থাপক কর্মসূচির সফল ও দ্রুত প্রণয়ন ও বাস্তবায়নে এ সমস্ত কৌশল বা গবেষণা পদ্ধতির প্রয়োগ প্রচুর অর্থ, সময়, লোকবল সাপেক্ষ এবং বহুলাংশে নিয়ন্ত্রণহীন বলে মনে করেন। এ সমস্ত দুর্বলতা কাটিয়ে যে অনুসন্ধান পদ্ধতি বর্তমানে সংশ্লিষ্ট মহলকে বেশি মাত্রায় আকৃষ্ট করেছে, তা হলো ফোকাস দল আলোচনা পদ্ধতি।
সমাজ গবেষণার একটি গুণগত পদ্ধতি হিসেবে এটি তথ্য সংগ্রহের একক কৌশল অথবা জরিপ ও অন্যান্য পদ্ধতির একটি সহযোগী কৌশল হিসেবে ব্যবহৃত হয়ে থাকে।
আরও পড়ুন: শুমারি জরিপ ও নমুনা জরিপ এর মধ্যে পার্থক্য
ফোকাস দল আলোচনা পদ্ধতি সংক্ষেপে ‘এফজিডি’ নামেই বহুল পরিচিত। সুনির্দিষ্ট উদ্দেশ্য সামনে রেখে কোনো কর্মসূচি অথবা অবস্থা সংশ্লিষ্ট সমধর্মী সদস্যদের মধ্য হতে বিশেষ প্রক্রিয়ায় নির্বাচিত একটি ক্ষুদ্র দলকে সুনিয়ন্ত্রিত আলোচনার সুযোগ দিয়ে এর মাধ্যমে বিভিন্ন আবেগঘন ও আত্মনিষ্ঠ দিক বাদ রেখে আচরণ, দৃষ্টিভঙ্গি, সন্তুষ্টি, উদ্বেগ এবং জটিল পারস্পরিক সম্পর্ক প্রাসঙ্গিক তথ্যাবলি সংগ্রহের পদ্ধতিই হলো এফজিডি।
একটি ফোকাস দল আলোচনায় বেশকিছু উপাদান থাকে যা অপরিহার্য। এগুলো হলো-
ক) প্রধান অনুসন্ধানকারী বা গবেষক (Chief Investigation)
খ) সহায়তাকারী বা মধ্যস্থকারী (Facilitator or Moderator)
গ) প্রতিবেদক (Reporter)
ঘ) আলোচক বা অংশগ্রহণকারী (Discussant and Participant)
এখানে সাধারণত একজন মধ্যস্থতাকারী থাকেন যিনি আলোচনা অধিবেশন পরোক্ষভাবে পরিচালনা করেন। প্রতিবেদক থাকেন দু’জন; যারা আলোচনার প্রতিটি বিষয় লিপিবদ্ধ, শব্দ ধারণ এবং পর্যবেক্ষণ করেন। অর্থাৎ যাদের অংশগ্রহণে দল প্রস্তুত করা হয় তাদের সংখ্যা সীমিত থাকে ৬ থেকে ১২ জনের মধ্যে।
ফোকাস দলের বৈশিষ্ট্য
একটি আদর্শ ফোকাস দলের নিম্নোক্ত বৈশিষ্ট্যসমূহ থাকা প্রয়োজন-
১) ফোকাস দল আলোচনায় একটি নির্দিষ্ট লক্ষ্য থাকে।
২) সদস্য সংখ্যা ৬-১২ মধ্যে থাকা বাঞ্ছনীয়।
৩) সদস্যদের একজনের মধ্যস্থতায় আলোচনা চলে।
৪) ফোকাস দল আলোচনায় সমধর্মী এবং সমশ্রেণির নারীপুরুষের সমান অংশগ্রহণ প্রয়োজন।
৫) এ পদ্ধতিতে আলোচনার মাধ্যমে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হয়।
৬) এই কৌশলে গুণগত তথ্য সংগ্রহ করা হয়।
৭) মুক্ত আলোচনার মাধ্যমে সকলের সমান অংশগ্রহণ কাম্য।
৮) প্রত্যেকের মতামত কাম্য।
৯) এটি এক ধরনের আলোচনাভিত্তিক তথ্য সংগ্রহ কৌশল, কোনো সাক্ষাৎকার নয়।
১০) বিভিন্ন ব্যক্তির বিভিন্ন মতামত অন্য ব্যক্তি ব্যাখ্যা করে, বিভিক্তি করে, বিরোধিতা করে ইত্যাদির মাধ্রমে মতামত দেয়।
১১) গবেষক আলোচনার সময় উপস্থিত থেকে মডারেটরের ভূমিকা নেন, যাতে করে উদ্দেশ্যের মতো করে আলোচনা গভীরতার দিকে এগিয়ে যায়।