Home » প্রকল্পের উপাদান কয়টি ও কি কি?

প্রকল্পের উপাদান কয়টি ও কি কি?

by TRI

প্রকল্পের উপাদান

যে সব কার্যকলাপ সুনির্দিষ্ট উদ্দেশ্যকেন্দ্রিক বা অপৌনঃপুনিক, রুটিন কার্য বহির্ভুক্ত, যার শুরু ও সমাপ্তি নির্ধারিত এবং যার ব্যয় ও সম্পদ নির্দিষ্ট তাই প্রকল্প। প্রকল্পের ব্যবস্থাপনা ও কারিগরি দিক জটিল। তাই প্রতিটি প্রকল্পে নির্দিষ্ট পর্যায়ক্রম অতিক্রম করে লক্ষ্যে পৌঁছতে হয়। আর এই লক্ষ্যে পৌঁছার জন্য বিভিন্ন ধরনের বস্তুগত ও অবস্তুগত দ্রব্য সামগ্রী এবং আর্থিক ও অনার্থিক সম্পদের ও সময়ের দরকার পড়ে। অতএব লক্ষ্যণীয় যে, একটি প্রকল্পের মধ্যে বিভিন্ন ধরনের সমাবেশ লক্ষ্য করা যায়।

নিম্নে বিভিন্ন দৃষ্টিকোণ হতে প্রকল্পের উপাদানসমূহ বর্ণিত হলো-

ক) কাজের ‍ভিত্তিতে

  • চাহিদা, উদ্দেশ্য
  • বিক্রয় ও সেবার ধারণা
  • পণ্য অথবা সেবার মূল্য
  • সময় সীমাবদ্ধতা
  • সম্ভাব্য সমাধান
  • কর্তৃপক্ষ

আরও পড়ুন:   প্রকল্প কি? প্রকল্পের বৈশিষ্ট্য সমূহ কি কি?

খ) পদ্ধতিগতভাবে

  • কারিগরি ও উদ্দেশ্য
  • কারিগরি বিকল্প
  • পরিকল্পনা
  • প্রকল্প সংগঠন
  • বাস্তবায়ন, কার্যক্রমসমূহ
  • নিয়ন্ত্রণ কার্যাবলি

গ) সম্পদের ভিত্তিতে

  • মানব সম্পদ
  • সুবিধা
  • সরঞ্জামাদি
  • দ্রব্য
  • তথ্য
  • সময়
  • মূলধন
  • প্রযুক্তি

ঘ) প্রকল্প পরিবেশের ভিত্তিতে

  • সুবিধাভোগী
  • ব্যবস্থাপনা
  • গ্রাহক
  • কার্যকরী সমর্থন
  • প্রকল্প দল
  • সামাজিক পরিবেশ

একটি প্রকল্পের জীবনচক্রে বিভিন্ন ক্রিয়াশীল উপাদানের উপস্থিতি লক্ষ্য করা যায়, তবে উদ্দেশ্য ও প্রকৃতি অনুসারে উপাদানসমূহের কিছু তারতম্য লক্ষ্য করা যায়। বস্তুত একটি প্রকল্প এর মধ্যে উল্লেখযোগ্য যে সব উপাদানের সমন্বয় দেখা যায় তা নিম্নে বর্ণিত হলো-

১। প্রকল্প নাম।

২। তাৎক্ষণিক ও দূরপাল্লার উদ্দেশ্যাবলি।

৩। জাতীয়, আঞ্চলিক ও সেক্টরাল পরিকল্পনার প্রকল্পের অবস্থান।

৪। উদ্দ্যোগী ও বাস্তাবায়ন সংস্থার উল্লেখ।

৫। সাফল্যের পূর্বশর্ত চিহ্নিতকরণ ও বিদ্যমান না হলে সেগুলো সৃষ্টির সম্ভাব্যতা সমীক্ষা।

৬। বাস্তবায়নের বিভিন্ন সম্ভাব্য বিকল্প পরীক্ষা ও নির্বাচন।

৭। কাম্যফল ও প্রয়োজনীয় সম্পদের আলোকে প্রকল্পের আয়তন, অবস্থান, বাজার, প্রযুক্তি, কাঁচামাল ও ব্যবস্থাপনা সম্পাদকীয় সমীক্ষার মাধ্যমে যথাযথ নির্বাচন।

৮। ব্যয়ের হিসাব (বিনিয়োগ ব্যয় ও আবর্তক ব্যয়)

৯। সমাপ্তির পর আবর্তক ব্যয় (যদি থাকে)।

১০। সময়সীমা (সূচনা ও সম্পত্তির তারিখ)।

১১। প্রকল্পের প্রকৃতি: নতুন বা সংশোধিত (সংশোধিত হলে সংশোধনের কারণ)।

১২। সম্ভাব্য আয়ের হিসাব (বাৎসরিক হিসাবে)।

১৩। বাস্তবায়নের, প্রকৃত বৎসরওয়ারী তফসিল (কাঁচামাল, সাজ-সরঞ্জামাদি আহরণ, ফিজিক্যাল ওয়ার্ক, আর্থিক বিবরণ প্রভৃতি)।

১৪। বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন স্তরে, কর্মীর সংখ্যা দায়িত্ব বিবরণী ও প্রশিক্ষণ প্রয়োজনীয়তা উল্লেখ।

১৫। সম্পদ আহরণের সম্ভাব্য তফসিল, এবং

১৬। প্রযুক্তিগত প্রয়োজন নিরূপণ ও প্রযুক্তি আহরণের পরিকল্পনা।

Related Posts