2.6K
ধনতান্ত্রিক ও সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার মধ্যে পার্থক্য
ধনতান্ত্রিক অর্থব্যবস্থা ও সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার মধ্যে যেসব পার্থক্য বিদ্যমান নিম্নে তা প্রদান করা হলো-
পার্থক্যের বিষয় | ধনতান্ত্রিক অর্থব্যবস্থা | সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা |
১. সংজ্ঞা | যে অর্থব্যবস্থায় সম্পদের ব্যক্তি মালিকানা ও ব্যক্তি স্বাতন্ত্র্য বিদ্যমান থাকে, তাকে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা বলা হয়। | যে অর্থব্যবস্থায় সমাজের অধিকাংশ সম্পদ ও উৎপাদনের উপকরণের উপর রাষ্ট্রীয় বা সরকারি মালিকানা বিদ্যমান তাকে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা বলে। |
২. সার্বভৌমত্ব | এ অর্থব্যবস্থায় ভোক্তার সার্বভৌমত্ব প্রকাশ পায়। | এ অর্থব্যবস্থায় ভোক্তার সার্বভৌমত্ব প্রকাশ পায় না। |
৩. ব্যক্তি স্বাধীনতার স্বীকৃতি | উৎপাদন, বিনিময়, বণ্টন ও ভোগের ক্ষেত্রে ব্যক্তিগত স্বাধীনতা স্বীকৃত। | উৎপাদন, বিনিময়, বণ্টন ও ভোগের ক্ষেত্রে ব্যক্তির স্বাধীনতা স্বীকার করা হয় না। |
৪. বণ্টন | ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় সম্পদের অসম বণ্টন পরিলক্ষিত হয়। | সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় সম্পদের সুষম বণ্টন নিশ্চিত হয়। |
৫. দামব্যবস্থা | এ অর্থব্যবস্থায় স্বয়ংক্রিয় দামব্যবস্থা বিদ্যমান। | এ অর্থব্যবস্থায় দাম নির্ধারণে কেন্দ্রীয় পরিকল্পনা কর্তৃপক্ষ ভূমিকা রাখে। |
৬. দক্ষতা | উৎপাদনব্যবস্থায় প্রতিযোগিতার কারণে দক্ষতা বৃদ্ধি পায়। | দক্ষতা অর্জনের জন্য নতুন কলাকৌশল ব্যবহৃত হয়। |
৭. উন্নয়ন | এ অর্থব্যবস্থায় সুষম উন্নয়ন সাধিত হয় না। | এ অর্থব্যবস্থায় সুষম উন্নয়ন সাধিত হয়। |
৮. নিয়ন্ত্রণ | উৎপাদকের উৎপাদন ও ভোক্তার ভোগের ক্ষেত্রে নিয়ন্ত্রণ নেই। | উৎপাদকের উৎপাদন ও ভোক্তার ভোগের ক্ষেত্রে নিয়ন্ত্রণ বিদ্যমান। |
৯. শ্রমবিভাগ | ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় পূর্ণ শ্রমবিভাগ লক্ষণীয়। | সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় আংশিক শ্রমবিভাগ লক্ষণীয়। |
আরও পড়ুন: সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা কাকে বলে? সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার বৈশিষ্ট্য
১০. প্রতিযোগিতা | এ অর্থব্যবস্থায় উৎপাদন ক্ষেত্রে অবাধ প্রতিযোগিতা বিদ্যমান। | এ অর্থব্যবস্থায় অবাধ প্রতিযোগিতা নেই। |
১১. ব্যক্তিগত মালিকানা | ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় সম্পদের উপর ব্যক্তিগত মালিকানা বিদ্যমান। | সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় সম্পদের উপর রাষ্ট্রীয় মালিকান বিদ্যমান। |
১২. মুদ্রাস্ফীতি | এ অর্থব্যবস্থায় মুদ্রাস্ফীতির উপস্থিতি লক্ষণীয়। | এ অর্থব্যবস্থায় মুদ্রাস্ফীতির উপস্থিতি নিয়ন্ত্রিত। |
১৩. বেকারত্ব | যেকোনো মাত্রার বেকারত্ব লক্ষণীয়। | নিয়ন্ত্রিত মাত্রার বেকারত্ব বা বেকারত্বহীনতা লক্ষণীয়। |
১৪. সামাজিক নিরাপত্তা | ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা হয় না। | সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা হয়। |
১৫. শ্রমিক ও উৎপাদকের মধ্যে সম্পর্ক | এ অর্থব্যবস্থায় শ্রমিক ও উৎপাদকের মধ্যে সুসম্পর্ক লক্ষণীয় নয়। | এ অর্থব্যবস্থায় শ্রমিক ও উৎপাদকের মধ্যে সুসম্পর্ক বিদ্যমান। |
আরও পড়ুন: ধনতান্ত্রিক অর্থব্যবস্থা কী? ধনতান্ত্রিক অর্থব্যবস্থার বৈশিষ্ট্য কী কী?