Home » ফরাসি বিপ্লব সম্পর্কে এমসিকিউ প্রশ্নোত্তর পর্ব – ১

ফরাসি বিপ্লব সম্পর্কে এমসিকিউ প্রশ্নোত্তর পর্ব – ১

by TRI

১। কত সালে ফরাসি বিপ্লব সংঘটিত হয়?

উত্তর:  ১৭৮৯ সালে।

২। ইউরোপের ইতিহাসে ফরাসি বিপ্লবের যুগ কোন সময়কে বলা হয়?

উত্তর: ১৭৮৯ থেকে ১৭৯৯ সাল পর্যন্ত সময়কে।

৩। ফরাসি বিপ্লব সংঘটনে কোন দুজন দার্শনিকের ভূমিকা সবচেয়ে বেশি?

উত্তর: দার্শনিক রুশো এবং দার্শনিক ভলতেয়ার।

৪। কোন দুর্গ আক্রমণের মধ্য দিয়ে ফরাসি বিপ্লবের সূত্রপাত হয়?

উত্তর: বাস্তিল দুর্গ।

৫। ফরাসি বিপ্লবের মূলমন্ত্র কি ছিল?

উত্তর: স্বাধীনতা, সাম্য, ভ্রাতৃত্ব।

৬। সপ্তদশ শতাব্দীতে ফ্রান্স কোন ধরনের রাষ্ট্র ছিল?

উত্তর: স্বৈরাচারী রাষ্ট্র।

৭। ফ্রান্সের ঔপনিবেশিক সাম্রাজ্য ও বাণিজ্যিক প্রাধান্য লোপ পায় কান যুদ্ধে পরাজয়ের ফলে?

উত্তর: সপ্তবর্ষব্যাপী যুদ্ধে পরাজয়ের ফলে।

৮। অত্যাচারের প্রতীক হিসেবে পরিচিত ছিল কি?

উত্তর: বাস্তিল দুর্গ।

৯। ফরাসি রাজপ্রাসাদের নাম কি ছিল?

উত্তর: টুইলারিস প্রাসাদ (Tuileries)

১০। ফ্রান্সের রাজনৈতিক ইতিহাসে কখন পরিবর্তন দেখা দিয়েছিল?

উত্তর: অষ্টাদশ শতাব্দীতে।

১১। ইংল্যান্ডের বিপ্লব সংঘটিত হয়েছিল কত সালে?

উত্তর: ১৬৮৮ সালে।

১২। ফ্রান্সের কোন রাজা ইংল্যান্ডের হাতে পরাজিত হয়েছিলেন?

উত্তর: রাজা চতুর্দশ লুই।

১৩। সপ্তবর্ষব্যাপী যুদ্ধ হয় কত খ্রিস্টাব্দে?

উত্তর: ১৭৫৬-১৭৬৩ খ্রিস্টাব্দে।

১৪। ফরাসি বিপ্লবের প্রাক্কালে কারা ফ্রান্সের বিশেষ অধিকারপ্রাপ্ত ছিল?

উত্তর: যাজক সম্প্রদায় ও অভিজাত সম্প্রদায়।

১৫। কত সালে ফ্রান্সে স্টেট জেনারেলের অধিবেশন স্থগিত হয়ে যায়?

উত্তর: ১৬১৪ সালে।

১৬। ফ্রান্সের বুর্জোয়া শ্রেণী বলতে কাদের বোঝানো হতো?

উত্তর: মধ্যবিত্ত শ্রেণীর লোকদের।

১৭। ফরাসি ভাষায় Samulottes শব্দের অর্থ কি?

উত্তর: বন্দুকবিহীন শ্রমিক শ্রেণী।

১৮। ফ্রান্সে কত সালে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিয়েছিল?

উত্তর: ১৭৮৮ সালে।

১৯। ফরাসি বিপ্লবের অন্যতম গুরুত্বপূর্ণ কারণ ছিল কোনটি?

উত্তর: সামাজিক বৈষম্য।

২০। “অহমিকাই ছিল বিপ্লবের মূল কারণ। স্বাধীনতা ছিল অজুহাত মাত্র।”- উক্তিটি কে করেছিলেন?

উত্তর: নেপোলিয়ন বোনাপার্ট।

২১। ফরাসি বিপ্লব মধ্যবিত্ত সম্প্রদায়ের সামাজিক ক্ষমতা লাভের আন্দোলনের ফলেই সৃষ্টি হয়েছিল অভিমতটি কার?

উত্তর: ঐতিহাসিক বাইকারের।

২২। ফ্রান্সের বুরবো রাজবংশের শ্রেষ্ঠ স্বৈরাচারী রাজা কে ছিলেন?

উত্তর: চতুর্দশ লুই।

ফরাসি বিপ্লব সম্পর্কে পড়ুন:

ফরাসি বিপ্লব বলতে কি বুঝ? ফরাসি বিপ্লবের কারণ ও ফলাফল আলোচনা কর

২৩। ‘আমিই রাষ্ট।’- কার উক্তি?

উত্তর: চতুর্দশ লুইয়ের।

২৪। ফরাসি বিপ্লবের সময় কয় প্রকার প্রত্যক্ষ কর আদায় করা হতো?

উত্তর: ৩ প্রকার। যথা- টেইলি কর, ক্যাপিটেশন কর ও ভিংটিয়েমে কর।

২৫। টেইলি কি ধরনের কর?

উত্তর:  সম্পত্তির উপর ধার্য কর।

২৬। ক্যাপিটেশন কি ধরনের কর?

উত্তর: আয়কর।

২৭। গাবেলা কোন ধরনের কর?

উত্তর: লবণ কর।

২৮। টাইদ কি?

উত্তর: ধর্মকর। 

Related Posts