সাংস্কৃতিক নৃবিজ্ঞান কি?
যে নৃবিজ্ঞান মানুষের সামাজিক জীবন তুলে ধরে তাকে সাংস্কৃতিক নৃবিজ্ঞান বলে। সাংস্কৃতিক নৃবিজ্ঞানের আরেক নাম সামাজিক নৃবিজ্ঞান। সাংস্কৃতিক নৃবিজ্ঞানীরা অতীত ও বর্তমান সাংস্কৃতিক জগতের বৈশিষ্ট্য তুলে ধরে। এর অন্তর্ভুক্ত বিষয়সমূহ হলো- বিবাহ, পরিবার, গ্রামীণ জীবনের ক্ষমতা, মর্যাদা, রীতিনীতি, শ্রমের ব্যবহার, অপরাধ, আদিম উৎপাদন পদ্ধতি, সরকার, আইন, শিল্পকলা, নারী-পুরুষ সম্পর্ক প্রভৃতি।
সাংস্কৃতিক নৃবিজ্ঞানের সংজ্ঞা
সাংস্কৃতিক নৃবিজ্ঞানের সংজ্ঞা দিতে গিয়ে E. B. Tylor তাঁর ‘A Dictionary of Anthropology’ (1991: P. 28) গ্রন্থে বলেছেন, সাংস্কৃতিক নৃবিজ্ঞান মানবজাতির ভাষা, পরিবার ও প্রযুক্তিগত আচার আচরণ নিয়ে আলোচনা করে।
সাংস্কৃতিক নৃবিজ্ঞানের সংজ্ঞায় জনৈক নৃবিজ্ঞানী বলেন, সাংস্কৃতিক নৃবিজ্ঞান্ সকল স্থান ও কালের আলোকে আদিবাসী, তাদের সংস্কৃতি এবং কাঠামো ও বিবর্তন নিয়ে আলোচনা করে।
সমাজবিজ্ঞান ও নৃবিজ্ঞানের মধ্যে পার্থক্য লেখ |
নৃবিজ্ঞানী Conrad Phillip Kottak তাঁর ‘Cultural Anthropology (2002: P-11) গ্রন্থে বলেন,
সাংস্কৃতিক্ নৃবিজ্ঞান হচ্ছে মানবসমাজ ও সাংস্কৃতিক অধ্যয়ন। এই অনুশাখায় মানবজাতির সামাজিক এবং সাংস্কৃতিক সাদৃশ্য ও বৈসাদৃশ্যসমূহের বর্ণনা, বিশ্লেষণ এবং ব্যাখ্যা দেয়া হয়।
নৃবিজ্ঞানী Beals এবং Hoijer তাঁর ‘Introduction to Anthropology’ গ্রন্থে বলেন, সাংস্কৃতিক নৃবিজ্ঞান্ মানুষের সংস্কৃতির উদ্ভব ও ইতিহাস, তার উন্নয়ন ও বিবর্তন এবং স্থান-কালভেদে মানুষের সাংস্কৃতির গঠন ও কার্যাবলি নিয়ে অধ্যয়ন করে।
E. B. Tylor তাঁর ‘A Dictionary of Anthropology (1991: P-28) গ্রন্থে বলেন, সাংস্কৃতিক নৃবিজ্ঞান মানবজাতির ভাষা, পরিবার ও প্রযুক্তিগত আচার আচরণ নিয়ে আলোচনা করে। বস্তুত তিনি সাংস্কৃতিক নৃবিজ্ঞানকে মানুষ ও তার কাজের বর্ণনা হিসেবে উল্লেখ করেছেন।
সাংস্কৃতিক নৃবিজ্ঞানকে কখনো কখনো সামাজিক নৃবিজ্ঞানও বলা হয়।
প্রখ্যাত আমেরিকান নৃবিজ্ঞানী M. J. Herkovits তাঁর ‘Man and His Works’ গ্রন্থে বলেন, সাংস্কৃতিক নৃবিজ্ঞান্ হচ্ছে মানবজাতি কিভাবে তার প্রাকৃতিক পরিবেশে ও সামাজিক মাধ্যমে নিজেকে খাপখাইয়ে নেয় এবং কিভাবে কৃষ্টি ও প্রথাগুলো বংশপরম্পরায় সংরক্ষিত ও অনুসৃত এবং হস্তান্তরিত হয়ে আসছে তার অধ্যয়ন।
নৃবিজ্ঞানী Jacobs এবং Stern তাঁর ‘General Anthropology’ গ্রন্থে বলেন, সাংস্কৃতিক নৃবিজ্ঞান্ মানবজাতির বিশেষ করে আদিপ্রযুক্তির অধিকারী জাতীয় প্রথা ও সামাজিক বৈচিত্র্য ও বহুমুখিতা নিয়ে আলোচনা করে।
বহুল জিজ্ঞাসিত প্রশ্ন
এই বিষয়ে আপনার মনে উঁকি দেয়া আরো কিছু প্রশ্ন ও তার উত্তর চলুন জেনে নিই-
সামাজিক নৃবিজ্ঞানের জনক কে?
সামাজিক নৃবিজ্ঞানের জনক হলেন ব্রনিসলাউ মলিনস্কি।
নৃবিজ্ঞানের প্রধান শাখা কি কি?
নৃবিজ্ঞানের প্রধান দুইটি শাখা রয়েছে। যথা:- ১। দৈহিক নৃবিজ্ঞান ও ২। সাংস্কৃতিক বা সামাজিক নৃবিজ্ঞান।
নৃবিজ্ঞান হচ্ছে মানুষের সামগ্রিক পাঠ উক্তিটি কার?
E. A. Hobel এর উক্তি।