Home » প্রতিবন্ধী জনগোষ্ঠীর সমস্যা সমাধানের উপায় সমূহ
প্রতিবন্ধী জনগোষ্ঠীর সমস্যা সমাধানের উপায়,

প্রতিবন্ধী জনগোষ্ঠীর সমস্যা সমাধানের উপায় সমূহ

by TRI

প্রতিবন্ধী জনগোষ্ঠীর সমস্যা সমাধানের উপায়

অবহেলিত, বঞ্চিত, নিগৃহীত জনগোষ্ঠী- প্রতিবন্ধীদের সমস্যার কোনো শেষ নেই। মানবেতর জীবনযাপনকারী প্রতিবন্ধী জনগোষ্ঠীর সমস্যা সমাধানের জন্য ব্যক্তি, রাষ্ট্র, বেসরকারি সংগঠন তথা কারও একার পক্ষে সম্ভব নয়। প্রতিবন্ধী সংক্রান্ত আন্তর্জাতিক সিদ্ধান্ত ও ঘোষণাসমূহ এবং বাংলাদেশ সরকারের প্রতিবন্ধী বিষয়ক জাতীয় নীতিমালা ১৯৯৫ অনুযায়ী সরকার ও বেসরকারি সংস্থা প্রতিবন্ধীদের সমস্যা সমাধানে কাজ করে চলছে। নিচে প্রতিবন্ধী জনগোষ্ঠীর সমস্যা সমাধানের উপায় সমূহ নিচে তুলে ধরা হলো-

১. প্রতিবন্ধী জনগোষ্ঠীর অধিকার, চাহিদা, মেধা, যোগ্যতা ও অবদান সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।

২. প্রতিবন্ধীরাও অন্য সকলের মতো সমঅধিকারের দাবিদার। তাই সমাজ ও রাষ্ট্রীয় জীবনে তাদের সমঅংশগ্রহণের বাধাসমূহ দূর করতে হবে। এ বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ব্যাপক প্রচারাভিযান চালাতে হবে।

প্রতিবন্ধী কারা? প্রতিবন্ধী কত প্রকার ও কি কি?

৩. প্রতিবন্ধীদের সমস্যা সমাধানের জন্য সর্বাগ্রে প্রয়োজন দৃষ্টিভঙ্গির পরিবর্তন। প্রতিবন্ধিত্ব পাপের ফল নয়, অভিশাপ নয়, কলঙ্ক বা বোঝা নয়, এ মনোভার পোষণ করে তাদেরকে সাধারণ মানুষের মতো ভাবতে হবে।

৪. সর্বজনীন গণশিক্ষা কর্মসূচিতে সমতা ও পূর্ণ অংশগ্রহণের নীতিমালা অনুসরণ করতে হবে।

৫. প্রতিবন্ধীদের সাথে নমনীয় আচরণ করতে হবে এবং তাদের সাথে দূরত্ব ঘুচিয়ে মিলেমিশে থাকতে হবে। তাদের প্রতি ঘৃণা ও অবজ্ঞা পরিহার করতে হবে।

৬. সমঅধিকারের ভিত্তিতে তাদের জন্য মৌলিক চাহিদা পূরণের ব্যবস্থা করতে হবে। অর্থাৎ তাদেরকে আলাদাভাবে না দেখে সাধারণ নাগরিকের মতোই মৌলিক উপকরণের ব্যবস্থা করতে হবে।।

৭. প্রতিবন্ধীদের উপযুক্ত প্রশিক্ষণের ব্যবস্থা করা। এ ক্ষেত্রে নারী ও পুরুষ প্রতিবন্ধীদের জন্য পৃথক প্রশিক্ষণের ব্যবস্থা করা যাতে নারী প্রতিবন্ধীরা পিছিয়ে না পড়ে।

৮. প্রতিবন্ধীদের মেধা, যোগ্যতা, সামর্থ্যের সর্বোচ্চ বিকাশ, স্বাধীন ও আত্মনির্ভরশীল জীবন নিশ্চিত করার জন্য পুনর্বাসনের যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে। জাতীয় পর্যায়ে পুনর্বাসন কর্মসূচি গ্রহণ করে প্রতিবন্ধী ব্যক্তিদের চাহিদা, সমসুযোগ ও পূর্ণ অংশগ্রহণের নীতিমালা অনুসরণ করে এ পুনর্বাসন কর্মসূচির পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করতে হবে। কর্মসংস্থান, সকল প্রকার পুনর্বাসন কর্মসূচির লক্ষ্য হবে প্রতিবন্ধীরা যাতে মর্যাদার সাথে অর্থবহ, ফলপ্রসূ ও অবদানমূলক জীবনযাপন করতে পারে।

৯. গণমাধ্যমে প্রতিবন্ধী জনগোষ্ঠীর সাফল্যের কাহিনী তুলে ধরতে হবে।

১০. বধিরদের জন্য বিশেষ স্কুল-কলেজ প্রতিষ্ঠা করে তাদের কারিগরি শিক্ষায় শিক্ষিত করা প্রয়োজন। সেই সাথে তাদের জন্য আবাসনের সুব্যবস্থা থাকতে হবে।

প্রতিবন্ধী জনগোষ্ঠীর সমস্যা গুলো কি কি?

১১. বাংলাদেশে সরকারি ব্যবস্থাপনায় প্রতিবন্ধী জনগোষ্ঠীর জন্য জাতীয় বিশেষ শিক্ষা কার্যক্রম, দৃষ্টি ও শ্রবণ প্রতিবন্ধীদের জন্য সরকারি বিদ্যালয়, সমন্বিত অন্ধ শিক্ষা কার্যক্রম, শারীরিক প্রতিবন্ধীদের প্রশিক্ষণ, কর্মসংস্থান ও পুনর্বাসন, ব্রেইল প্রেস ও কৃত্রিম অঙ্গ উৎপাদন, মানসিক প্রতিবন্ধী শিশুদের পুনর্বাসন ইত্যাদি কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে। সরকারের এসব কর্মসূচিকে আরও জোরদার করা প্রয়োজন।

Related Posts