Home » প্রতিবন্ধী জনগোষ্ঠীর সমস্যা গুলো কি কি?
প্রতিবন্ধী জনগোষ্ঠীর সমস্যা,

প্রতিবন্ধী জনগোষ্ঠীর সমস্যা গুলো কি কি?

by TRI

প্রতিবন্ধী জনগোষ্ঠীর সমস্যা

প্রতিবন্ধী মাত্রই সবার অবহেলা, অবজ্ঞা ও ঘৃণার পাত্র। সবাই প্রতিবন্ধীকে সমাজের কলঙ্ক ও বোঝা মনে করে। ফলে তারা নানা প্রকার সমস্যার শিকার হয়ে ন্যায়সংগত অধিকার থেকে বঞ্চিত হয়। আমাদের দেশেও নানা ধরনের প্রতিবন্ধী রয়েছে। যারা বহুমুখী সমস্যায় জর্জরিত। বাংলাদেশের প্রেক্ষাপটে প্রতিবন্ধী জনগোষ্ঠীর সমস্যা গুলো নিচে তুলে ধরা হলো-

১. শারীরিক সমস্যা

যেসব প্রতিবন্ধী শারীরিকভাবে অক্ষম তারা যেসব সমস্যার মুখোমুখি হয় সেগুলো হলো-

ক. চলাফেরার সমস্যা।

খ শ্রবণ সমস্যা।

গ. দেখা ও শনাক্তকরণ সমস্যা।

ঘ. শারীরিক ভারসাম্যহীনতা।

ঙ. আত্মরক্ষার সমস্যা।

চ. বধির প্রতিবন্ধীদের কথা বলার সমস্যা।

ছ. বুদ্ধি প্রতিবন্ধীদের কোনো কিছুর সমস্যা।

প্রতিবন্ধী কারা? প্রতিবন্ধী কত প্রকার ও কি কি?

২. মানসিক সমস্যা

প্রতিবন্ধী জনগোষ্ঠী প্রতিবন্ধিত্বের কারণে যেসব মানসিক সমস্যার সম্মুখীন হয় সেগুলো হলো-

ক. পরিবার ও সমাজ বোঝা মনে করে।

খ. বিষন্নতা, বিচ্ছিন্নতা ও একাকিত্বের সমস্যায় ভোগে।

গ. পরিবারের অন্য সদস্যদের ন্যায় আচরণ ও সেবা পায় না এবং শিক্ষা প্রতিষ্ঠানে সহপাঠীদের সহযোগিতা পায় না।

ঘ. পরিবার ও সমাজ কর্তৃক নানাভাবে নিগৃহীত হয়।

৩ . সামাজিক সমস্যা

প্রতিবন্ধীরা সামাজিকভাবে নিম্নোক্ত সমস্যার সম্মুখীন হয়-

ক. সমাজের মানুষ প্রতিবন্ধীদের অপয়া, অমঙ্গল, ব্যর্থতা ইত্যাদির প্রতীক হিসেবে দেখে। প্রতিবন্ধীর মুখ দর্শন সব মন্দের মূল হিসেবে গণ্য করে।

খ. পরিবারের সাধারণ সদস্যদের মতো সামাজিক আচার-অনুষ্ঠানে যেতে পারে না।

গ. সামাজিকীকরণ সমস্যা।

ঘ. সামাজিক বিচ্ছিন্নতার সমস্যা।

ঙ. উপযুক্ত শিক্ষা ও চিকিৎসার সমস্যা।

চ. মৌলিক চাহিদা পূরণজনিত সমস্যা।

ছ. সামাজিক নিরাপত্তার সমস্যা।

জ. প্রতিবন্ধী নারীদের বিবাহজনিত সমস্যা।

৪. অর্থনৈতিক সমস্যা

যেকোনো মানুষের বেঁচে থাকার জন্য অর্থের প্রয়োজন অনস্বীকার্য। প্রতিবন্ধীরাও মানুষ। কিন্তু প্রতিবন্ধী হওয়ার কারণে তারা যেসব অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হয় সেগুলো নিম্নরূপ-

ক. শারীরিক প্রতিবন্ধীরা কোনো কাজ করতে অক্ষম বলে তারা অন্যের ওপর নির্ভরশীল হয়ে জীবনযাপন করে।

খ. প্রতিবন্ধীদের জন্য পর্যাপ্ত কর্মসংস্থানের ব্যবস্থা না থাকায় অর্থনৈতিক অভাব পূরণের জন্য অনেক ক্ষেত্রে ভিক্ষাবৃত্তিকে বেছে নিতে হয়।

গ. প্রতিবন্ধীরা যেহেতু শারীরিক ও মানসিকভাবে অক্ষম, সেহেতু তারা আত্মকর্মসংস্থানমূলক কর্মকাণ্ডে অংশ নিতে পারে না।

ঘ. উপযুক্ত প্রশিক্ষণ, স্বল্প সুদে ঋণ প্রদান এবং পর্যাপ্ত পুনর্বাসনের ব্যবস্থা না থাকায় প্রতিবন্ধীরা অর্থকষ্টে ভোগে।

৬. সরকারি ও বেসরকারি পর্যায়ে প্রতিবন্ধীদের চাকরির সুযোগ খুবই সীমিত বিধায় তাদেরকে মানবেতর জীবনযাপন করতে হয়।

আশাকরি, উপরের আলোচনা থেকে আপনার প্রতিবন্ধী জনগোষ্ঠীর সমস্যা গুলো সম্পর্কে অবগত হয়েছেন।

Related Posts