Home » বৌদ্ধ ধর্মমতে যে ৮টি কারণে ভূমিকম্প হয়

বৌদ্ধ ধর্মমতে যে ৮টি কারণে ভূমিকম্প হয়

by TRI

ভূমিকম্পের আটটি কারণ

বৌদ্ধ ধর্মমতে, আটটি প্রধান কারণে ভূমিকম্প হয়। নিম্নে এগুলো আলোচনা করা হলো-

১ম কারণ: এ মহাপৃথিবী জলের উপরে প্রতিষ্ঠিত রয়েছে, এ জল বায়ুতে প্রতিষ্ঠিত, যখন মহাবায়ু প্রবাহিত হয়, তখন পৃথিবীকে ধারণকারী জল কম্পিত হয়। । জল কম্পিত হলে পৃথিবীও কম্পিত হয়।

২য় কারণ: যে কোন ঋদ্ধিমান সংযত চিত্ত শ্রমণ-ব্রাহ্মণ অথবা মহাশক্তিশালী মহানুভব দেবতার যদি পৃথিবী সংজ্ঞা সামান্য পরিমাণ এবং অপ (জল) সংজ্ঞা বলবৎভাবে ভাবিত হয়, তা হলে তিনি এ পৃথিবীকে ঋদ্ধি প্রভাবে কম্পিত করতে পারেন, সঞ্চালিত করতে পারেন এবং প্রবলভাবে আন্দোলিত করতে পারেন। তথাগতের জীবনের ছয়টি মহিমান্বিত কর্ম-মুহুর্তে পৃথিবী কম্পিত হয়।

৩য় কারণ: যে মুহুর্তে বোধিসত্ত্ব স্বর্গ হতে চ্যুত হয়ে স্মৃতি-সম্প্রযুক্ত জ্ঞানে মাতৃগর্ভে প্রতিসন্ধি গ্রহণ করেন, তখন এই পৃথিবী পুণ্যতেজে কম্পিত হয়। এরকম হলে ভূমিকম্প অনুভূত হয়।

৪র্থ কারণ: যে শুভক্ষণে অন্তিম জন্মধারী বোধিসত্ত্ব মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হন, তখন এই পৃথিবী পুণ্য তেজে কম্পিত-প্রকম্পিত হয়।

৫ম কারণ: যে মুহুর্তে তথাগত অনুত্তর সম্যক সম্বোধি লাভ করেন, তখন এই পৃথিবী জ্ঞান তেজে কম্পিত, প্রকম্পিত, সঞ্চালিত ও আন্দোলিত হয়।

৬ষ্ঠ কারণ: যে শুভক্ষণে তথাগত অনুত্তর ধর্মচক্র প্রবর্তন করেন, তখন পৃথিবী সাধুবাদ প্রদান করতে কম্পিত হয়।

৭ম কারণ: যখন তথাগত স্মৃতি সম্প্রযুক্ত জ্ঞানে স্বীয় আয়ু-সংস্কার বিসর্জন দেন, তখন পৃথিবী কারুণ্যে কম্পিত, প্রকম্পিত ও ভয়ানকরূপে আন্দোলিত হয়।

৮ম কারণ: যখন তথাগত অনুপাদিশেষ নির্বাণ ধাতুতে পরিনির্বাপিত হন, তখন এ মহাপৃথিবী রোদন করতে কম্পিত, প্রকম্পিত ও ভয়ানকরূপে আন্দোলিত হয়।

আরও পড়ুন:   পঞ্চনীবরণ বলতে কি বুঝায়?

Related Posts