Home » ক্রেডিট কার্ড কি ? ক্রেডিট কার্ড পাওয়ার যোগ্যতা ও ব্যবহারের নিয়ম
ক্রেডিট কার্ড কি, ক্রেডিট কার্ড পাওয়ার যোগ্যতা ও ব্যবহারের নিয়ম

ক্রেডিট কার্ড কি ? ক্রেডিট কার্ড পাওয়ার যোগ্যতা ও ব্যবহারের নিয়ম

by TRI

রিটেইল বা খুচরা ইলেক্ট্রনিক ব্যাংকিং এর মধ্যে ক্রেডিট কার্ড একটি জনপ্রিয় সেবার নাম। এই কার্ডটি ব্যবহার করে পণ্য কেনা-বেচাসহ যেকোনো ধরনের লেনদেন সম্পন্ন করা যায়। এই আর্টিকেলে ক্রেডিট কার্ড কি, ক্রেডিট কার্ড পাওয়ার যোগ্যতা, ক্রেডিট কার্ড ব্যবহারের নিয়ম ও ক্রেডিট কার্ড এর ইতিহাস সম্পর্কে আলোচনা করবো। চলুন তাহলে শুরু করা যাক-

ক্রেডিট কার্ড কি

একটি নির্দিষ্ট পরিমাণ নগদ অর্থের চাহিদা পূরণ করে বিনিময়ের মাধ্যম হিসেবে কাজ করা প্লাস্টিক কার্ডই ক্রেডিট কার্ড নামে পরিচিত। এ ধরনের কার্ডের মাধ্যমে গ্রাহককে ক্রেডিট বা ঋণ সুবিধা দেওয়া হয়। সাধারণত এই ঋণের একটি নির্দিষ্ট সীমা থাকে। গ্রাহক ঐ সীমা পর্যন্ত অর্থ ব্যবহার করে কেনা-কাটা করতে পারে।

ক্রেডিট কার্ড ব্যবহার করে একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত অর্থ নগদ উত্তোলনও করা যায়। তবে সময়মতো অর্থ পরিশোধ না করলে সুদ দিতে হয়।

বর্তমানে পৃথিবীতে অন্যতম প্রচলিত ক্রেডিট কার্ড হলো VISA, Master Card, American Express ইত্যাদি। ডেবিট কার্ড হিসেবেও এগুলো ইস্যু করা যায়।

ক্রেডিট কার্ড এর ইতিহাস

১৯৫১ সালে Frankling National Bank সর্বপ্রথম ক্রেডিট কার্ড প্রচলন করে। ১৯৫০ সালের শেষের দিকে Bank of America, Chase Manhattan এবং Marine Midland Trust, ‘চার্জ’ কার্ড চালু করেছিল। ‘Bank of America’ নামের ক্রেডিট কার্ডটি ক্যালিফোর্নিয়াতে জনপ্রিয়তা লাভ করে। ১৯৬৬ সালে Bank of America তার এ ক্রেডিট কার্ডটি চালুর জন্য যুক্তরাষ্ট্রের ও অন্যান্য দেশের ব্যাংকগুলোকে লাইসেন্স দেয়।

আরও পড়ুন:   ডেবিট কার্ড কি ? ডেবিট কার্ড খোলার নিয়ম ২০২৩

ক্রেডিট কার্ড পাওয়ার যোগ্যতা

ক্রেডিট কার্ড পাওয়ার যোগ্যতা বিভিন্ন দেশে বিভিন্ন রকম। এই আর্টিকেলে আমরা বাংলাদেশে ক্রেডিট কার্ড পাওয়ার যোগ্যতা কি কি সে বিষয়ে ধারণা দেয়ার চেষ্টা করবো।

সাধারণত চাকরিজীবী, ব্যবসায়ী বা অন্য পেশাজীবী যাদের বৈধ আয় ও বৈধ কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) আছে, তারা ক্রেডিট কার্ডের জন্য আবেদন করতে পারবেন। এক্ষেত্রে-

  •  ব্যবসায়ী হলে একাউন্টের বয়স সর্বনিম্ন এক বছর এবং ১০ লাখ টাকার লেনদেন হতে হবে। সেই সাথে জাতীয় পরিচয়পত্র, দুই কপি ছবি, ট্রেড লাইসেন্স ও রেফারেন্স লাগেব।
  • চাকরিজীবী হলে মাসিক বেতন অন্তত ৩০ হাজার টাকার বেশি এবং ছয় মাসের ব্যাংক হিসাব দেখাতে হবে। এর পাশাপাশি টিআইএন নম্বর, দুই কপি ছবি, জাতীয় পরিচয়পত্র ও রেফারেন্স লাগবে।
  •  অন্য পেশাজীবীদের ক্রেডিট কার্ড পাওয়ার যোগ্যতা হচ্ছে, পেশাসংক্রান্ত আইডি কার্ড বা প্রমাণপত্র দেখাতে হবে। সেই সাথে দুই কপি ছবি, জাতীয় পরিচয়পত্র, বিদ্যুৎ বা গ্যাস বিলের কপি ও রেফারেন্স লাগবে।এছাড়া আপনি সব দিক দিয়ে যোগ্য হলে যে ব্যাংকে আপনার অ্যাকাউন্ট আছে, সেই ব্যাংক থেকে আপনার সঙ্গে যোগাযোগ করতে পারে। 

ক্রেডিট কার্ড কিভাবে পাবো

ক্রেডিট কার্ড পাওয়ার যোগ্যতা নিয়ে উপরের অনুচ্ছেদে আলোচনা করেছি। উপরিউক্ত যোগ্যতা পূরণ হলে আপনি ব্যাংকের ক্রেডিট কার্ড সংশ্লিষ্ট বিভাগের সাথে যোগাযোগ করে ক্রেডিট কার্ডের জন্য আবেদন করতে পারেন। এরপর আপনার আয়ের উৎস, মাসিক আয় ও অন্যান্য ডকুমেন্ট জমা দেওয়ার পর উক্ত বিভাগ থেকে আপনাকে পরবর্তী ধাপ সম্পর্কে জানানো হবে।

ক্রেডিট কার্ড ব্যবহারের নিয়ম

ক্রেডিট কার্ড ব্যবহারের নিয়মাবলি নিম্নরূপ-

  • প্রথমেই কার্ডটি এক্টিভ করে নিতে হবে। এক্টিভ না হলে সেটি দিয়ে লেনদেন করতে পারবেন না।
  • ৪ ডিজিটের একটি পিনকোড সেট করতে হবে। কোডটি মনে রাখবেন এবং কারো সাথে শেয়ার করবেন না।
  • ক্রেডিট কার্ডের জন্য ইস্যু করা প্রয়োজনীয় ডকুমেন্টস যত্নে রাখুন। কার্ডের যেকোনো সমস্যায় এগুলো কাজে লাগবে।
  • বর্তমানে এই কার্ড দিয়ে আপনি অনলাইন ও অফলাইনে কেনা-কাটা করতে পারবেন।
  • ক্রেডিট কার্ডের ব্যবহারের ওপর চার্জ ও শর্ত জেনে নিন।
  • আপনার ক্রেডিট কার্ড সম্পর্কিত বিভিন্ন ইনফরমেশনের গোপনীয়তা নিশ্চিত করুন।

 

Related Posts