Home » ব্যাংক কাকে বলে? ব্যাংক শব্দের উৎপত্তি আলোচনা কর।
ব্যাংক কাকে বলে ব্যাংক শব্দের উৎপত্তি

ব্যাংক কাকে বলে? ব্যাংক শব্দের উৎপত্তি আলোচনা কর।

by TRI

ব্যাংক কি বা ব্যাংক কাকে বলে, ব্যাংক শব্দের উৎপত্তি কিভাবে হলো এবং ব্যাংকের সংজ্ঞা ও বৈশিষ্ট্যসহ আনুষঙ্গিক বিষয়গুলো নিয়ে আজকের আর্টিকেল। আশা করি, আর্টিকেলটি পড়ে আপনারা উপকৃত হবেন।

ব্যাংক কাকে বলে ?

ব্যাংক কাকে বলে তার উত্তর এককথায় এভাবে দেয়া যায়, “যে প্রতিষ্ঠান অর্থ ও ঋণের ব্যবসায়ে জড়িত তাকে ব্যাংক বলে।” বর্তমানে ব্যাংক মুদ্রাবাজার নিয়ন্ত্রণ ও মুদ্রার উপযোগিতাও সৃষ্টি করে। 

মানুষ বেঁচে থাকার জন্য বিভিন্নভাবে অর্থ উপার্জন করে। উপার্জিত অর্থের কিছু অংশ উদ্বৃত্ত থাকতে পারে। আর এ উদ্বৃত্ত অর্থের নিরাপদ সংরক্ষণের তাগিদ থেকেই ব্যাংক ব্যবস্থার উৎপত্তি। ব্যাংক শব্দের উৎপত্তি কিভাবে হলো তা আরেকটু পরে আলোচনা করছি। এবার আসি ব্যাংকের সংজ্ঞায়।

ব্যাংকের সংজ্ঞা

ব্যাংকের সংজ্ঞা দিতে গিয়ে অনেক বিশেষজ্ঞ অনেক মত দিয়েছেন। তার মধ্যে কয়েকটি সংজ্ঞা নিচে উল্লেখ করা হলো-

অধ্যাপক কেয়ারনক্রস (Prof. Cairncross) এর মতে, “A bank is a financial intermediary; a dealer in loans and debts.” অর্থাৎ, ‘ব্যাংক হলো একটি আর্থিক মধ্যস্থ কারবারি – ধার ও ঋণের ব্যবসায়ী।’

অধ্যাপক সেয়ার্স (Prof. Sayers) এর মতে, “Banks are the institution whose debts are commonly accepted in settlement of the other peoples debt.” অর্থাৎ, ‘ব্যাংক হলো এমন একটি প্রতিষ্ঠান যার ঋণ অন্য সকলের পারস্পরিক ঋণ নিষ্পত্তির জন্য সাধারণভাবে ব্যবহৃত হয়।’

আরও পড়ুন:   ই-ব্যাংকিং কি? ই-ব্যাংকিং এর সুবিধা আলোচনা কর

ব্যাংকের বৈশিষ্ট্য

মোটাদাগে ব্যাংকের কয়েকটি বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। এগুলো নিম্নরূপ-

  • ব্যাংক হলো অর্থ জমা ও ঋণের সাথে সংযুক্ত একটি আর্থিক মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান;
  • জনগণের অর্থ আমানত হিসেবে গচ্ছিত রাখে;
  • জনগণকে সুদের বিনিময়ে বিভিন্ন মেয়াদি ঋণ দেয়;
  • চাহিবামাত্র গ্রাহকের জমাকৃত অর্থ পরিশোধে বাধ্য থাকে;
  • গ্রাহক সন্তুষ্টির লক্ষ্যে এটি কাজ করে;
  • প্রতিষ্ঠানটি সততা ও বিশ্বস্ততার প্রতীক হিসেবে গণ্য হয়;
  • প্রতিষ্ঠানটির ব্যবসায়ের প্রধান উদ্দেশ্য মুনাফা অর্জন।

ব্যাংক কাকে বলে, ব্যাংকের সংজ্ঞা ও বৈশিষ্ট্য জেনে নিলাম। এবার আসি ব্যাংকের উৎপত্তি কিভাবে হলো তা জেনে নিই।

ব্যাংক শব্দের উৎপত্তি

ব্যাংক শব্দের উৎপত্তি প্রথম কখন ও কোথায় হয়েছিল তা সুনির্দিষ্ট করে বলা না গেলেও এটা স্পষ্ট যে, অর্থ সংরক্ষণের প্রয়োজনীয়তা থেকেই ব্যাংক শব্দটির উৎপত্তি। তবে এটা জানা বিষয় যে, ‘Bank’ নামক ইংরেজি শব্দটির উৎপত্তি জার্মান শব্দ ‘Banke’ এবং ইতালীয় শব্দ ‘Banco’ থেকে।

ইংরেজি শব্দ Bank-এর আভিধানিক অর্থ হলো নদীর তীর, জলাশয়, ধনভাণ্ডার, লম্বা টুল ও কোনো কিছুর স্তুপ। Bank শব্দটি কবে, কোথায় এবং কীভাবে উৎপত্তি হয়েছে তা কেউই নির্দিষ্ঠভাবে বলতে পারে না। কোনো কোনো ইতিহাসবিদের মতে প্রাচীন ল্যাটিন শব্দ Banco, Bangk, Banque, Bancus থেকে Bank শব্দের উৎপত্তি হয়।

আরও পড়ুন:   কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি আলোচনা কর

মধ্যযুগে ইউরোপ ও ল্যাটিন আমেরিকার নানান স্থানে, বিশেষ করে ইতালির লোম্বার্ডি শহরে ইহুদি ব্যবসায়ী ও মহাজনরা লম্বা টুলে বসে অর্থের ব্যবসায় করতো। অর্থাৎ তারা ধনবানদের অর্থ জমা রাখতো, আবার অন্যদেরকে এ অর্থ ধার দেওয়ার ব্যবসায় পরিচালনা করতো। অর্থ জমা নেওয়া ও ধার দেওয়ার সময় তারা একটি রসিদ ব্যবহার করতো। জমাদানকারীর কাছে এটি ‘Deposit Slip’ হিসেবে পরিচিত। আবার কেউ অর্থ সংগ্রহ বা উত্তোলন করলে তাকে একটি উত্তোলন চিঠা সরবরাহ করা হতো। ধারণা করা হয়, এ উত্তোলন চিঠাই পরবর্তীতে চেক (Cheque) হিসেবে আত্মপ্রকাশ করে।

Related Posts