ব্যবস্থাপনা ও প্রশাসনের মধ্যে পার্থক্য
প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদি লক্ষ্য ও নীতিনির্ধারণ, পরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবায়নের সাথে জড়িত কাজকে প্রশাসন বলে। আবার, প্রশাসন কর্তৃক গৃহীত লক্ষ্য, নীতি ও পরিকল্পনাসহ অন্যান্য কার্যাবলি অন্যদের দিয়ে করিয়ে নেওয়ার কৌশলকে ব্যবস্থাপনা বলে। অর্থাৎ, প্রশাসন হলো কাজ নির্ধারণকারী আর ব্যবস্থাপনা হলো কাজ বাস্তবায়নকারী। ব্যবস্থাপনা ও প্রশাসনের মধ্যে এরকম নানা পার্থক্য পরিলক্ষিত হয়।
নিম্নে ব্যবস্থাপনা ও প্রশাসনের মধ্যে পার্থক্য সমূহ দেখানো হলো-
পার্থক্যের বিষয় | ব্যবস্থাপনা | প্রশাসন |
১. উৎপত্তি | ইতালীয় শব্দ ‘Maneggiare’ থেকে ‘Management’ শব্দের উৎপত্তি, যার অর্থ ঘোড়াকে প্রশিক্ষিত করে তোলা। | ল্যাটিন শব্দ ‘Ministiare’ থেকে ‘Administration’ শব্দের উৎপত্তি, যার অর্থ পরিচালনা বা দেখাশোনা করা। |
২. প্রকৃতি | ব্যবস্থাপনা প্রশাসন কর্তৃক প্রণীত বিষয় বাস্তবায়নের সাথে জড়িত। | প্রশাসন নীতিনির্ধারণ, পরিকল্পনা প্রণয়ন ও নির্দেশ দানের সাথে জড়িত। |
৩. কাজ | পরিকল্পনা প্রণয়ন, সংগঠিতকরণ, কর্মীসংস্থান, নির্দেশনা, প্রেষণা, সমন্বয়সাধন ও নিয়ন্ত্রণ। | লক্ষ্য ও নীতি নির্ধারণ, দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রণয়ন ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া। |
৪. উপাধি | ব্যবস্থাপনায় নিয়োজিত ব্যক্তিদের ব্যবস্থাপক বলে। | প্রশাসনে নিয়োজিত ব্যক্তিদের প্রশাসক বলে। |
৫. স্তর | সংগঠনের মধ্য ও নিম্ন স্তরে এরা অবস্থান করেন। | সংগঠনের উচ্চ স্তরে এরা অবস্থান করেন। |
আরও দেখুন: ব্যবস্থাপনা কাকে বলে? ব্যবস্থাপনার গুরুত্ব ব্যাখ্যা কর
৬. নিয়ন্ত্রণ | শুধু অধীনস্থদের নিয়ন্ত্রণ করে থাকেন। | পদাধিকার বলে ব্যবস্থাপকসহ সবাইকে নিয়ন্ত্রণ করতে পারেন। |
৭. দায়িত্ব | ব্যবস্থাপনার দায়িত্ব ও কর্তৃত্ব প্রশাসনের তুলনায় কম হয়ে থাকে। | প্রতিষ্ঠানের সার্বিক দায়িত্ব এদের ওপর বর্তায়। |
৮. শ্রমের ধরন | এদের শারীরিক ও মানসিক উভয় প্রকার শ্রমই দিতে হয়। | এদের শারীরিক অপেক্ষা মানসিক শ্রম বেশি প্রয়োজন। |
৯. জবাবদিহিতা | এরা প্রশাসনের কাছে জবাবদিহি করেন। | এরা মালিক বা শেয়ারহোল্ডারদের কাছে জবাবদিহি করেন। |
১০. প্রতিদান | ব্যবস্থাপকগণ তাদের কাজের প্রতিদান হিসেবে বেতন পেয়ে থাকেন। | প্রশাসকগণ প্রতিদান হিসেবে বেতন ছাড়াও অতিরিক্ত বিশেষ সুবিধা পেয়ে থাকেন। |
১১. উদাহরণ | ব্যবস্থাপক, সহকারী ব্যবস্থাপক, সুপারভাইজার প্রভৃতি। | চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক, মহাব্যবস্থাপক প্রভৃতি। |
অতএব উপরের আলোচনায় দেখা যায়, প্রশাসন সর্বোচ্চ স্তরের সাথে জড়িত। অন্যদিকে, ব্যবস্থাপনা হলো মধ্য ও নিম্ন স্তরের সাথে জড়িত।
আরও দেখুন: বৈজ্ঞানিক ব্যবস্থাপনা ও বৈজ্ঞানিক ব্যবস্থাপনার নীতিমালা – এফ ডব্লিউ টেইলর