ফার্ম
ফার্ম হলো শিল্পের একটি একক। একটি দ্রব্য উৎপাদনে একই ব্যবস্থাপনার কতগুলো স্বয়ংসম্পূর্ণ ইউনিট বা একক থাকে। উৎপাদনের এসব স্বয়ংসম্পূর্ণ ইউনিট বা এককগুলোকে প্লান্ট বলে।
একই ব্যবস্থাপনায় পরিচালিত স্বয়ংসম্পূর্ণ একাধিক প্লান্টের সমষ্টিকে ফার্ম বলে। যেমন- বাওয়ানী জুট মিল হলো ফার্ম, আর এর অধীনে স্বয়ংসম্পূর্ণ ইউনিট হলো প্লান্ট।
শিল্প
একই দ্রব্য বা সমজাতীয় দ্রব্য উৎপাদনে নিয়োজিত ভিন্ন ভিন্ন ব্যবস্থাপনার অধীনে ক্রিয়াশীল সব উৎপাদন প্রতিষ্ঠান বা ফার্মের সমষ্টিকে শিল্প বলে। যেমন- সব পাটকল একত্রে পাটশিল্প গঠন করে।
ফার্ম ও শিল্পের মধ্যে পার্থক্য
বাস্তবে ফার্ম ও শিল্পের মধ্যে মৌলিক কিছু পার্থক্য রয়েছে। নিম্নে তা আলোচনা করা হলো-
পার্থক্যের বিষয় | ফার্ম | শিল্প |
১. সংজ্ঞাগত | একই ব্যবস্থাপনায় স্বয়ংসম্পূর্ণ একাধিক প্লান্টের সমষ্টিকে ফার্ম বলে। | একই দ্রব্য বা সমজাতীয় দ্রব্য উৎপাদনে নিয়োজিত ভিন্ন ভিন্ন ব্যবস্থাপনার অধীনে ক্রিয়াশীল সব উৎপাদন প্রতিষ্ঠান বা ফার্মের সমষ্টিকে শিল্প বলে। |
২. পরিধি | ফার্মের পরিধি সীমিত। | শিল্পের পরিধি ব্যাপক। |
৩. যোগান | ফার্মের যোগান সামগ্রিক যোগানের তুলনায় সীমিত। | শিল্পের যোগান ফার্মের চেয়ে বেশি। |
৪. ব্যবস্থাপনা | ফার্ম একক ব্যবস্থাপনায় পরিচালিত হয়। | শিল্প ভিন্ন ভিন্ন ব্যবস্থাপনায় পরিচালিত হয়। |
৫. চাহিদা রেখা | ফার্মের চাহিদা রেখা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার ব্যবস্থার অধীনে ভূমি অক্ষের সমান্তরাল। | শিল্পের চাহিদারেখা নিম্নগামী। |
আরও পড়ুন: পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার ও একচেটিয়া বাজারের পার্থক্য
৬. পৃথক অস্তিত্ব | একচেটিয়া বাজারে ফার্ম ও শিল্পের মধ্যে কোনো পার্থক্য নেই। | পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্ম ও শিল্পের মধ্যে পার্থক্য বিদ্যমান। |
৭. দাম নির্ধারণ | কোনো দ্রব্যের দাম নির্ধারণে ফার্ম এককভাবে কাজ করতে পারে না। | দাম নির্ধারণে শিল্প ভূমিকা রাখতে পারে। |
৮. মুনাফা | স্বল্পকালে ফার্ম পূর্ণ প্রতিযোগিতার অধীনে স্বাভাবিক মুনাফা, অস্বাভাবিক মুনাফা ও ক্ষতির সম্মুখীন হতে পারে। | পূর্ণ প্রতিযোগিতায় শিল্প সর্বদাই স্বাভাবিক মুনাফা অর্জন করে। |
৯. স্থিতিস্থাপকতা | ফার্মের চাহিদা রেখা পূর্ণ প্রতিযোগিতার বাজারে পূর্ণ স্থিতিস্থাপক। | শিল্পের চাহিদা রেখা পূর্ণ স্থিতিস্থাপক নয়। কারণ, তা ডান দিকে নিম্নগামী হয়ে থাকে। |
১০. দাম গ্রহীতা | শিল্প কর্তৃক নির্ধারিত দাম মেনে নিয়ে ফার্মের উৎপাদনকাজ চালিয়ে যেতে হয় বলে ফার্মকে দাম গ্রহীতা বলা হয়। | শিল্প দাম নির্ধারণ কলে বলে একে দাম গ্রহীতা না বেল দাম নির্ধারক বলা হয়। |