একচেটিয়া বাজার
একচেটিয়া বাজারের আরেক নাম মনোপলি বাজার। মনো অর্থ এক এবং পলি অর্থ বিক্রেতা। অর্থাৎ যে বাজারে একজন বিক্রেতা বা উৎপাদনকারী ও অসংখ্য ক্রেতার নিকট বিকল্পহীন দ্রব্য ক্রয়-বিক্রয়ে নিয়োজিত থাকে, তাকে একচেটিয়া বাজার বলা হয়।
অর্থনীতিবিদ এ, কুটসোয়ানিসের মতে, “একচেটিয়া বাজার হচ্ছে এমন একটি বাজার কাঠামো, যেখানে একজন বিক্রেতা থাকে, উৎপাদিত দ্রব্যের কোনো ঘনিষ্ঠ পরিবর্তক থাকে না এবং বাজারে প্রবেশে বাধা বিদ্যমান।”
অধ্যাপক চেম্বারলিনের মতে, “যে বাজারে ফার্ম বা শিল্পের কোনো বিশেষ পণ্য বা সেবার উপর পূর্ণ নিয়ন্ত্রণ আছে, তাকে একচেটিয়া বাজার বলে।”
একচেটিয়া বাজারের বৈশিষ্ট্য
একচেটিয়া বাজারে নিম্নোক্ত বৈশিষ্ট্য বা শর্ত পরিলক্ষিত হয়।
১. একক বিক্রেতা
একচেটিয়া বাজারে বিক্রেতার বা উৎপাদকের সংখ্যা একজন থাকে, অথবা যৌথ স্টক কোম্পানি একক অংশীদার হতে পারে।
আরও পড়ুন:
পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কাকে বলে? পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্য
২. নিকট বিকল্পহীন দ্রব্য
একচেটিয়া বাজারে ফার্মের উৎপাদিত দ্রব্যের নিকট বিকল্প দ্রব্যের অনুপস্থিতি লক্ষ করা যায়।
৩. পরিপূর্ণ জ্ঞানের অভাব
এ বাজার সম্পর্কে ক্রেতা বা বিক্রেতার পরিপূর্ণ জ্ঞানের অভাব লক্ষ করা যায়।
৪. বিজ্ঞাপন ব্যয় শূন্য
একচেটিয়া বাজারে একজন মাত্র বিক্রেতার কারণে বিক্রয় সম্প্রসারণের লক্ষ্যে বিজ্ঞাপনের প্রয়োজন হয় না। তাই এ বাজারে বিজ্ঞাপন ব্যয় শূন্য।
৫. বাজারে প্রবেশ ও প্রস্থানে বাধা
একচেটিয়া বাজারে একজন বিক্রেতা থাকে, ফলে অস্বাভাবিক মুনাফার আশায় নতুন ফার্মের আগমন কিংবা ক্ষতির আশঙ্কায় ফার্ম শিল্প ত্যাগ করতে পারে না। বাজারে প্রবেশ কিংবা প্রস্থানে বাধা আরোপ করা হয়।
৬. আড়াআড়ি স্থিতিস্থাপকতা
একচেটিয়া বাজারের দ্রব্য নিকট বিকল্পহীন, ফলে এর আড়াআড়ি স্থিতিস্থাপকতা শূন্য।
৭. মুনাফা
এ বাজারে বিক্রেতার প্রতিদ্বন্দ্বী না তাকায় ফার্ম ইচ্ছেমতো মুনাফা অর্জন করতে পারে। এতে অস্বাভাবিক মুনাফা অর্জনে ফার্ম প্রচেষ্টা চালায়।
৮. যোগান নিয়ন্ত্রণ
এ বাজারে বিক্রেতা একজন হওয়ায় বিক্রেতা তার ইচ্ছে মতো যোগান নিয়ন্ত্রণ করে দ্রব্যের দাম বৃদ্ধি বা হ্রাস করতে পারে।
৯. বিক্রয়ের পূর্ণ স্বাধীনতা
বিক্রেতা এ বাজারে ইচ্ছেমতো তার দ্রব্য বিক্রি করতে পারে। দাম হ্রাসের মাধ্যমে বেশি দ্রব্য আবার দাম বৃদ্ধির মাধ্যমে কম পরিমাণ দ্রব্য ক্রয়-বিক্রয় করে।
১০. উপাদানের অপূর্ণ গতিশীলতা
নিকট বিকল্প দ্রব্যের অনুপস্থিতি ও একক বিক্রেতার উপস্থিতির কারণে এ বাজারে উৎপাদনের উপাদানের অপূর্ণ গতিশীলতা থাকে।
১১. বিভেদহীন ফার্ম ও শিল্প
কয়েকটি ফার্ম নিয়ে শিল্পের অস্তিত্ব। যেহেতু এ বাজার একক ফার্মের বাজার, তাই এ বাজারে ফার্ম ও শিল্প একই। তাই আলাদাভাবে শিল্পের অস্তিত্ব লক্ষ করা যায় না। অর্থাৎ, এ বাজারে ফার্ম ও শিল্প একই।
১২. গড় ও প্রান্তিক আয় রেখা
একচেটিয়া বাজারে গড় আয় ও চাহিদা রেখা সমান। গড় আয় রেখা নিম্নগামী আর প্রান্তিক আয় রেখাও নিম্নগামী। কিন্তু প্রান্তিক আয় রেখা গড় আয় রেখার নিচে অবস্থান করে।