4K
ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতির পার্থক্য
ব্যষ্টিক এর ইংরেজি প্রতিশব্দ মাইক্রো (Micro) গ্রিক শব্দ (Mikros) থেকে উদ্ভূত; যার আভিধানিক অর্থ অতিক্ষুদ্র। আর গ্রিক শব্দ Makros থেকে ইংরেজি Macro শব্দটির উদ্ভব। তাই সামষ্টিক (Macro) শব্দের অর্থ বৃহৎ। ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতির মধ্যে বেশ কিছু পার্থক্য বিদ্যমান।
নিম্নে ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতির মধ্যে পার্থক্য প্রদান করা হলো-
পার্থক্যের বিষয় | ব্যষ্টিক অর্থনীতি | সামষ্টিক অর্থনীতি |
১. সংজ্ঞা | ব্যষ্টিক অর্থনীতি বলতে ভোক্তা, উৎপাদক ও ফার্মের একক অর্থনৈতিক কার্যক্রমকে বোঝায়। | যে অর্থনীতি বৃহৎ পরিবেশে অর্থনৈতিক কার্যক্রম নিয়ে আলোচনা করে, তাকে সামষ্টিক অর্থনীতি বলে। |
২. উদ্ভব | ইংরেজি Micro শব্দটি গ্রিক শব্দ Mikros থেকে উদ্ভব। | ইংরেজি Macro শব্দটি গ্রিক শব্দ Makros থেকে উদ্ভব। |
৩. পরিধি | এর পরিধি ক্ষুদ্র বা ছোট। | এর পরিধি ব্যাপক ও বিস্তৃত। |
৪. আলোচ্য বিষয় | ব্যষ্টিক অর্থনীতির আলোচ্য বিষয় একজন ব্যক্তি বা একক ফার্মের আচরণ, চাহিদা, ভোগ, আয়, ব্যয়, সঞ্চয় ইত্যাদি। | সামষ্টিক অর্থনীতির আলোচ্য বিষয় দেশের সামগ্রিক উৎপাদন, জাতীয় আয়, জাতীয় সঞ্চয়, জাতীয় বিনিয়োগ, সাধারণ দাম স্তর ইত্যাদি। |
৫. ভারসাম্য অবস্থা | ব্যষ্টিক অর্থনীতিতে আংশিক ভারসাম্য বিশ্লেষণ করা হয়। | সামষ্টিক অর্থনীতিতে সামগ্রিক ভারসাম্য বিশ্লেষণ করা হয়। |
৬. অর্থনৈতিক অবস্থা বিশ্লেষণ | ব্যষ্টিক অর্থনীতির মাধ্যমে খণ্ড বা আংশিক চিত্র পাওয়া যায়। | সামষ্টিক অর্থনীতির মাধ্যমে অর্থব্যবস্থার পূর্ণাঙ্গ চিত্র পাওয়া যায়। |
৭. রাষ্ট্রের অর্থনৈতিক অবস্থা বিশ্লেষণ | এ অর্থনীতির মাধ্যমে দেশের প্রকৃত অর্থনৈতিক অবস্থা জানা যায় না। | এ অর্থনীতির মাধ্যমে দেশের প্রকৃত অর্থনৈতিক অবস্থা জানা যায়। |
৮. অনুসারী অর্থনীতিবিদগণ | ক্ল্যাসিক্যাল অর্থনীতিবিদ এবং নয়া ক্ল্যাসিক্যাল অর্থনীতিবিদগণ এর অনুসারী। | কে. এম. কেইন্সসহ আধুনিক অর্থনীতিবিদগণ এ অর্থনীতির অনুসারী। |
৯. পূর্ণ নিয়োগ | ব্যষ্টিক অর্থনীতিতে পূর্ণ নিয়োগের ভারসাম্যের কথা বিবেচনা করা হয়, যা অবাস্তব। | সামষ্টিক অর্থনীতিতে অ-পূর্ণ নিয়োগের ভারসাম্য বিবেচনা করা হয়, যা বাস্তবসম্মত। |
আরও পড়ুন: মিশ্র অর্থব্যবস্থা কাকে বলে? মিশ্র অর্থব্যবস্থার বৈশিষ্ট্য কি কি?
১০. খাতভিত্তিক সম্পর্ক | ব্যষ্টিক অর্থনীতিতে প্রতিটি খাতের সমস্যাসমূহ পৃথক পৃথকভাবে আলোচনা করা হয় বলে একে অন্যের সাথে কোনো সম্পর্ক থাকে না। | সামষ্টিক অর্থনীতিতে সামগ্রিকভাবে আলোচিত হয় বলে খাতসমূহের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক বিরাজমান। |
১১. গুরুত্ব | যেকোনো একক খাত বিশ্লেষণে এ অর্থনীতির গুরুত্ব রয়েছ। | সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি মূল্যায়নের জন্য এ অর্থনীতির গুরুত্ব রয়েছে। |
১২. স্থিরতার শর্ত | ব্যষ্টিক অর্থনীতিতে যা পরিবর্তনশীল, সামষ্টিক অর্থনীতিতে তা স্থির। | সামষ্টিক অর্থনীতিতে যা পরিবর্তনশীল, ব্যষ্টিক অর্থনীতিতে তা স্থির। |
১৩. দাম প্রক্রিয়া | ব্যষ্টিক অর্থনীতি দাম প্রক্রিয়া নিয়ে আলোচনা করে। | সামষ্টিক অর্থনীতি দামস্তর নিয়ে আলোচনা করে। |
১৪. বিশ্লেষণ প্রকৃতি | এ অর্থব্যবস্থায় অর্থনৈতিক সমস্যার মৌলিক বিশ্লেষণ সম্ভব নয়। | অর্থনৈতিক সমস্যার মৌলিক বিশ্লেষণ সম্ভব। |
১৫. মৌলিক দিক | ব্যষ্টিক অর্থনীতি বিশ্লেষণের মৌলিক দিক দামতত্ত্ব। | সামষ্টিক অর্থনীতি বিশ্লেষণের মৌলিক দিক হচ্ছে জাতীয় আয় তত্ত্ব। |