Home » পরিকল্পিত অর্থনীতি এবং বাজার অর্থনীতির মধ্যে পার্থক্য

পরিকল্পিত অর্থনীতি এবং বাজার অর্থনীতির মধ্যে পার্থক্য

by TRI

পরিকল্পিত বনাম অপরিকল্পিত বা বাজার অর্থনীতি

বাজার প্রক্রিয়া অর্থনৈতিক কর্মকাণ্ডের মূল ভিত্তি। বর্তমানে অনেক পুঁজিবাদী দেশে কর্তৃপক্ষ মাঝে মাঝে বাজার প্রক্রিয়ায় হস্তক্ষেপ করে। তবে এটি অবিচ্ছিন্ন প্রক্রিয়া নয়। এসব দেশে পরিকল্পনা মূলত হয় বাজার মূল্যের মাধ্যমে। 

যেসব পণ্যের মূল্য বেশি সেগুলোর অনুকূলে সম্পদ বেশী ব্যবহৃত হয়। উন্নত পুঁজিবাদী দেশে পরিকল্পনা প্রণয়নের সময় সম্পদ ব্যবহারের এরূপ দিক বিশেষভাবে বিবেচনা করা হয়। আধা উন্নত পুঁজিবাদী দেশে সরকারী খাতের অস্তিত্ব আছে। তবে সেখানেও সরকারী উৎপাদন ও সেবা প্রতিষ্ঠানের কার্যাবলী অনেকটা বাজার মূল্যে নির্ধারণ করা হয়।

সমাজতান্ত্রিক দেশে ষাট দশকের পর পরিকল্পনায় কেন্দ্রীয় নিয়ন্ত্রণ অনেকটা শিথিল করা হয়। এখন এসব দেশে রাষ্ট্রীয় পরিকল্পনার বৃহত্তর লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নের জন্য উৎপাদন, সেবা শাখা এবং উৎপাদন প্রতিষ্ঠানগুলোকে উল্লেখযোগ্য স্বাধীনতা প্রদান করা হয়েছে। এর অর্থ এই নয় যে এসব দেশে পুঁজিবাদী অর্থনীতির মত সমগ্র পরিকল্পনাকে বিকেন্দ্রীকরণ করা হয়েছে। কারণ লক্ষ্য ও উদ্দেশ্যের ‍দিক থেকে পরিকল্পনা এক অর্থে এখনও কেন্দ্রীভূত। এর বাস্তবায়নের দিকে কেবল নমনীয়তা রাখা হয়েছে।

আরও পড়ুন:  মুক্ত বাজার অর্থনীতির অসুবিধা কি কি?

পুঁজিবাদের মত সমাজতান্ত্রিক বাজার পদ্ধতি অবাধ নয়। অর্থাৎ বাজার ব্যবস্থা স্বয়ংক্রিয় নয়। মূলত কেন্দ্রীয় পরিকল্পনার সাথে সংগতি রক্ষা করে বিভিন্ন বাজার এসব দেশে পরিচালিত হয়। সরকার বিভিন্ন উদ্দেশ্য সাধনের জন্য বাজার ব্যবস্থা নিয়ন্ত্রিতভাবে পরিচালনা করে। অর্থাৎ প্রয়োজনে যে কোন সময়ে সরকার বাজার ব্যবস্থায় হস্তক্ষেপ করতে পারে। সুতরাং গুণগত দিক হতে পুঁজিবাদী বাজার ব্যবস্থার তুলনায় সমাজতান্ত্রিক বাজারের কার্যাবলী অনেকটা ভিন্ন। সমাজতান্ত্রিক দেশে পরিকল্পনার সহায়তার জন্য মূলতঃ বাজার পদ্ধতি কাজ করে। যেমন- বাজারের প্রধান কাজ ভোক্তাদের চাহিদা, রুচি ইত্যাদি সম্পর্কে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে তা পরিকল্পনা কমিশনের কাছে সরবরাহ করা।

আবার সরকারী নীতি ও উদ্দেশ্যের সাথে সংগতি রেখে বিভিন্ন উৎপাদন প্রতিষ্ঠানকে উৎসাহ প্রদানের জন্য বাজার কাজ করে। অর্থাৎ ক্রেতাদের পছন্দ অনুযায়ী দ্রব্য যেমন উৎপাদিত হয় এবং উৎপাদন ক্ষেত্রে যেন সর্বাধিক দক্ষতা অর্জন সম্ভব হয় তার নিশ্চয়তা বিধানের জন্য বাজার মাধ্যম হিসেবে কাজ করে।

আরও পড়ুন:  মুক্ত বাজার অর্থনীতি কি? মুক্ত বাজার অর্থনীতির সুবিধাসমূহ কি কি?

Related Posts