2K
ব্যবসায়িক ঝুঁকি ও আর্থিক ঝুঁকির পার্থক্য
আমরা জানি, কোন কিছুর প্রত্যাশা থেকে বিচ্যুতির পরিমাণকে ঝুঁকি বলে। ঝুঁকি বিভিন্ন প্রকারের হয়ে থাকে। এর মধ্যে ব্যবসায়িক ঝুঁকি ও আর্থিক ঝুঁকি অন্যতম।
নিম্নে ব্যবসায়িক ঝুঁকি ও আর্থিক ঝুঁকির মধ্যে পার্থক্য তুলে ধরা হলো-
পার্থক্যের বিষয় | ব্যবসায়িক ঝুঁকি | আর্থিক ঝুঁকি |
১। সংজ্ঞাগত পার্থক্য | ব্যবসায় প্রতিষ্ঠানে মুনাফা বিভিন্ন কারণে হ্রাস পাওয়ার সম্ভাবনাকে ব্যবসায়িক ঝুঁকি বলে। | আর্থিক ঝুঁকি হল ব্যবসায় ঝুঁকির একটি অংশ। ঋণ গ্রহণের ফলে নির্দিষ্ট মেয়াদান্তে সুদসহ আসল পরিশোধে ব্যর্থ হওয়ার সম্ভাবনাকে আর্থিক ঝুঁকি বলে। |
২। উৎস | উৎপাদিত পণ্যের চাহিদা বিভিন্ন কারণে হ্রাস পেলে এ ঝুঁকির উদ্ভব হয়। | কারবার প্রতিষ্ঠানে মূলধন কাঠামোতে ঋণ বা ধারকৃত মূলধনের পরিমাণ বেশি থাকলে এ ঝুঁকির উদ্ভব হয়। |
৩। পরিমাপ | ব্যবসায় ঝুঁকি পরিমাপ করার জন্য কতগুলো সংখ্যাবাচক কলাকৌশল আছে। যেমন- Variance, Standard Deviation ইত্যাদি। | আর্থিক ঝুঁকি পরিমাপ করার জন্য আর্থিক লিভারেজ ব্যবহার করা হয়। |
৪। পরিহার যোগ্যতা | ব্যবসায় ঝুঁকি পুরোপুরিভাবে পরিহার করা যায় না। শুধুমাত্র ব্যবসায় পরিচালনায় নীতি নির্ধারণ ও দক্ষ পরিচালনার মাধ্যমে এ ঝুঁকি হ্রাস করা যায়। | কারবার প্রতিষ্ঠানের মূলধন কাঠামোতে পরিবর্তন আনয়নের মাধ্যমে আর্থিক ঝুঁকি পরিহার করা যায়। |
৫। নির্ভরশীলতা | ব্যবসায় ঝুঁকি বিনিয়োগ পরিকল্পনার উপর নির্ভরশীল। | আর্থিক ঝুঁকি বিনিয়োগ পরিকল্পনা ও মূলধন কাঠামোর উপর নির্ভরশীল। |
আরও পড়ুন: ঝুঁকি ও অনিশ্চয়তার মধ্যে পার্থক্য কি?
৬। নির্ধারক | ব্যবসায় ঝুঁকি শুধুমাত্র বিনিয়োগ নীতি দ্বারা নির্ধারিত হয়। | আর্থিক ঝুঁকি প্রতিষ্ঠানের নিয়োগ নীতি ও মূলধন কাঠামো উভয়ের দ্বারা নির্ধারিত হয়। |
৭। নিয়ন্ত্রণ | ব্যবসায় প্রতিষ্ঠানের মালিক ও কর্মচারীদের দ্বারা ব্যবসায় ঝুঁকি নিয়ন্ত্রিত হয়। | বিনিয়োগকারীর মূলধন কাঠামো পরিবর্তন দ্বারা আর্থিক ঝুঁকি নিয়ন্ত্রিত হয়। |
৮। আওতা | ব্যবসায়িক ঝুঁকির আওতা অনেক ব্যাপক যা সামাজিকম রাজনৈতিক, অর্থনৈতিক প্রযুক্তিগত প্রভৃতি কারণে সৃষ্টি হতে পারে। | আর্থিক ঝুঁকি সার্বিক ব্যবসায়িক ঝুঁকির একটা উপাদানমাত্র যা কেবলমাত্র মূলধন কাঠামোতে প্রতিফলিত হয়। |
৯। সম্পর্ক | ব্যবসায় ঝুঁকি পরিচালন লিভারেজ এর সাথে সম্পর্কিত। | আর্থিক ঝুঁকি কোম্পানির আর্থিক লিভারেজের সাথে সম্পর্কিত। |
১০। প্রভাব | ব্যবসায় ঝুঁকি নির্ভর করে কোম্পানির বিনিয়োগ নীতি, ক্রয় ও বিক্রয়নীতি, কর্মনীতি এবং আরও অনেক বাহ্যিক উপাদানের উপর। | আর্থিক ঝুঁকি নির্ভর করে শুধুমাত্র কোম্পানির মূলধন কাঠামো নীতি এবং বিনিয়োগ নীতির উপর। |