Home » জার দ্বিতীয় আলেকজান্ডারকে মুক্তিদাতা জার বলা হয় কেন?
মুক্তিদাতা জার ২য় আলেকজান্ডার

জার দ্বিতীয় আলেকজান্ডারকে মুক্তিদাতা জার বলা হয় কেন?

by TRI

মুক্তিদাতা জার ২য় আলেকজান্ডার

ভূমিদাস প্রথা উচ্ছেদের জন্য জার ২য় আলেকজান্ডারকে মুক্তিদাতা জার বলা হয়। ১৮৭১ সালের ১৯ ফেব্রুয়ারি মুক্তি ঘোষণার মাধ্যমে তিনি ভূমিদাস প্রথার উচ্ছেদ করেন।

রাশিয়ার রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক অবস্থা যখন দূষিত আবহাওয়ার পঙ্কিল আবর্তে ঘুরপাক খাচ্ছিল, দেশের সেই জটিল ও অস্বস্তিকর পরিবেশে দ্বিতীয় আলেকজান্ডার দেশের শাসনভার গ্রহণ করেন। সিংহাসনে আরোহণের পর জার ২য় আলেকজান্ডারের সর্বাপেক্ষা উল্লেখযোগ্য সংস্কার হলো ভূমিদাস প্রথার উচ্ছেদ। রাশিয়ার ইতিহাসে এটা এক অক্ষয় কীর্তি। এজন্য তাকে ‘মুক্তিদাতা জার’ নামে অভিহিত করা হয়।

আরও পড়ুন:  বিসমার্ক কে ছিলেন? তাঁর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচয়

২য় আলেকজান্ডারকে মুক্তিদাতা জার বলার কারণগুলো নিম্নে আলোচনা করা হলো-

১. ভূমিদাস প্রথা বিলোপের সিদ্ধান্ত গ্রহণ

জার ২য় আলেকজান্ডার সিংহাসনে আরোহণ করে অনুধাবন করলেন যে, রাশিয়ার পিছিয়ে পড়ার পিছনে একমাত্র ভূমিদাস প্রথাই দায়ী। কিন্তু ভূমিদাসরা দেশের স্বার্থের ব্যাপারে ছিল নিঃস্পৃহ। রাশিয়ার আইন অনুসারে ভূমিদাসগণ ছিল মালিকের ব্যক্তিগত সম্পত্তি। মালিকেরা তাদের নিলামে বিক্রয় অথবা শারীরিক পীড়ন করলে রাষ্ট তাতে বাধা দিত না। ভূমিদাসরা বংশানুক্রমে ভূমিদাসের কাজ করতো। এজন্য জার ২য় আলেকজান্ডার রাশিয়ায় অমানবিক ভূমিদাস প্রথা বিলোপের ব্যাপারে দৃঢ় সিদ্ধান্ত গ্রহণ করেন।

২. ভূমিদাস প্রথা বিলোপের ঘোষণাপত্র

জার ২য় আলেকজান্ডার ১৮৭১ সালের ১৯ ফেব্রুয়ারি ‘মুক্তির ঘোষণা’ দ্বারা জঘন্য দাসপ্রথার উচ্ছেদ সাধন করেন। এ ঘোষণা অনুযায়ী-

  • ভূমদাসরা দাসত্ব থেকে মুক্তি পায়।
  • মুক্তিপ্রাপ্ত ভূমিদাসগণ নাগরিক অধিকার লাভ করে এবং তাদের উপর থেকে জমিদারদের অধিকার বিলুপ্ত হয়।
  • জমিদারদের ভূমির একাংশ ভূমিদাসরা পায় এবং এ জমি আবাদ করে কৃষকরা জীবিকা নির্বাহের সুযোগ লাভ করে।
  • জমির জন্য জমিদাররা ক্ষতিপূরণ পাবে এবং ক্ষতিপূরণের জন্য প্রদেয় অর্থ আপাতত সরকারের পক্ষ থেকে দেওয়া হবে।
  • কৃষকেরা ৪র্থ বছরের কিস্তিতে এ অর্থ সরকারকে পরিশোধ করবে।
  • কৃষকদের যে জমি দেওয়া হবে তার পরিচালনা এবং মালিকানা গ্রাম্য পঞ্চায়েত বা কমিউনগুলোর উপর থাকবে বলে স্থির করা হয়।

পরিশেষে বলা যায়, রাশিয়ার সমাজব্যবস্থা থেকে ভূমিদাস প্রথা নামক এক কলঙ্কজনক অধ্যায় দূর করার মাধ্যমে ২য় আলেকজান্ডার এক যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেন। যার স্বীকৃতি স্বরূপ ‘মুক্তিদাতা জার’ হিসেবে ইতিহাসে তিনি পরিচিত হয়ে আছেন।

Related Posts