আমি যখন অনার্স পড়ছিলাম, তখন দেখলাম যে, অনেকেই পর্যাপ্ত বই, শিট, ডকুমেন্টের অভাবে পরীক্ষায় ভালো ফল করতে পারে না। তাই সেসমস্ত বিষয় কিভাবে সবার জন্য উন্মুক্ত রাখা যায় সেটা ভাবতে থাকি। আর ভাবনা থেকেই উপায় চলে আসে ওয়েবসাইট তৈরির। যেখানে সকল ডিপার্টমেন্টের নোটস, এসাইনমেন্টসহ প্রয়োজনীয় সব ডকুমেন্ট আপলোড করা থাকবে। সেই ভাবনা থেকেই এই ওয়েবসাইটটি বানানো।
যদিও এত এত বিভাগের বিশাল বিশাল ডকুমেন্ট সব কালেকশনে রাখা সম্ভব নয়। তারপরও আমি চেষ্টা করে যাচ্ছি।
আমার এই ওয়েবসাইট থেকে কেউ যদি সামান্য পরিমাণও উপকৃত হয়ে থাকে, তবে আমার এই ওয়েবসাইটটি তৈরি করা সার্থক বলে আমি মনে করি।
কেন এই ওয়েবসাইট?
অনলাইন নির্ভর বর্তমান যুগে সবকিছুই অনলাইনে ভেসে বেড়ায়। আপনার একাডেমিক শিক্ষাকে আরও সহজতর করতে, একাডেমিক পড়াশোনা সংক্রান্ত অনেক বিষয় অনলাইনে সহজলভ্য করতে আমাদের এই যাত্রা। সেই সাথে শিক্ষা ও চাকুরি সংক্রান্ত যেকোনো মূল্যবান তথ্য আপনাদের কাছে দ্রুততম সময়ে পৌঁছে দিতে এই ওয়েবসাইট।
অনুরোধ
ব্লগের সব লেখা আমি একাই টাইপ করি। আমার কোনো সহযোগী নেই। তাই টাইপিংয়ে যদি কোথাও কোনো ভূল চোখে পড়ে, কাইন্ডলি ধরিয়ে দিয়ে সাহায্য করবেন, যাতে কেউ ভূল কিছু না শিখে।
আর আপনি যদি ব্লগ লেখায় সহযোগিতা করতে চান, তবে অবশ্যই Contact পেইজে যোগাযোগ করবেন।
ধন্যবাদ