পরিবেশ দূষণ রোধের উপায়
পরিবেশ সমস্যা বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ সমস্যা। তাই এই সমস্যার সমাধান আশু প্রয়োজন। নিচে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে পরিবেশ দূষণ রোধের উপায় সমূহ সম্পর্কে আলোচনা করা হলো :
১। বনায়ন
পরিবেশগত সমস্যা সমাধানের ক্ষেত্রে বনায়ন বিশেষ ভূমিকা পালন করে। তাই পরিবেশ দূষণের মরণ ছোবল থেকে রক্ষা পাওয়ার জন্য বনায়ন করা দেশের সচেতন প্রত্যেকটি নাগরিকের কর্তব্য। বিশ্ব পরিবেশ দিবস ও জাতিসংঘ পরিবেশ কর্মসূচির ২৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিবেশ সংরক্ষণে সরকারের গৃহীত পদক্ষেপ বর্ণনা করে বলেন, ‘সরকার দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো সীমানা বেষ্টনীতে ইটের দেয়ালের পরিবর্তে সবুজ গুল্ম বেষ্টনী গড়ে তোলার নির্দেশ দিয়েছে।
আরও পড়ুন: পরিবেশ কি, পরিবেশের প্রকারভেদ ও পরিবেশ পরিবর্তনের কারণ
২। শব্দদূষণ রোধ
হাইড্রোলিক হর্ন এবং যত্রতত্র মাইক বাজানোর বিরুদ্ধে সরকার যথাযথা ব্যবস্থা গ্রহণ করলে শব্দদূষণের কবল থেকে অনেকাংশে রক্ষা পাওয়া যাবে বলে মনে হয়। হাইড্রোলিক হর্নের ব্যবহারের ক্ষেত্রে এরশাদ সরকারের আমলে আইন প্রণয়ন করা হলেও বর্তমানে তা কাগুজে বাঘ হয়ে আছে। সুতরাং বর্তমান সরকারের উচিত জাতীয় স্বার্থে শব্দদূষণ রোধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা।
৩। পলিথিন বর্জন
পলিথিন পরিহার করা পরিবেশ রক্ষার স্বার্থে দেশের প্রতিটি মানুষের কর্তব্য। নব্বই সালের গোড়ার দিকে দেশে পলিথিন উৎপাদন বন্ধের ব্যাপারে তৎকালীন সরকার একটি উদ্যোগ গ্রহণ করে। কিন্তু রাজনৈতিক জটিলতা এবং ভোট নষ্ট হওয়ার আশঙ্কায় সিদ্ধান্তটির মৃত্যু ঘটে। সম্প্রতি পলিথিন ব্যাগ নিষিদ্ধ করা হলেও এর ব্যবহার কমবেশি এখনো চলছে। এ ব্যাপারে প্রশাসনকে আরো কঠোর ভূমিকা পালন করতে হবে।
৪। পানিদূষণ রোধ
পরিবেশ সমস্যার সমাধান তথা জীবের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য পানিদূষণ সমস্যার সমাধান অতীব জরুরি। পানি দূষণ রোধ করে পরিবেশ রক্ষার জন্য প্রয়োজনীয় নদীর আশপাশে গড়ে উঠা শিল্প-কারখানাগুলো অন্যত্র স্থানান্তর করতে হবে।
৫। প্রাকৃতিক সার ব্যবহার
রাসায়নিক সারের ব্যাপক ব্যবহারের ফলে আমাদের পরিবেশের উপর যে প্রভাব পড়ছে তা থেকে রক্ষা পাওয়ার একমাত্র উপায় রাসয়নিক সারের ব্যবহার কমিয়ে প্রাকৃতিক সারের ব্যবহারের উপর বিশেষ গুরুত্ব দেয় । প্রাকৃতিক সারের ব্যবহার জমির উর্বরতা বৃদ্ধি করে এবং তা পরিবেশের জন্য মোটেও হুমকি নয়। বর্তমান পরিবেশ বিপর্যয়ের প্রেক্ষাপটে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষিবিদরা প্রাকৃতিক সার ব্যবহারের উপর বিশেষ গুরুত্ব দিচ্ছেন।
আরও পড়ুন: পরিবেশ দূষণ কাকে বলে? পরিবেশ দূষণের কারণ গুলো কি কি?
৬। সচেতনতা বৃদ্ধি
পরিবেশ বিপর্যয়ের সমস্যা সামগ্রিকভাবে একটি দেশের জাতীয় সমস্যা। কাজেই এই সমস্যা থেকে জাতিকে মুক্ত করার জন্য কোনো নির্দিষ্ট ব্যক্তি, প্রতিষ্ঠান বা বিশেষ আইন যথেষ্ট নয়, এজন্য দরকার দেশের সমগ্র জনগণের চেতনাবোধ। দেশের জনগণ যদি পরিবেশ বিপর্যয়ের সমস্যা সম্পর্কে সচেতন হয়, তাহলে পরিবেশ বিপর্যয়ের কবল থেকে আমরা অতি সহজেই নিজেদের অস্তিত্বকে রক্ষা করতে পারব।
পরিশেষে বলা যায়, পরিবেশ বিপর্যয়ের মতো নিঃশব্দ শত্রুর হাত থেকে দেশকে রক্ষা করতে হলে আমাদের এখনই উদ্যোগী হওয়া প্রয়োজন। তাই বর্তমান সরকারের উচিত রাজনৈতিক দক্ষতা, সকলের ম্যান্ডেট আর সমন্বিত প্ৰশাসনকে কাজে লাগিয়ে পরিবেশ দূষণ রোধের জন্য পদক্ষেপ নেয়া যাতে বিপন্ন পরিবেশের মরণ ছোবল থেকে দেশবাসীকে রক্ষা করা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও সুন্দর স্বদেশভূমি নিশ্চিত করা।