চেইন ব্যাংকিং কি
যৌথ মালিকানায় গঠিত হয়ে নিজ নিজ সত্তা অক্ষুণ্ণ রেখে যে ব্যাংকিং কাজ পরিচালনা করা হয় তাকে চেইন ব্যাংকিং বলে। এ ধরনের ব্যাংকিং ব্যবস্থার মূল উদ্দেশ্য পারস্পরিক উন্নতি সাধন। এ ব্যবস্থার অধীনে পরিচালিত ব্যাংকগুলোর কার্য সম্পাদন ও নিয়ন্ত্রণ তুলনামূলক সহজ হয়।
চেইন ব্যাংকের বৈশিষ্ট্য
নিচে চেইন ব্যাংকের কিছু বৈশিষ্ট্য তুলে ধরা হলো-
১। স্বাধীন সত্তা
চেইন ব্যাংকিং ব্যবস্থায় প্রতিটি ব্যাংকই স্বাধীনভাবে পরিচালিত হয়। আইনগতভাবে ব্যাংকগুলো একটি অপরটি থেকে আলাদা। ব্যাংক ব্যবসায়ে কোনো জটিলতা সৃষ্টি হলে ব্যাংকগুলো একটি অপরটির বিরুদ্ধে মামলা করতে পারবে।
২। উদ্দেশ্য
চেইন ব্যাংকিং ব্যবস্থায় পরিচালিত ব্যাংকগুলো পারস্পরিক উন্নতি সাধনের লক্ষ্যে কাজ করে। কার্য সম্পাদনে সফলতা, দক্ষতা, মিতব্যয়িতা ইত্যাদি মিতব্যয়িতা ইত্যাদি ক্ষেত্রে উন্নয়ন করা এ ধরনের ব্যাংকিং ব্যবস্থার উদ্দেশ্য।
৩। পৃথক নাম
এ ব্যাংকিং ব্যবস্থায় নিয়ন্ত্রিত ব্যাংকগুলো নিজ নামে পরিচালিত হয়। ব্যাংকগুলো আইনগতভাবে স্বাধীন থেকে নিজ নামে ব্যবসায় পরিচালনা করতে পারে।
৪। দ্রুত কার্য সম্পাদন
এ ধরনের ব্যাংকিং ব্যবস্থায় ব্যাংকের সেবার মান উন্নত হয়। কার্য পরিচালনার গতি ত্বরান্বিত হয়।
৫। প্রতিযোগিতা
চেইন ব্যাংকিং ব্যবস্থায় প্রতিটি ব্যাংক নিজ নামে স্বাধীন সত্তা নিয়ে পরিচালিত হয়। তাই ব্যাংকগুলোর মধ্যে মুনাফা অর্জনের ক্ষেত্রে প্রতিযোগিতাও বেশি।
আরও পড়ুন: শাখা ব্যাংকিং কি? শাখা ব্যাংকের বৈশিষ্ট্য ও সুবিধা কি কি?
চেইন ব্যাংকের সুবিধা
চেইন ব্যাংক এর কতগুলো সুবিধা আছে। নিচে তা আলোচনা করা হলো-
১। দক্ষ ব্যবস্থাপনা
চেইন ব্যাংক এর ক্ষেত্রে দক্ষ ব্যবস্থাপনা নিশ্চিত করা সম্ভব হয়। ফলে ব্যাংকের মুনাফা অর্জনও সহজ হয়।
২। স্থানীয় চাহিদা
ঋণের স্থানীয় চাহিদা মেটাতে চেইন ব্যাংকিং আদর্শ ব্যাংকিং ব্যবস্থা হিসেবে কাজ করে। এর মাধ্যমে অর্থায়নের চাহিদা পূরণ করা সম্ভব হয়।
৩। স্বল্প খরচ
চেইন ব্যাংক পদ্ধতি পরিচালনার ক্ষেত্রে খরচের পরিমাণ কম। এটিকে মিতব্যয়ী ব্যাংকিং পদ্ধতিও বলা হয়।
৪। ঝুঁকির স্বল্পতা
এ ব্যাংকিং পদ্ধতিতে ঝুঁকির পরিমাণ অনেক কম। ফলে সবক্ষেত্রেই ঝুঁকি এড়ানো সহজ হয়।
৫। অধিক মুনাফা
এরূপ ব্যাংকিং ব্যবস্থায় ঋণদান ক্ষমতা বেড়ে যায়। একই সাথে বিনিয়োগের পরিমাণও বাড়ে। ফলে সদস্য ব্যাংকগুলো অধিক মুনাফা অর্জনের সক্ষম হয়।
আরও পড়ুন: একক ব্যাংক কি? একক ব্যাংকের বৈশিষ্ট্য এবং সুবিধা ও অসুবিধা
চেইন ব্যাংকের অসুবিধা
চেইন ব্যাংক পদ্ধতিরও কিছু অসুবিধা রয়েছে। যেমন-
১। সামাজিক কল্যাণ
সামাজিক কল্যাণমূলক কোনো ক্ষেত্রে এ ব্যাংকিং পদ্ধতি কোনো অবদান রাখে না।
২। ব্যবস্থাপনায় জটিলতা
এ ব্যাংকিং পদ্ধতিতে এক বা একাধিক ব্যক্তি মিলে দুই বা তার অধিক ব্যাংক ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ করে। তাই ব্যবস্থাপনার প্রতিটি স্তরে কর্তৃত্বপরায়ণ অবস্থা বিদ্যমান। এটি অনেক প্রতিষ্ঠানের জন্য সুফল নাও বয়ে আনতে পারে।
৩। মূল উদ্দেশ্য ব্যাহত
এ ব্যাংক ব্যবস্থায় সদস্য ব্যাংকগুলো অনেক সময় নিজ নিজ স্বার্থের প্রতি বেশি খেয়াল দেয়। এর ফলে এ ব্যাংকিং এর মূল উদ্দেশ্য অর্থাৎ পারস্পরিক উন্নতি সাধন ব্যাহত হয়।
৪। একচেটিয়া প্রভাব
চেইন ব্যাংকিং ব্যবস্থায় সদস্য সংখ্যা বেশি হয়ে গেলে এরা একচেটিয়া ব্যবসায় করার সুযোগ পায়।