Home » পাবলিক ও প্রাইভেট কোম্পানির মধ্যে পার্থক্য কী?
পাবলিক ও প্রাইভেট কোম্পানির পার্থক্য

পাবলিক ও প্রাইভেট কোম্পানির মধ্যে পার্থক্য কী?

by TRI

পাবলিক ও প্রাইভেট কোম্পানির পার্থক্য

পাবলিক ও প্রাইভেট লিমিটেড কোম্পানি উভয়ই আইনসৃষ্ট কৃত্রিম ব্যক্তিসত্তার অধিকারী, সীমিত দায়বিশিষ্ট ব্যবসায় প্রতিষ্ঠান। বিভিন্ন ক্ষেত্রে পাবলিক ও প্রাইভেট কোম্পানির মধ্যে যথেষ্ট মিল লক্ষ করা গেলেও যে সকল ক্ষেত্রে পার্থক্য পরিলক্ষিত হয় নিম্নে তা আলোচনা করা হলো-

পার্থক্যের বিষয়

প্রাইভেট কোম্পানি

পাবলিক কোম্পানি

১. গঠন প্রাইভেট কোম্পানি গঠনে তুলনামূলকভাবে কম আনুষ্ঠানিকতা পালন করতে হয় বিধায় এর গঠন অনেকটা সহজ। পাবলিক কোম্পানি গঠনে অধিক আনুষ্ঠানিকতা পালন করতে হয় বিধায় গঠন তুলনামূলকভাবে জটিল।
২. সদস্য সংখ্যা এর সদস্য সংখ্যা সর্বনিম্ন ২ এবং সর্বোচ্চ ৫০ জনে সীমাবদ্ধ। এর সদস্য সংখ্যা সর্বনিম্ন ৭ এবং সর্বোচ্চ সীমা শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ।
৩. কার্য শুরু নিবন্ধনপত্র পাওয়ার পর এ কোম্পানি কাজ শুরু করতে পারে। একে কাজ শুরু করার জন্য কার্যারম্ভের অনুমতিপত্র সংগ্রহ করতে হয়।
৪. শেয়ার বিক্রয় এ কোম্পানি শেয়ারহোল্ডার ছাড়া অন্য কারো কাছে শেয়ার বিক্রয়ের আহ্বান জানাতে পারে না। এরূপ কোম্পানি জনসাধারণের উদ্দেশ্যে শেয়ার ও ঋণপত্র বিক্রয়ের আহ্বান জানাতে পারে।
৫. বিবরণ পত্র এ ক্ষেত্রে বিবরণপত্র বা এর বিকল্প বিবৃতি তৈরির প্রয়োজন পড়ে না। এ ক্ষেত্রে অনুরূপ পত্র বা বিবৃতি তৈরি এবং নিবন্ধকের নিকট তা জমাদান অপরিহার্য।
৬. শেয়ার হস্তান্তর এর শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য নয়। এ কোম্পানির শেয়ার অবাধ হস্তান্তরযোগ্য।
৭. মূলধন ও আয়তন সদস্য সংখ্যা সীমাবদ্ধ হওয়ার কারণে মূলধনের পরিমাণ এক্ষেত্রে তুলনামূলকভাবে কম হয়। ফলে প্রতিষ্ঠানও ছোট হয়। সদস্য সংখ্যা বেশি হওয়ায় এক্ষেত্রে মূলধনের পরিমাণ বেশি হয়। ফলে এরূপ সংগঠন বৃহদায়তন প্রকৃতিতে গড়ে ওঠে।
৮. ন্যূনতম মূলধন কাজ শুরুর জন্য ন্যূনতম মূলধন সংগ্রহ এক্ষেত্রে অপরিহার্য নয়। কার্যারম্ভের অনুমতিপত্র পাওয়ার জন্য একে বাধ্যতামূলকভাবে ন্যূনতম মূলধন সংগ্রহ করতে হয়।
৯. পরিচালকের সংখ্যা এক্ষেত্রে সর্বনিম্ন ২ জন পরিচালক থাকলে চলে। আইনগতভাবে এতে ন্যূনতম তিনজন পরিচালক থাকতে হয়।
১০. পরিচালক পর্ষদ গঠন এক্ষেত্রে প্রতি বছরই পরিচালক পর্ষদ গঠনের প্রয়োজন পড়ে না। আইনানুযায়ী প্রতি বছরই অবসর গ্রহণকারী পরিচালকদের স্থলে নতুন পরিচালক নির্বাচন ও পর্ষদ পুনর্গঠিত হয়।
১১. বিধিবদ্ধ সভা ও বিবরণী এক্ষেত্রে বিধিবদ্ধ সভা আহ্বান ও বিধিবদ্ধ বিবরণী তৈরি আবশ্যক নয়। এক্ষেত্রে কোম্পানি গঠনের পর নির্ধারিত সময়ের মধ্যে বিধিবদ্ধ সভা আহ্বান অপরিহার্য।
কোম্পানি সংগঠন কাকে বলে? কোম্পানি সংগঠন কত প্রকার ও কি কি?

Related Posts