Home » অনলাইন ব্যাংকিং কি? অনলাইন ব্যাংকিং এর সুবিধা ও গুরুত্ব আলোচনা কর

অনলাইন ব্যাংকিং কি? অনলাইন ব্যাংকিং এর সুবিধা ও গুরুত্ব আলোচনা কর

by TRI

অনলাইন ব্যাংকিং

ইন্টারনেট প্রযুক্তি ব্যবহার করে ব্যাংকিং কার্যক্রম সম্পাদন করাকে অনলাইন ব্যাংকিং বা ইন্টারনেট ব্যাংকিং বলে।

সাধারণ জনগণ ও প্রতিষ্ঠানের জন্য ইন্টারনেট ব্যাপক সেবা প্রদান করছে। এটি এমন এক ধরনের প্রযুক্তি ও পদ্ধতি, যাতে ওয়েবসাইটের মাধ্যমে আন্তঃযোগাযোগ নেটওয়ার্ক স্থাপিত হয়। এ পদ্ধতি ব্যাংকিং জগতে জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে।

ব্যাংকিং এর সাধারণ লেনদেন এবং তহবিল স্থানান্তর সংক্রান্ত ইলেক্ট্রনিক্স লেনদেন যেমন: বিল প্রদান, শেয়ার, হিসাবের নিরীক্ষাকরণ ও বিনিয়োগ মিশ্রণ পরীক্ষাকরণ ইত্যাদি এখন ইন্টারনেটের মাধ্যমে সম্পন্ন হয়ে থাকে।

আরও পড়ুন:   মোবাইল ব্যাংকিং কাকে বলে? মোবাইল ব্যাংকিং এর সুবিধা ও গুরুত্ব আলোচনা কর।

অনলাইন ব্যাংকিংয়ের সুবিধা

অনলাইন ব্যাংকিং সেবায় ক্রেতা ডেবিট ও ক্রেডিট কার্ড পেয়ে থাকে, যা মূলত এক ধরনের প্লাস্টিক কার্ড। এ কার্ড ব্যাংক তার গ্রাহকদের জন্য ইস্যু করে। এ কার্ডের মাধ্যমে ক্রেতা যেকোনো সময়ে ATM (Automated Teller Machine) মেশিন থেকে টাকা উঠাতে পারেন। এছাড়া অনলাইন ব্যাংকিংয়ের নিম্নোক্ত সুবিধাদি রয়েছে-

  • সফটওয়্যারের মাধ্যমে পরিচালিত বলে খুব দ্রুত ও সুবিধাজনক।
  • ঘরে বসে ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন ইউটিলিটি বিল পরিশোধ, তহবিল স্থানান্তর ও ব্যালেন্স জানাসহ বিভিন্ন ধরনের ব্যাংকিং সুবিধা পাওয়া যায়।
  • ক্রেতাকে কোনো লাইনে দাঁড়াতে হয় না।
  • অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে দিন/রাত ২৪ ঘণ্টা যেকোনো সময়েই বিরামহীন সেবা পাওয়া যায়।
  • এ ব্যাংকিং ব্যবস্থায় গ্রাহক নিজের হিসাবের স্টেটমেন্ট দেখতে পারে এবং মোটামুটি ১৮ মাস পর্যন্ত ইচ্ছেমতো ছাপাতে পারে।

অনলাইন ব্যাংকিয়ের গুরুত্ব

অনলাইন ব্যাংকিংয়ের গুরুত্ব নিম্নরূপ-

  • গ্রাহকদের জন্য এই ব্যাংকিং কার্যক্রম যথেষ্ট লাভজনক।
  • দিবারাত্রির যেকোনো সময় হিসাব অনুসন্ধান ও লেনদেন করা যায়।
  • অনলাইন ব্যাংকিং লেনদেনের ক্ষেত্রে প্রচুর সময় বাঁচায়।
  • অনলাইন ব্যাংকিং পদ্ধতিতে কম্পিউটার ভিত্তিক ইন্টারনেটের সাহায্যে কার্যক্রম সম্পাদিত হয় বলে এটি নিরাপদ ও ঝামেলামুক্ত।
  • এ ব্যাংকিংয়ে দ্রুতগতিতে অর্থ লেনদেন করা যায়।
  • এ পদ্ধতিতে খুব সহজেই ব্যাংক স্টেটমেন্ট সংগ্রহ করা যায়।
  • এতে ব্যাংক কর্মকর্তারা অতি সহজে এবং দ্রুতগতিতে গ্রাহকসেবা দিতে পারেন।
  • ক্রেডিট কার্ড ও ডেবিট কার্ড ব্যবহার করে সহজেই অর্থ উত্তোলন করা যায়।
  • ATM বুথের সাহায্যে যেকোনো সময় অর্থ উত্তোলন করা সম্ভব।
  • অনলাইন ব্যাংকিং-এ হালনাগাদ তথ্য আদান-প্রদান করা সম্ভব।

Related Posts