Home » ধনতান্ত্রিক অর্থব্যবস্থা এবং সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার মধ্যে পার্থক্য

ধনতান্ত্রিক অর্থব্যবস্থা এবং সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার মধ্যে পার্থক্য

by TRI

ধনতান্ত্রিক ও সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার মধ্যে পার্থক্য

ধনতান্ত্রিক অর্থব্যবস্থা ও সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার মধ্যে যেসব পার্থক্য বিদ্যমান নিম্নে তা প্রদান করা হলো-

পার্থক্যের বিষয় ধনতান্ত্রিক অর্থব্যবস্থা সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা
১. সংজ্ঞা যে অর্থব্যবস্থায় সম্পদের ব্যক্তি মালিকানা ও ব্যক্তি স্বাতন্ত্র্য বিদ্যমান থাকে, তাকে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা বলা হয়। যে অর্থব্যবস্থায় সমাজের অধিকাংশ সম্পদ ও উৎপাদনের উপকরণের উপর রাষ্ট্রীয় বা সরকারি মালিকানা বিদ্যমান তাকে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা বলে।
২. সার্বভৌমত্ব এ অর্থব্যবস্থায় ভোক্তার সার্বভৌমত্ব প্রকাশ পায়। এ অর্থব্যবস্থায় ভোক্তার সার্বভৌমত্ব প্রকাশ পায় না।
৩. ব্যক্তি স্বাধীনতার স্বীকৃতি উৎপাদন, বিনিময়, বণ্টন ও ভোগের ক্ষেত্রে ব্যক্তিগত স্বাধীনতা স্বীকৃত। উৎপাদন, বিনিময়, বণ্টন ও ভোগের ক্ষেত্রে ব্যক্তির স্বাধীনতা স্বীকার করা হয় না।
৪. বণ্টন ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় সম্পদের অসম বণ্টন পরিলক্ষিত হয়। সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় সম্পদের সুষম বণ্টন নিশ্চিত হয়।
৫. দামব্যবস্থা এ অর্থব্যবস্থায় স্বয়ংক্রিয় দামব্যবস্থা বিদ্যমান। এ অর্থব্যবস্থায় দাম নির্ধারণে কেন্দ্রীয় পরিকল্পনা কর্তৃপক্ষ ভূমিকা রাখে।
৬. দক্ষতা উৎপাদনব্যবস্থায় প্রতিযোগিতার কারণে দক্ষতা বৃদ্ধি পায়। দক্ষতা অর্জনের জন্য নতুন কলাকৌশল ব্যবহৃত হয়।
৭. উন্নয়ন এ অর্থব্যবস্থায় সুষম উন্নয়ন সাধিত হয় না। এ অর্থব্যবস্থায় সুষম উন্নয়ন সাধিত হয়।
৮. নিয়ন্ত্রণ উৎপাদকের উৎপাদন ও ভোক্তার ভোগের ক্ষেত্রে নিয়ন্ত্রণ নেই। উৎপাদকের উৎপাদন ও ভোক্তার ভোগের ক্ষেত্রে নিয়ন্ত্রণ বিদ্যমান।
৯. শ্রমবিভাগ ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় পূর্ণ শ্রমবিভাগ লক্ষণীয়। সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় আংশিক শ্রমবিভাগ লক্ষণীয়।

আরও পড়ুন:  সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা কাকে বলে? সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার বৈশিষ্ট্য

১০. প্রতিযোগিতা এ অর্থব্যবস্থায় উৎপাদন ক্ষেত্রে অবাধ প্রতিযোগিতা বিদ্যমান। এ অর্থব্যবস্থায় অবাধ প্রতিযোগিতা নেই।
১১. ব্যক্তিগত মালিকানা ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় সম্পদের উপর ব্যক্তিগত মালিকানা বিদ্যমান। সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় সম্পদের উপর রাষ্ট্রীয় মালিকান বিদ্যমান।
১২. মুদ্রাস্ফীতি এ অর্থব্যবস্থায় মুদ্রাস্ফীতির উপস্থিতি লক্ষণীয়। এ অর্থব্যবস্থায় মুদ্রাস্ফীতির উপস্থিতি নিয়ন্ত্রিত।
১৩. বেকারত্ব যেকোনো মাত্রার বেকারত্ব লক্ষণীয়। নিয়ন্ত্রিত মাত্রার বেকারত্ব বা বেকারত্বহীনতা লক্ষণীয়।
১৪. সামাজিক নিরাপত্তা ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা হয় না। সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা হয়।
১৫. শ্রমিক ও উৎপাদকের মধ্যে সম্পর্ক এ অর্থব্যবস্থায় শ্রমিক ও উৎপাদকের মধ্যে সুসম্পর্ক লক্ষণীয় নয়। এ অর্থব্যবস্থায় শ্রমিক ও উৎপাদকের মধ্যে সুসম্পর্ক বিদ্যমান।

আরও পড়ুন:  ধনতান্ত্রিক অর্থব্যবস্থা কী? ধনতান্ত্রিক অর্থব্যবস্থার বৈশিষ্ট্য কী কী?

Related Posts