Home » ব্যবসায়িক ঝুঁকি ও আর্থিক ঝুঁকির মধ্যে পার্থক্য

ব্যবসায়িক ঝুঁকি ও আর্থিক ঝুঁকির মধ্যে পার্থক্য

by TRI

ব্যবসায়িক ঝুঁকি ও আর্থিক ঝুঁকির পার্থক্য

আমরা জানি, কোন কিছুর প্রত্যাশা থেকে বিচ্যুতির পরিমাণকে ঝুঁকি বলে। ঝুঁকি বিভিন্ন প্রকারের হয়ে থাকে। এর মধ্যে ব্যবসায়িক ঝুঁকি ও আর্থিক ঝুঁকি অন্যতম।

নিম্নে ব্যবসায়িক ঝুঁকি ও আর্থিক ঝুঁকির মধ্যে পার্থক্য তুলে ধরা হলো-

পার্থক্যের বিষয় ব্যবসায়িক ঝুঁকি আর্থিক ঝুঁকি
১। সংজ্ঞাগত পার্থক্য ব্যবসায় প্রতিষ্ঠানে মুনাফা বিভিন্ন কারণে হ্রাস পাওয়ার সম্ভাবনাকে ব্যবসায়িক ঝুঁকি বলে। আর্থিক ঝুঁকি হল ব্যবসায় ঝুঁকির একটি অংশ। ঋণ গ্রহণের ফলে নির্দিষ্ট মেয়াদান্তে সুদসহ আসল পরিশোধে ব্যর্থ হওয়ার সম্ভাবনাকে আর্থিক ঝুঁকি বলে।
২। উৎস উৎপাদিত পণ্যের চাহিদা বিভিন্ন কারণে হ্রাস পেলে এ ঝুঁকির উদ্ভব হয়। কারবার প্রতিষ্ঠানে মূলধন কাঠামোতে ঋণ বা ধারকৃত মূলধনের পরিমাণ বেশি থাকলে এ ঝুঁকির উদ্ভব হয়।
৩। পরিমাপ ব্যবসায় ঝুঁকি পরিমাপ করার জন্য কতগুলো সংখ্যাবাচক কলাকৌশল আছে। যেমন- Variance, Standard Deviation ইত্যাদি। আর্থিক ঝুঁকি পরিমাপ করার জন্য আর্থিক লিভারেজ ব্যবহার করা হয়।
৪। পরিহার যোগ্যতা ব্যবসায় ঝুঁকি পুরোপুরিভাবে পরিহার করা যায় না। শুধুমাত্র ব্যবসায় পরিচালনায় নীতি নির্ধারণ ও দক্ষ পরিচালনার মাধ্যমে এ ঝুঁকি হ্রাস করা যায়। কারবার প্রতিষ্ঠানের মূলধন কাঠামোতে পরিবর্তন আনয়নের মাধ্যমে আর্থিক ঝুঁকি পরিহার করা যায়।
৫। নির্ভরশীলতা ব্যবসায় ঝুঁকি বিনিয়োগ পরিকল্পনার উপর নির্ভরশীল। আর্থিক ঝুঁকি বিনিয়োগ পরিকল্পনা ও মূলধন কাঠামোর উপর নির্ভরশীল।

আরও পড়ুন:  ঝুঁকি ও অনিশ্চয়তার মধ্যে পার্থক্য কি?

৬। নির্ধারক ব্যবসায় ঝুঁকি শুধুমাত্র বিনিয়োগ নীতি দ্বারা নির্ধারিত হয়। আর্থিক ঝুঁকি প্রতিষ্ঠানের নিয়োগ নীতি ও মূলধন কাঠামো উভয়ের দ্বারা নির্ধারিত হয়।
৭। নিয়ন্ত্রণ ব্যবসায় প্রতিষ্ঠানের মালিক ও কর্মচারীদের দ্বারা ব্যবসায় ঝুঁকি নিয়ন্ত্রিত হয়। বিনিয়োগকারীর মূলধন কাঠামো পরিবর্তন দ্বারা আর্থিক ঝুঁকি নিয়ন্ত্রিত হয়।
৮। আওতা ব্যবসায়িক ঝুঁকির আওতা অনেক ব্যাপক যা সামাজিকম রাজনৈতিক, অর্থনৈতিক প্রযুক্তিগত প্রভৃতি কারণে সৃষ্টি হতে পারে। আর্থিক ঝুঁকি সার্বিক ব্যবসায়িক ঝুঁকির একটা উপাদানমাত্র যা কেবলমাত্র মূলধন কাঠামোতে প্রতিফলিত হয়।
৯। সম্পর্ক  ব্যবসায় ঝুঁকি পরিচালন লিভারেজ এর সাথে সম্পর্কিত। আর্থিক ঝুঁকি কোম্পানির আর্থিক লিভারেজের সাথে সম্পর্কিত।
১০। প্রভাব ব্যবসায় ঝুঁকি নির্ভর করে কোম্পানির বিনিয়োগ নীতি, ক্রয় ও বিক্রয়নীতি, কর্মনীতি এবং আরও অনেক বাহ্যিক উপাদানের উপর। আর্থিক ঝুঁকি নির্ভর করে শুধুমাত্র কোম্পানির মূলধন কাঠামো নীতি এবং বিনিয়োগ নীতির উপর।

Related Posts