চাহিদা রেখা ডানদিকে নিম্নগামী হওয়ার কারণ
নিম্নে চাহিদা রেখা ডানদিকে নিম্নগামী হওয়ার কারণ সমূহ আলোচনা করা হলো-
চাহিদা বিধি
অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকলে দামের সাথে স্বাভাবিক দ্রব্যের চাহিদার পরিমাণের সম্পর্ক বিপরীত হয়। ফলে বিষয়টি রেখায় উপস্থাপন করলে যে চাহিদা রেখা পাওয়া যায় তা বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী হয়। যদি অন্যান্য Direction এর চাহিদা রেখা অঙ্কন করা হয়, তাহলে দামের সাথে চাহিদা পরিমাণের সম্পর্কে বিপরীতমুখী না হয়ে সম্পর্কহীন হয়। তাই বলা যায়, দামের সাথে চাহিদা পরিমাণের এই বিপরীত সম্পর্কের কারণে চাহিদা রেখা বাম থেকে ডান দিকে নিম্নগামী হয়।
প্রকৃত আয় প্রভাব
কোন দ্রব্যের দাম হ্রাস বা বৃদ্ধি পেলে ভোক্তার প্রকৃত আয় বৃদ্ধি/হ্রাস পায়। যদি আলোচ্য দ্রব্যটি স্বাভাবিক দ্রব্য হয় তাহলে ভোক্তা ঐ দ্রব্যটি কম বা বেশি ক্রয় করবে, যদি দ্রব্যের দাম হ্রাস বা বৃদ্ধি পায়। এই সম্পর্কটি আমরা রেখায় উপস্থাপন করি তা হলে চাহিদা রেখা বাম দিক থেকে ডানদিকে নিম্নগামী হয়।
আরও পড়ুন: চাহিদা কি? চাহিদা বিধি, বাজার চাহিদা, চাহিদা অপেক্ষক, ছেদক ও ঢাল বলতে কি বুঝায়?
পরিবর্তক প্রভাব
কোন দ্রব্যের দাম হ্রাস বা বৃদ্ধি পেলে আলোচ্য দ্রব্যের বিকল্প বা পরিপূরক দ্রব্যের চাহিদার পরিমাণ হ্রাস বা বৃদ্ধি পায়। ফলে ক্রেতা পূর্বের চেয়ে আলোচ্য দ্রব্যটি কম বা বেশি ক্রয় করবে। এই সম্পর্কটি আমরা রেখায় উপস্থান করলে যে রেখাটি পাবো তা হবে বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী।
ক্রম হ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি
ক্রম হ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির কারণে চাহিদা রেখা বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী হয়। কারণ প্রান্তিক উপযোগের ভারসাম্যনীতি অনুসারে ভোক্তার ভারসাম্যের শর্ত হল MUx = MUm × Px বা MUx = x × P1 । এখন যদি দাম কমে P2 হয়, তাহলে MUx>xP2। ফলে ভোক্তার ভারসাম্য অবস্থা বিঘ্নিত হবে। পুনরায় ভারসাম্য অর্জন করতে হলে x দ্রব্য বেশি ভোগ করতে হবে। ফলে চাহিদা রেখা বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী হয়।
উপরের আলোচনা থেকে আমরা এটা নিশ্চিন্তে বলতে পারি যে, স্বাভাবিক অবস্থায় ও স্বাভাবিক দ্রব্যের নির্দিষ্ট দামের ক্ষেত্রে চাহিদা রেখা বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী হয়।