নৃবিজ্ঞানের বৈশিষ্ট্য
নৃবিজ্ঞানের সংজ্ঞা বিশ্লেষণ করলে এর কতিপয় বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়। এসব বৈশিষ্ট্য নৃবিজ্ঞানকে স্বকীয় সত্তা দান করেছে। নিম্নে নৃবিজ্ঞানের বৈশিষ্ট্য সমূহ তুলে ধরা হলো:
১. নৃবিজ্ঞান হচ্ছে মূলত মানবজাতির অধ্যয়ন। কেননা মানবিক উৎসের আলোকেই এটি মানবিক অভিজ্ঞতার উপর আলোকপাত করে।
২. নৃবিজ্ঞান মানুষ কর্তৃক উদ্ভাবিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে। অর্থাৎ মানুষের জীবনধারা অধ্যয়ন এর অন্যতম বৈশিষ্ট্য।
৩. এটি মানুষের সামগ্রিক পাঠ বা পূর্ণাঙ্গ অধ্যয়ন। মানুষের যাবতীয় আলোচনা নৃবিজ্ঞান করে থাকে।
৪. মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য আলোচনা করা এর আরেকটি বৈশিষ্ট্য। এর ফলে মানুষের আলাদা স্বকীয়তা প্রকাশ করে।
৫. নৃবিজ্ঞান মানুষকে সামাজিক জীব হিসেবে এবং প্রাণিজগতের অংশ হিসেবে বিশ্লেষণ করে থাকে।
৬. নৃবিজ্ঞানের আলোচনা নিয়মতান্ত্রিক ও শৃঙ্খলাবদ্ধ। এটি মানুষকে তার সিদ্ধান্তে পৌছাতে সহায়তা করে।
৭. নৃবিজ্ঞান বিজ্ঞানভিত্তিক পদ্ধতি অনুসরণ করে। ফলে এর সকল কর্মসূচিই বিজ্ঞানভিত্তিক হয়।
৮. নৃবিজ্ঞানের ভিত্তি বহু গবেষণায় প্রাপ্ত ফলাফলের সারাংশ। এটি মূলত তত্ত্বনির্ভর।
৯. মানুষের সময়, সংস্কৃতি ও জীবনপ্রণালী সম্পর্কে নৃবিজ্ঞান আলোচনা করে। এটি তার অন্যতম বৈশিষ্ট্য।
নৃবিজ্ঞানের উদ্ভব ও বিকাশ আলোচনা কর |
১০. নৃবিজ্ঞান বিভিন্ন সম্প্রদায়ের সামাজিক, সাংস্কৃতিক জীবন নিয়ে কথা বলে। এর ফলে আমরা বিভিন্ন গোষ্ঠী সম্পর্কে অবগত হয়।
১১. নৃবিজ্ঞান মানুষকে বিশ্লেষণ করে। অর্থাৎ মানুষের আকার-আকৃতি, গড়ন প্রভৃতি দিক আলোচনার অন্তর্ভুক্ত।
১২. নৃবিজ্ঞান প্রকৃতির সাথে মানুষের সম্পর্কের ভিত রচনা করে। মানুষের বিবর্তন প্রক্রিয়া নিয়ে নৃবিজ্ঞান আলোচনা করে। এটি তার অন্যতম দিক। সা
১৩. নৃবিজ্ঞান বিভিন্ন সমাজের উৎপাদন ব্যবস্থা, বিকাশ ও পরিবর্তনের ব্যাখ্যা দিয়ে থাকে।
১৪. এটি মানুষের আচার-আচরণ, ব্যবহার ও চলাফেরা নিয়ে ব্যাহত।
১৫. নৃবিজ্ঞানের অন্যতম বৈশিষ্ট্য হলো এটি মানুষ ও পৃথিবীর বর্তমান, অতীত ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা করে।
১৬. নৃবিজ্ঞান একটি শিল্পকলা ও সাহিত্যের বিজ্ঞান হিসেবে বিবেচিত।
বহুল জিজ্ঞাসিত প্রশ্ন
নৃবিজ্ঞান কি?
নৃবিজ্ঞান হলো মানব সম্পর্কিত বিজ্ঞান। এই বিজ্ঞান সামাজিক জীব হিসেবে মানুষ ও মানুষের সংস্কৃতি এবং কালের গতিধারায় এর বিবর্তন ও রূপান্তর নিয়ে আলোচনা করে।
বাংলাদেশ সামাজিক নৃবিজ্ঞানীদের স্বর্গ উক্তিটি কার?
উক্তিটি ক্লাউড লেভি স্ট্রস এর।
সাংস্কৃতিক নৃবিজ্ঞান কি?
নৃবিজ্ঞানের যে শাখায় মানব সংস্কৃতির উদ্ভব ও ইতিহাস, বিবর্তন ও উন্নয়ন এবং যুগ ও স্থানভেদে তাদের গঠন ও কার্যাবলি নিয়ে অধ্যয়ন করে তাই হলো সাংস্কৃতিক নৃবিজ্ঞান।