Home » সংসদীয় সরকার কাকে বলে | মন্ত্রিপরিষদ শাসিত সরকার বলতে কি বুঝ
সংসদীয় সরকার কাকে বলে, মন্ত্রিপরিষদ শাসিত সরকার বলতে কি বুঝ

সংসদীয় সরকার কাকে বলে | মন্ত্রিপরিষদ শাসিত সরকার বলতে কি বুঝ

by TRI

সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকার

আধুনিক গণতান্ত্রিক শাসনব্যবস্থাসমূহের মধ্যে সর্বোত্তম শাসনব্যবস্থা হলো সংসদীয় সরকার ব্যবস্থা বা মন্ত্রিপরিষদ শাসিত সরকার। এ সরকারব্যবস্থায় সরকার জনমতের মাধ্যমে নিয়ন্ত্রিত হয় এবং জনসাধারণের প্রতিনিধির মাধ্যমে পরিচালিত হয়। মন্ত্রিপরিষদ শাসিত সরকারের উদ্ভব হয় ব্রিটেনে, যা পরবর্তীকালে বিশ্বের বিভিন্ন দেশে কমবেশি ছড়িয়ে পড়ে। এ শাসনব্যবস্থায় ক্ষমতার কেন্দ্রে আইনসভা অবস্থান করে এবং এক্ষেত্রে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রয়োগ হয় না। এখানে আইন ও শাসন বিভাগ পরস্পরের সাথে সম্পর্কিত থাকে। মন্ত্রিপরিষদ শাসিত সরকারকে পার্লামেন্টারি সরকারও বলা হয়। সাধারণত, যে শাসনব্যবস্থায় শাসনসংক্রান্ত সব ক্ষমতা মন্ত্রিপরিষদের হাতে ন্যস্ত থাকে এবং মন্ত্রিপরিষদ নিজেদের যাবতীয় কাজ ও নীতিনির্ধারণের জন্য আইন পরিষদের কাছে দায়ী থাকে তাকে মন্ত্রিপরিষদ শাসিত সরকার বলে। এ শাসন ব্যবস্থায় ক্ষমতা মন্ত্রিপরিষদের হাতে থাকে। একজন নামেমাত্র শাসনতান্ত্রিক রাষ্ট্রপ্রধান থাকেন, যিনি মন্ত্রিপরিষদের পরামর্শক্রমে দায়িত্ব পালন করেন। প্রকৃত শাসক হলেন প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন মন্ত্রিপরিষদ।

অধ্যাপক ডাইসি (Prof. Dicey) বলেন, ‘মন্ত্রিপরিষদ শাসিত সরকার শাসন বিভাগ ও আইন বিভাগীয় ক্ষমতা একত্রীকরণের ভিত্তিতে গড়ে ওঠে এবং উভয়ের মধ্যে সামঞ্জস্য বিধান করে।’

অধ্যাপক গার্নার (Prof. Garner)-এর মতে, ‘মন্ত্রিপরিষদ শাসিত সরকার এমন এক ধরনের শাসনব্যবস্থা যেখানে প্রকৃত শাসক বা মন্ত্রিপরিষদ আইনসভার কাছে দায়ী থাকে এবং একজন নামেমাত্র রাষ্ট্রপ্রধান থাকেন।’

 

একনায়কতন্ত্র কি | একনায়কতন্ত্র কাকে বলে

অধ্যাপক লাস্কি (Prof. Laski)-এর মতে, “The parliamentary government is a government by discussion.’

অধ্যাপক গ্রেভাস (Professor Greavas) বলেন, ‘সংসদীয় ব্যবস্থায় সরকার হলো রাষ্ট্রের প্রভু বা শাসক এবং প্রধানমন্ত্রী হলেন ঐ সরকারের প্রধান।

জেনিৎস এর মতে, ‘পার্লামেন্টারি সরকার বলতে জনমত দ্বারা পরিচালিত সরকার ব্যবস্থাকে বোঝায়।’

সিজউইক বলেন, ‘মন্ত্রিপরিষদ শাসিত সরকার হলো জনগণের সরকার।’

অর্থাৎ মন্ত্রিপরিষদ শাসিত সরকার হলো অন্যতম প্রতিনিধিত্বশীল গণতান্ত্রিক শাসনব্যবস্থা। এ শাসন ব্যবস্থায় স্বৈরাচারের আশঙ্কা থাকে না। দ্বি-দলীয় ব্যবস্থার জন্য এটি বিশেষভাবে উপযোগী। বাংলাদেশ, গ্রেট ব্রিটেন, ফ্রান্স, কানাডা, অস্ট্রেলিয়া, ভারত ইত্যাদি দেশে মন্ত্রিপরিষদ শাসিত সরকার প্রচলিত আছে।

Related Posts