রাষ্ট্রের নাগরিক হিসেবে ব্যক্তিত্বের পরিপূর্ণ বিকাশের জন্য মৌলিক অধিকারগুলো থাকা একান্ত প্রয়োজন। মৌলিক অধিকার একটি দেশের সংবিধান কর্তৃক স্বীকৃত ও বলবৎ হয়। এ অধিকার আইনের মতোই অলঙ্ঘনীয়। মৌলিক অধিকার মানুষের মৌলিক চাহিদা বা প্রয়োজনের সাথে নিবিড়ভাবে সম্পৃক্ত। মৌলিক অধিকার লঙ্ঘিত হলে ক্ষতিগ্রস্ত ব্যক্তি সাধারণত সর্বোচ্চ আদালতের শরণাপন্ন হয়ে ন্যায়বিচার লাভ করতে পারে। সংক্ষেপে বললে, নাগরিক জীবনের বিকাশের জন্য ব্যক্তির যেসব অধিকারের নিশ্চয়তা দেশের সংবিধানে দেওয়া হয়েছে এবং যা সবার জন্য মেনে চলা বাধ্যতামূলক, তা-ই হলো মৌলিক অধিকার।
নাগরিক অধিকার ও কর্তব্যের মধ্যে সম্পর্ক |
অন্যদিকে জাতিসংঘ কর্তৃক মানবজাতির জন্য ঘোষিত ও স্বীকৃত সর্বজনীন অধিকারসমূহ হলো মানবাধিকার। জাতি, ধর্ম, বর্ণ, লৈঙ্গিক পরিচয়, সামাজিক বা আর্থিক অবস্থান ইত্যাদি নির্বিশেষে প্রতিটি মানুষকে জাতিসংঘ এসব অধিকারের স্বীকৃতি প্রদান করেছে। মানবাধিকার সর্বকালে বিশ্বের সব মানুষের জন্য সমানভাবে প্রযোজ্য।
মৌলিক অধিকার ও মানবাধিকারের মধ্যে পার্থক্য
মৌলিক অধিকার ও মানবাধিকারের মধ্যে প্রকৃতিগত পার্থক্য কম। অনেক মৌলিক অধিকারই জাতিসংঘ ঘোষিত মানবাধিকারে স্থান পেয়েছে। এরপরও উভয়ের মধ্যে যেসব পার্থক্য লক্ষ করা যায় সেগুলো হলো:
১. মৌলিক অধিকারের উৎস হলো রাষ্ট্রের সংবিধান। অপরদিকে, মানবাধিকারের উৎস হলো জাতিসংঘ।
২. মৌলিক অধিকারের চেয়ে মানবাধিকারের পরিধি অনেক ব্যাপক। মৌলিক অধিকারের পরিধি যেখানে নিজ রাষ্ট্রে সীমাবদ্ধ, সেখানে মানবাধিকারের পরিধি বিশ্বব্যাপী বিস্তৃত।
৩. মৌলিক অধিকারের রক্ষক হলো রাষ্ট্র এবং সংবিধান। অপরদিকে, মানবাধিকারের রক্ষক হলো জাতিসংঘ।
৪. মৌলিক অধিকার বিকাশ লাভ করে রাষ্ট্রীয় চেতনাবোধ থেকে। মানবাধিকার বিকাশ লাভ করে আন্তর্জাতিক মানবতার চেতনাবোধ থেকে।
৫. মৌলিক অধিকার রাষ্ট্রীয় অধিকার। কিন্তু মানবাধিকার আন্তর্জাতিক অধিকার।
৬. একটি রাষ্ট্রের স্বীকৃত মৌলিক অধিকার অন্য রাষ্ট্র অপেক্ষা ভিন্ন হতে পারে। কিন্তু জাতিসংঘভুক্ত প্রতিটি রাষ্ট্র একই ধরনের মানবাধিকার রক্ষা করতে বাধ্য।
৭. কোনো ব্যক্তি নিজ রাষ্ট্রে নিরাপত্তা বোধ না করলে মানবাধিকার বলে অন্য রাষ্ট্রে আশ্রয় গ্রহণ করতে পারে। কিন্তু মৌলিক অধিকার ব্যক্তিকে সে সুযোগ প্রদান করে না।
৮. মানবাধিকার অপেক্ষা মৌলিক অধিকার সুস্পষ্ট ও সুনির্দিষ্ট।
৯. মৌলিক অধিকার অনেকটা সহজে কার্যকর করা যায়। কিন্তু মানবাধিকার কার্যকর করা ততটা সহজ নয়।
অতএব, উপরের আলোচনা থেকে আপনি মৌলিক অধিকার ও মানবাধিকারের মধ্যে পার্থক্য গুলো সম্পর্কে জানতে পারলেন। আশাকরি, এতে আপনি খুব উপকৃত হয়েছেন।
অধিকার কত প্রকার ও কি কি? – আলোচনা কর |