Home » স্মার্ট কার্ড চেক ও স্মার্ট কার্ড ডাউনলোড ২০২৩ || Smart Card Check
স্মার্ট কার্ড চেক করার নিয়ম

স্মার্ট কার্ড চেক ও স্মার্ট কার্ড ডাউনলোড ২০২৩ || Smart Card Check

by TRI

স্মার্ট কার্ড চেক Smart Card Check করতে চাচ্ছেন? অথবা স্মার্ট কার্ড ডাউনলোড করতে চাচ্ছেন? কিভাবে করবেন জানেন না!! ঠিক জায়গায় এসেছেন। এই পোস্টটি পড়ে আপনি শিখে যাবেন মাত্র ২ মিনিটে কিভাবে স্মার্ট কার্ড চেক করবেন এবং ডাউনলোড করবেন। চলুন তাহলে জেনে নিই-

স্মার্ট কার্ড চেক করার নিয়ম ২০২৩

স্মার্ট কার্ড চেক করার নিয়ম বা Smart Card Check করতে যা লাগবে তা হলো আপনার ভোটার আইডি কার্ড এর নাম্বার এবং জন্ম তারিখ।

অর্থাৎ বুঝতে পারছেন, আপনার ভোটার আইডি কার্ড না পাওয়া পর্যন্ত আপনি স্মার্ট কার্ড check করতে পারবেন না।

যাদের নতুন ভোটার আইডি কার্ড হয়েছে তাদের স্মার্ট কার্ড অনলাইনে আসতে অনেক সময় লাগবে তারপরও আপনি নিচের ধাপ অনুসরণ করে Smart Card Check করে দেখতে পারেন।

স্মার্ট কার্ড চেক করার ধাপসমূহ ২০২৩

স্মার্ট কার্ড চেক করার জন্য প্রথমে আপনাকে বাংলাদেশের নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। ওয়েবসাইটে প্রবেশ করলে নিচের ছবিটির মতন একটি পেজ দেখাবে। 

স্মার্ট কার্ড চেক

নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রবেশ করতে এই লিংক ভিজিট করুন https://services.nidw.gov.bd/nid-pub/card-status

এরপর-

  • জাতীয় পরিচয় পত্র নম্বর বা ফর্ম নম্বর সঠিকভাবে বসান। যারা নতুন ভোটার তালিকায় যুক্ত হয়েছেন অর্থাৎ জাতীয় পরিচয় পত্র পাননি তারা ফর্ম নম্বর দিবেন।
  • জন্ম তারিখ ঘরে দিন-মাস-বছর সঠিকভাবে পূরণ করুন।
  • ছবিতে একটা কোড প্রদর্শন করবে, ভালোভাবে খেয়াল করে তা নিচের ঘরে হুবহু লিখে বসান।
  • এরপর সাবমি (Submit) অপশনে ক্লিক করুন।

এরপর নিচের ছবির মতন পেজে নিয়ে যাবে।

স্মার্ট কার্ড চেক

আপনার স্মার্ট কার্ড হয়ে গেলে ছবিতে স্মার্ট কার্ড স্ট্যাটাস complete দেখাবে, সেইসাথে ভোটারের নিজ জেলা, উপজেলা, ভোটার এরিয়া এবং স্মার্ট কার্ড বক্স আইডি জানতে পারবেন। আর যদি স্মার্ট কার্ড তৈরি না হয়, তাহলে স্মার্ট কার্ডের কোন তথ্য পাওয়া যায়নি, এমন মেসেজ দেখাবে।

আরও পড়ুন:   পে অর্ডার কি? ব্যাংক ড্রাফট ও পে অর্ডারের মধ্যে পার্থক্য

এছাড়া আপনি সরাসরি মোবাইল এসএমএসের মাধ্যমেও স্মার্ট কার্ড check করে নিতে পারেন। নিচে এই পদ্ধতিটি সম্পর্কে আলোচনা করা হলো-

মোবাইলে এসএমএসের মাধ্যমে স্মার্ট কার্ড চেক করার নিয়ম ২০২৩

মোবাইলে এসএমএস এর মাধ্যমে স্মার্ট কার্ড চেক করার জন্য আপনার মোবাইলের
মেসেজ অপশনে গিয়ে নিম্নোক্তভাবে টাইপ করুন ও ১০৫ নাম্বারে পাঠিয়ে দিন।

NID<space>জাতীয় পরিচয়পত্র নাম্বার<space> জন্ম তারিখ| উদাহরণ: NID 88251111111 12-08-1995 লিখে ১০৫ নাম্বারে মেসেজ করুন।

 ফিরতি মেসেজে আপনার স্মার্ট কার্ড স্ট্যাটাস সম্পর্কে বিস্তারিত তথ্য জানিয়ে দেয়া হবে।

যদি আপনার ভোটার আইডি কার্ডের নাম্বার ১৩ সংখ্যার হয়, তবে ভোটার আইডি কার্ডের নাম্বারের প্রথমে আপনার জন্ম সাল দিতে হবে।

আপনার ভোটার আইডি কার্ড ডিজিট যদি ১০ কিংবা ১৭ হয় তবে smart card check করার জন্য মোবাইলের মেসেজ অপশনে গিয়ে SC<স্পেস>NID<স্পেস>ভোটার আইডি কার্ড নাম্বার লিখে ১০৫ নাম্বারে সেন্ড করুন (যেমন- SC NID 88251111২1)।

SC<স্পেস>NID<স্পেস>ভোটার আইডি কার্ড নাম্বার; ১০৫ নাম্বারে সেন্ড করুন । উদাহরণ: SC NID 88251111২1)।

এছাড়াও আপনার নিকটস্থ উপজেলা নির্বাচন অফিসে গিয়েও স্মার্ট আইডি কার্ড সম্পর্কে তথ্য জানতে পারবেন।

স্মার্ট কার্ড ডাউনলোড করার নিয়ম ২০২৩

স্মার্ট কার্ড ডাউনলোড করার জন্য নিম্নোক্ত প্রসেস অনুসরণ করুন-

  • প্রথমে নির্বাচন কমিশন বাংলাদেশ সাইট ভিজিট করুন।
  • এরপর লগইন করুন,  তবে একাউন্ট না থাকলে রেজিস্ট্রেশন করে নিন।
  • লগইন করার পরে ডাউনলোড নামের একটি অপশন পাবেন।
  • এরপর ডাউনলোড অপশন থেকে ডাউনলোড করতে পারবেন।

স্মার্ট কার্ড কিভাবে পাবো?

Smart Card Check করার পর যদি Complete দেখায়, তবে আপনার এলাকায় পরবর্তী স্মার্ট কার্ড বিতরণ ক্যাম্পেইনেই পেয়ে যাবেন।

ক্যাম্পেইনের সময় যদি সংগ্রহ করতে ব্যর্থ হলে পরবর্তীতে আপনার উপজেলার নির্বাচন অফিস থেকে পূর্ববর্তী ভোটার আইডি কার্ড অথবা ভোটার ফর্ম নিয়ে গেলেই স্মার্ট কার্ড পেয়ে যাবেন।

লেখাটি এই পর্যন্ত পড়ার জন্য ধন্যবাদ। আশাকরি লেখাটি পড়ে উপকৃত হয়েছেন।