Home » আইন মান্য করার কারণ সমূহ লিখ

আইন মান্য করার কারণ সমূহ লিখ

by TRI

আইন মান্য করার কারণ

সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য আইনের প্রয়োজন। সমাজবদ্ধ জীব হিসেবে মানুষ আইনের প্রতি শ্রদ্ধাশীল না হলে সমাজে মানুষের ব্যক্তিস্বাধীনতা খর্ব হয়। বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী আইন মান্য করার যৌক্তিক কারণগুলো বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করেছেন। নিচে আইন মান্য করার যৌক্তিক কারণগুলো আলোচনা করা হলো:

১। ব্যক্তিস্বাধীনতা সংরক্ষণ

আইনের মাধ্যমে ব্যক্তিস্বাধীণতা যথাযথভাবে রক্ষিত হয়। ব্যক্তিস্বাধীনতা রক্ষার জন্য ব্যক্তি আইনের আশ্রয় গ্রহণ করতে পারে। লক (Locke) বলেন, “Where there is no law, there is no liberty.”

২। সামাজিক শৃঙ্খলা

সামাজিক শৃঙ্খলা সমাজজীবনে কল্যাণ বয়ে আনে। মানুষ শান্তিপূর্ণ পরিবেশে নিরাপদে বসবাস করতে পারে। রাষ্ট্রবিজ্ঞানী হবসের মতে, “আইন না মেনে চললে সমাজে পুনরায় বিশৃঙ্খলা দেখা দেবে। এজন্যই মানুষ আইন মেনে চলে।”

৩। ব্যক্তির আত্মবিকাশ

ব্যক্তি তার আত্মবিকাশের মাধ্যমে নিজের কল্যাণ ও উন্নতির জন্য আইন মান্য করে। আইন অমান্য করলে সামাজিক শাস্তি ও ঐক্য বিনষ্ট হয়। বিশৃঙ্খল পরিবেশে ব্যক্তির আত্মবিকাশের পথ বাধাগ্রস্ত হয়।

আরও পড়ুন:   আইন কী? আইনের উৎস সমূহ কি কি?

৪। ধর্ম

ধর্ম আইনের একটি অন্যতম উৎস। তাই ধর্মের সাথে আইনের সম্পর্কটাও গভীর। মানুষ ধর্মের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল। ধর্মীয় আইন অমান্য করলে পাপ ও পরকালে শাস্তি হয় বিধায় ভয়ে মানুষ ধর্মীয় আইন মান্য করে।

৫। সম্মতি

বর্তমান যুগ গণতান্ত্রিক যুগ। এ যুগে জনগণের সম্মতিতেই রাষ্ট্রের কর্তৃত্ব ও রাষ্ট্রীয় আইন প্রতিষ্ঠিত হয়। জনগণের ভোটের দ্বারা নির্বাচিত সরকার আইন প্রণয়ন করে বলে জনগণ আইন মেনে চলে।

৬। নিরাপত্তা

আইন সমাজে মানুষের জানমালের নিরাপত্তা বিধানের জন্য প্রণীত হয়। আইন না থাকলে মানুষের জীবন ও সম্পত্তি বিপন্ন হওয়ার আশঙ্কা থাকে। তাই সব মানুষই নিজেদের স্বার্থে নিজেদের নিরাপত্তার জন্য আইন মেনে চলে।

৭। গুরুত্ব ও উপযোগিতা

আইনের গুরুত্ব ও উপযোগিতা অনস্বীকার্য। আইন ব্যতীত উন্নত ও সুশৃঙ্খল জীবন যাপন করা সম্ভব নয়। আইন অমান্য করলে সমাজে নৈরাজ্য সৃষ্টি হবে এবং জীবনযাপন দুর্বিষহ হয়ে পড়বে। তাই মানুষ আইনের গুরুত্ব ও উপযোগিতা অনুধাবন করে আইন মান্য করে।

৮। বিবেকবোধ ও নৈতিকতা

মানুষ বিবেক-বুদ্ধিসম্পন্ন বলেই সৃষ্টির সেরা জীব হিসেবে পরিচিত। একজন বিবেকবোধ সম্পন্ন মানুষ কখনো আইন অমান্য করে না। অন্যদিকে নৈতিকতা মানুষকে আইন অমান্য করতে বাধা প্রদান করে।

আরও পড়ুন:   আইনের বৈশিষ্ট্য ও প্রকারভেদ আলোচনা কর।

৯। বসাবাসোপযোগী পরিবেশ

মানুষের সুন্দরভাবে বাঁচার জন্য প্রয়োজন হয় একটি বসাবাস উপযোগী ও শান্তিপূর্ণ সামাজিক পরিবেশ। আর আইনের উপস্থিতি একটি পরিবেশকে শান্তিপূর্ণ ও বসবাস উপযোগী করে তোলে। তাই মানুষ উপযুক্ত সামাজিক পরিবেশ পাওয়ার আশায় আইন মেনে চলে।

১০। অধিকার সংরক্ষণ

প্রত্যেকটি মানুষ সমাজে সুষ্ঠুভাবে জীবনধারণ করার জন্য কিছু অধিকার ভোগ করে। কেউ যাতে এ অধিকারে অবৈধ হস্তক্ষেপ করতে না পারে সেজন্য প্রয়োজন হয় আইন। কারণ মানুষের অধিকারগুলো সংরক্ষণ করে আইন। তাই বিনাবাধায় নিজ অধিকার ভোগ ও সংরক্ষণ করার জন্য মানুষ আইন মেনে চলে।

Related Posts