নিম খাজনা
অধ্যাপক মার্শাল অর্থনীতিতে ‘নিম খাজনা’ ধারণাটি প্রবর্তন করেন। মনুষ্যসৃষ্ট উৎপাদনের কিছু উপাদান স্বল্পকালে উদ্বৃত্ত আয় সৃষ্টি করলেও দীর্ঘকালে তার অস্তিত্ব থাকে না। ফলে স্বল্পকালে এসব উপাদানের জন্য খাজনা সৃষ্টি হয়। এ খাজনাকে সম্পূর্ণ অর্থে খাজনা বলা যায় না বলে তা ‘নিম খাজনা’ বা ‘উপ-খাজনা’ নামে অভিহিত করা হয়।
উৎপাদনের যেসব উপাদানের যোগান অস্থিতিস্থাপক, তার অর্জিত আয় হলো খাজনা। ফলে জমি থেকে খাজনা সৃষ্টি হয়। কিন্তু মানুষের তৈরি উপাদানের যোগান স্বল্পকালে অস্থিতিস্থাপক হলেও দীর্ঘকালে তা স্থিতিস্থাপক। কেননা, দীর্ঘকালে এসব উপাদানের যোগান বাড়ানো যায়। স্বল্পকালে এসব উপাদানের যোগান বাড়ানো যায় না বলে উদ্বৃত্ত আয় সৃষ্টি হয়।
মার্শাল বলেন, “স্বল্পকালে সীমাবদ্ধ যোগানবিশিষ্ট মনুষ্যসৃষ্ট উৎপাদনের উপকরণ থেকে যে অতিরিক্ত আয় হয়, তা-ই নিম খাজনা।” তিনি আরও বলেন, “কেবল জমিই উদ্বৃত্ত আয় সৃষ্টি করে না, বরং মানুষের তৈরি উৎপাদনের উপকরণ; যেমন- যন্ত্রপাতি, কলকারখানা, দালানকোঠা, আসবাবপত্র ইত্যাদি উদ্বৃত্ত আয় সৃষ্টি করতে পারে।”
আরও পড়ুন: রিকার্ডোর খাজনা তত্ত্ব সমালোচনা সহকারে আলোচনা
খাজনা ও নিম খাজনার মধ্যে পার্থক্য
খাজনা ও নিম খাজনা উভয়ই উপকরণ যোগানের অস্থিতিস্থাপকতা থেকে সৃষ্ট। তবে উভয়ের মধ্যে কতিপয় পার্থক্য বিদ্যমান। এসব পার্থক্য নিম্নে আলোচনা করা হলো-
১. সংজ্ঞা
সীমাবদ্ধ যোগানবিশিষ্ট জমি ও অন্যান্য প্রাকৃতিক সম্পদের উদ্বৃত্ত আয়কে খাজনা বলে। অপরপক্ষে, মনুষ্যসৃষ্ট যন্ত্রপাতি, কলকারখানা, দালানকোঠা, আসবাবপত্র ইত্যাদির সীমাবদ্ধ যোগানে স্বল্পকালের উদ্বৃত্ত আয়ই হলো নিম খাজনা।
২. উদ্ভব
জমি ও অন্যান্য প্রাকৃতিক সম্পদ থেকে খাজনার উদ্ভব। অন্যদিকে, মনুষ্যসৃষ্ট যন্ত্রপাতি, দালানকোঠা, আসবাবপত্র, কলকারখানা, ঘরবাড়ি ইত্যাদি থেকে নিম খাজনার উদ্ভব।
৩. সময়
স্বল্পকালীন সময় ও দীর্ঘকালীন সময় উভয় ক্ষেত্রে খাজনা ধারণাটি প্রযোজ্য। কিন্তু উপ-খাজনা ধারণাটি শুধু স্বল্পকালীন সময়ের জন্য প্রযোজ্য।
৪. দ্রব্যমূল্য নির্ধারণ
খাজনা খরচের উদ্বৃত্ত বলে দ্রব্যমূল্য নির্ধারণে ভূমিকা রাখে না। কিন্তু, উপ-খাজনা দীর্ঘকালে উৎপাদন খরচের অংশ এবং তা দ্রব্যমূল্যের অন্তর্ভূক্ত হয়।
৫. ধারণা
বিশুদ্ধ খাজনা হলো একটি স্থায়ী ও পূর্ণাঙ্গ ধারণা। পক্ষান্তরে, উপ-খাজনা হলো একটি অস্বচ্ছ ও আংশিক ধারণা।
৬. ক্ল্যাসিক্যাল বনাম আধুনিক ধারণা
খাজনা মূলত খাজনাতত্ত্বের ক্ল্যাসিক্যাল ধারণা এবং David Ricardo এর প্রবর্তক। অন্যদিকে, নিও-ক্ল্যাসিক্যাল অর্থনীতিবিদ Alfred Marshall নিম খাজনার প্রবর্তন করলেও তা খাজনার আধুনিক ধারণা হিসেবে স্বীকৃত।
৭. যোগান
খাজনার ক্ষেত্রে উপাদানের যোগান চিরস্থায়ীভাবে সীমাবদ্ধ। অন্যদিকে, নিম খাজনার ক্ষেত্রে উপাদানের যোগান স্বল্পকালে সীমাবদ্ধ হলেও দীর্ঘকালে এর যোগান পরিবর্তনশীল।