মনোপসনি বাজার কী?
Mono শব্দের অর্থ এক, আর Sony শব্দের অর্থ ক্রেতা। মনোপসনি (Monopsony) অর্থ একজন ক্রেতার বাজার। যে বাজারে একজন মাত্র ক্রেতা আর অসংখ্য বিক্রেতা থাকে, তাকে মনোপসনি বাজার বলে।
মনোপসনি বাজার একচেটিয়া বাজারের বিপরীত চিত্র। একচেটিয়া বাজারে একজন বিক্রেতা আর অসংখ্য ক্রেতা থাকে। অন্যদিকে, মনোপসনির বাজারে একজন ক্রেতা আর অসংখ্য বিক্রেতা থাকে। যেমন- একটি বৃহৎ এলাকায় একটিমাত্র পাটকল প্রতিষ্ঠিত হয় এবং ঐ এলাকায় সব পাটচাষী উক্ত পাটকলে পাট বিক্রয় করতে বাধ্য হয়। এক্ষেত্রে পাটকল হলো একক ক্রেতা এবং বিক্রেতা হলো উৎপাদনকারী কৃষক। তাই পাটকলের নির্ধারিত দামে সব কৃষককে পাট বিক্রয় করতে বাধ্য থাকতে হয়।
মনোপসনি বাজারের বৈশিষ্ট্য
১. এ বাজারে একজন ক্রেতা থাকে।
২. এ বাজারে অসংখ্য বিক্রেতা থাকে।
৩. যেহেতু এ বাজারে একজন মাত্র ক্রেতা, ফলে দ্রব্যের মূল্য ক্রেতা কর্তৃক নির্ধারিত হয়ে থাকে।
৪. এ বাজারে ক্রেতার আগমনের উপর স্থিতাবস্থা থাকলেও বিক্রেতার আগমন কিংবা প্রস্থান নিবিড়।
৫. এ বাজারে বিক্রেতার স্বাভাবিক কিংবা অস্বাভাবিক মুনাফা নির্ভর করে ক্রেতার নির্ধারিত মুল্যের উপর।
আরও পড়ুন: অলিগোপলি বাজার কাকে বলে? অলিগোপলি বাজারের বৈশিষ্ট্যগুলো কি কি?
ডুয়োপসনি বাজার কাকে বলে?
Duo অর্থ দুই, আর Sony অর্থ ক্রেতা। ডুয়োপসনি (Duopsony) বাজার বলতে দুজন ক্রেতার বাজারকে বোঝায়। যে বাজারে দুজন ক্রেতা কিন্তু অসংখ্য বিক্রেতা থাকে, তাকে ডুয়োপসনি বাজার বলে। যেমন- কোনো এলাকায় দুটি কাগজের মিল আর অসংখ্য তুলাচাষি তুলা চাষ করে ঐ দুটি মিলে তুলা বিক্রি করে। এক্ষেত্রে ক্রেতার সংখ্যা দুই আর বিক্রেতার সংখ্যা অসংখ্য হওয়ায় এটি ডুয়োপসনি বাজার।
ডুয়োপসনি বাজারের বৈশিষ্ট্য
১. ক্রেতা মাত্র দুজন থাকে;
২. অসংখ্য বিক্রেতা থাকে;
৩. এরূপ বাজারে ক্রেতার আধিপত্য থাকায় ক্রেতার যোগসাজশে পণ্যের মূল্য নির্ধারিত হয়;
৪. এ ধরনের বাজারে অন্য ক্রেতার প্রবেশে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়।
ডুয়োপলি বাজার কি?
Duo অর্থ দুই, Poly অর্থ বিক্রেতা। ডুয়োপলি (Duopoly) অর্থ দুই বিক্রেতার বাজার। যে বাজারে দুজন বিক্রেতা আর অসংখ্য ক্রেতা থাকে, তাকে ডুয়োপলি বাজার বলে।
ডুয়োপলি বাজারের বৈশিষ্ট্য
১. এ বাজারে বিক্রেতার সংখ্যা দুজন;
২. ক্রেতার সংখ্যা অসংখ্য;
৩. এ বাজারে বিক্রেতার সংখ্যা বৃদ্ধি পায় না।