Home » কর্মী ব্যবস্থাপনা ও মানব সম্পদ ব্যবস্থাপনার মধ্যে পার্থক্য কী কী?

কর্মী ব্যবস্থাপনা ও মানব সম্পদ ব্যবস্থাপনার মধ্যে পার্থক্য কী কী?

by TRI

কর্মী ব্যবস্থাপনা ও মানব সম্পদ ব্যবস্থাপনার পার্থক্য

কর্মী ব্যবস্থাপনা হচ্ছে ব্যবস্থাপনার ঐ অংশ, যা প্রতিষ্ঠানে কর্মরত কর্মীবৃন্দ ও তাদের পারস্পরিক সম্পর্কের সঙ্গে জড়িত। প্রতিষ্ঠানের কর্মশক্তি সংগ্রহ, উন্নয়ন, সংরক্ষণ ও ব্যবহার সম্পর্কিত কার্যাবলির পরিকল্পনা, সংগঠন, নির্দেশনা ও নিয়ন্ত্রণের সঙ্গে সম্পৃক্ত ক্ষেত্রসমূহকে কর্মী ব্যবস্থাপনা বলে।

অপরদিকে, মানব সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিবর্গ, তাদের সংগ্রহ ও নির্বাচন এবং নিয়োগ, প্রশিক্ষণ ও উন্নয়ন, কর্মীদের কার্যে উদ্বুদ্ধকরণ ও রক্ষণাবেক্ষণের সঙ্গে সম্পৃক্ত। প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনে দক্ষতা ও ফলপ্রসূতার সাথে প্রতিষ্ঠানের প্রয়োজনীয় মানবশক্তির সংগ্রহ, প্রশিক্ষণ ও উন্নয়ন, প্রণোদিতকরণ ও সংরক্ষণ এবং তাদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিতকরণের প্রক্রিয়াকে মানব সম্পদ ব্যবস্থাপনা বলে।

আরও পড়ুন:  মানব সম্পদ ব্যবস্থাপনা কাকে বলে? মানব সম্পদ ব্যবস্থাপনার গুরুত্ব আলোচনা কর।

কর্মী ব্যবস্থাপনা ও মানব সম্পদ ব্যবস্থাপনার মধ্যে কিছু কিছু মিল পরিলক্ষিত হলেও উভয়ের মধ্যে বেশকিছু পার্থক্য বা বৈসাদৃশ্য দেখা যায়। নিম্নে কর্মী ব্যবস্থাপনা ও মানব সম্পদ ব্যবস্থাপনার মধ্যে পার্থক্যগুলো চিহ্নিত করা হল-

পার্থক্যের বিষয় কর্মী ব্যবস্থাপনা মানব সম্পদ ব্যবস্থাপনা
১। আওতা কর্মী ব্যবস্থাপনার আওতা অপেক্ষাকৃত ক্ষুদ্র ও স্বল্প পরিসর ভিত্তিক। মানব সম্পদ ব্যবস্থাপনার আওতা বেশ বিস্তৃত ও মানব সম্পদের ব্যবহারের সার্বিক দিক দিয়ে আলোচনা করে।
২। ক্ষেত্র কর্মী ব্যবস্থাপনায় মূলত কর্মীদের ব্যবস্থাপনা কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। মানব সম্পদ ব্যবস্থাপনা শুধু কর্মী উন্নয়নের উপরই জোর দেয় না, বরং এটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনার উন্নয়নের জন্যও সমভাবে কাজ করে।
৩। প্রয়োগ কর্মী ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের অধঃস্তন কর্মীদের জন্য নীতি-পদ্ধতি সংক্রান্ত ব্যবস্থাপনা ও প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণে নিয়োজিত থাকে। মানব সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের মানব সম্পদের চাহিদা নির্ণয় করে সমগ্র মানব সম্পদের উন্নয়ন ও সংরক্ষণের জন্য ব্যবস্থা গ্রহণ করে।
৪। বিবেচ্য বিষয় কর্মী ব্যবস্থাপনা মানব সম্পদের একটি অংশকে বিবেচনা করে। মানব সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠানে নিয়োজিত সকল ব্যক্তিবর্গের কার্যকর ব্যবহার সম্পর্কিত বিষয়াদি বিবেচনা করে।

আরও পড়ুন:  মানব সম্পদ পরিকল্পনা কি? মানব সম্পদ পরিকল্পনার গুরুত্ব বা প্রয়োজনীয়তা কি কি?

৫। দায়িত্ব কর্মী ব্যবস্থাপনা মডেলে দেখা যায়, কর্মী ব্যবস্থাপনার দায়িথ্ব ব্যবস্থাপকের উপর ন্যস্ত থাকে। মানব সম্পদ ব্যবস্থাপনা মডেলে সরলরৈখিক ব্যবস্থাপককে প্রতিষ্ঠানের সকল মানব সম্পদের নির্দেশনা ও সমন্বয়ের দায়িত্বে নিয়োজিত থাকতে দেখা যায়।
৬। লক্ষ্য কর্মীদের কার্যে সন্তুষ্টি অর্জন করে চাহিদা পূরণ ও স্বার্থ সংরক্ষণ কর্মী ব্যবস্থাপনার মূল লক্ষ্য। ব্যবস্থাপনা টিম গঠন ও উন্নয়ন মানব সম্পদ ব্যবস্থাপনার মূল লক্ষ্য।
৭। কাজ  কর্মী ব্যবস্থাপনা কর্মীদের উন্নতিকল্পে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করে। প্রতিষ্ঠানের মানব সম্পদকে প্রতিশ্রুতিশীল করে গড়ে তোলা ও মানব সম্পদের সাথে ব্যাপক ক্ষমতায়নের উপর এটি গুরুত্ব দেয়।
৮। সম্পর্ক কর্মী ব্যবস্থাপনা কর্মীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক নির্দেশ করে। মানব সম্পদ ব্যবস্থাপনা লক্ষ্য নির্দেশ করে।

পরিশেষে বলা যায়, প্রচলিত ধারায় ব্যবহৃত কর্মী-ব্যবস্থাপনার ক্ষেত্রে আধুনিক চিন্তাভাবনার সমন্বয় ঘটে মানব সম্পদ ব্যবস্থাপনায় রূপ লাভ করে। মানব সম্পদ ব্যবস্থাপনা কর্মী ব্যবস্থাপনার আধুনিক রূপ।

Related Posts