2.4K
নিট বর্তমান মূল্য ও অভ্যন্তরীণ উপার্জন হার পদ্ধতির মধ্যে যে সব পার্থক্য পরিলক্ষিত হয় তা নিচে আলোচনা করা হলো-
পার্থক্যের বিষয় | নিট বর্তমান মূল্য পদ্ধতি (NPV) | অভ্যন্তরীণ উপার্জন হার পদ্ধতি (IRR) |
১। সংজ্ঞা | যে পদ্ধতিতে নগদ প্রবাহকে নির্দিষ্ট হারে বাট্টা করে বর্তমান মূল্য নির্ণয় করা হয় তাকে নিট বর্তমান মূল্য পদ্ধতি বলে। | যে পদ্ধতিতে নগদ অন্তঃপ্রবাহের বর্তমান মূল্য এবং নগদ বহিঃপ্রবাহের বর্তমান মূল্য উভয়কেই সমান করার জন্য একটি বাট্টার হার নির্ণয় করা হয় তাকে অভ্যন্তরীণ উপার্জন হার পদ্ধতি বলে। |
২। বাট্টার হার নির্ণয় | এ পদ্ধতিতে মূলধন ব্যয়কে বাট্টার হার হিসেবে ধরা হয়। | অভ্যন্তরীণ উপার্জন হার পদ্ধতিতে Trial and Error – এর মাধ্যমে বাট্টার হার নির্ণয় করতে হয়। |
৩। গ্রহণ-বর্জন নিয়ম | যে প্রকল্পের নিট বর্তমান মূল্য বেশি ও ধনাত্মক সেই প্রকল্পটি গ্রহণ করা হয় এবং ঋণাত্মকটি বর্জন করা হয়। | যে প্রকল্পের IRR মূলধন ব্যয়ের চেয়ে বেশি সেই প্রকল্পটি গ্রহণ করা হয় এবং যে প্রকল্পের IRR মূলধন ব্যয়ের চেয়ে কম হলো সেই প্রকল্পটি বর্জন করা হয়। |
৪। সুদের হারের সমন্বয় | নিট বর্তমান মূল্য নির্ণয়ে ব্যবহৃত বাট্টা হারকে সুদের হারের পরিবর্তন দ্বারা সহজেই সমন্বয় করা যায়। | IRR-এ সুদের হার সমন্বয় করা যায় না। ফলে বাট্টাকরণ অসম্পূর্ণ থাকে। |
৫। ব্যয় জটিল | ব্যয় ও জটিলতার দিক থেকে NPV পদ্ধতিটি IRR পদ্ধতির চেয়ে সহজ। | IRR পদ্ধতিটি অন্যান্য পদ্ধতির চেয়ে ব্যয়বহুল ও জটিল। |
আরও পড়ুন: প্রকল্প ব্যবস্থাপনা কাকে বলে? প্রকল্প ব্যবস্থাপনার গুরুত্ব আলোচনা কর।
৬। কল্যাণ | NPV পদ্ধতিতে প্রকল্পের নিট বর্তমানমূল্য ধনাত্মক হলে প্রতিষ্ঠানের কল্যাণ সর্বাধিকরণে পৌঁছে। | IRR পদ্ধতিতে বর্তমান মূল্য বাট্টার হারের চেয়ে বেশি হলে প্রতিষ্ঠানের কল্যাণ সর্বাধিকরণে পৌঁছে। |
৭। অর্থের সময় মূল্য | এ পদ্ধতিতে অর্থের সময় মূল্যকে প্রাধান্য দিয়ে থাকে। | এই পদ্ধতিতেও অর্থের সময় মূল্যকে বিবেচনায় রাখে। |
৮। সম্পদ বৃদ্ধি | এ পদ্ধতিতে NPV ধনাত্মক হলে সম্পদ বৃদ্ধি পায়। | এ পদ্ধতিতে মূলধন ব্যয়ের হারের চেয়ে বেশি হলে সম্পদ বৃদ্ধি পায়। |
৯। প্রকৃতি | এটি একটি Absolute Measure অর্থাৎ এ ক্ষেত্রে NPV-কে টাকার অঙ্কে পরিমাপ করা হয়। | এটি একটি Relative Measure। অর্থাৎ এ ক্ষেত্রে IRR-কে শতকরায় প্রকাশ করা হয়। |
১০। উদ্দেশ্য | এ পদ্ধতিতে অর্থের বহিঃগমন ও অন্তঃগমনের বর্তমান মূল্য বের করা হয়। | নগদ প্রবাহের প্রকৃত মূল্য বের করা হয়। |