প্রয়োজন ও ক্রিয়াগত দিক বিবেচনায় বিভিন্ন সামাজিক গবেষণার উদ্দেশ্য থাকতে পারে। তবে সামাজিক বিষয়ে জ্ঞান অর্জন, পরিশোধন, বর্ধন ও প্রয়োগের পন্থা খুঁজে পাওয়াই এর মূল লক্ষ্য।
কতকগুলো উদ্দেশ্যকে সামনে রেখে সামাজিক গবেষণা পরিচালিত হয়। নিম্নে সামাজিক গবেষণার উদ্দেশ্যসমূহ উল্লেখ করা হলো-
১) সামাজিক গবেষণার মূল উদ্দেশ্য হলো সমাজস্থ মানুষের আচার-আচরণ এবং সমাজে বিদ্যমান নানাবিধ সমস্যা নিয়ে আলোচনা ও ব্যাখ্যা প্রদান করা।
২) সামাজিক গবেষণা একটি সুশৃঙ্খল তথ্য অনুসন্ধান পদ্ধতি। গবেষণার প্রত্যেকটি কাজেই সুনির্দিষ্ট নিয়ম ও শৃঙ্খলা অনুযায়ী করা হয়। অর্থাৎ সামাজিক গবেষণা ধারাবাহিক, সুশৃঙ্খল ও পদ্ধতিগত।
৩) সামাজিক গবষেণা সামাজিক সমস্যা সমাধানকল্পে সহায়তাদানে প্রয়াসী। ফলিত গবেষণার মৌল কার্যক্রমগুলো প্রায়োগিক। ফলে সামাজিক সমস্যা সমাধানের পথ নির্দেশ করে।
৪) সামাজিক গবেষণা নির্ভরযোগ্য, যথার্থ ও তথ্যনির্ভর প্রমাণের মাধ্যমে সমাজজীবনকে ব্যাখ্যা করে থাকে।
৫) সামাজিক গবেষণা বিশেষ পরিস্থিতির বিবেচনায় রেখে সামাজিক বিভিন্ন দিকসমূহের দ্বারা ভবিষ্যদ্বাণী করে থাকে।
আরও পড়ুন: রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়নের পদ্ধতি সমূহ আলোচনা কর
৬) সামাজিক গবেষণা কোনো বিষয় সম্পর্কে ধারণা, প্রত্যয় বা তত্ত্বের যাচাইকরণ, অসঠিকায়ন ও পরিমার্জন করে থাকে।
৭) সামাজিক গবেষণার সামাজিক সমালোচনার মাধ্যমে জনগণের মুক্তি আনয়ন করে থাকে।
৮) বিভিন্ন গোষ্ঠী এবং প্রতিষ্ঠানসমূহের মধ্যে কার্যকারণ সম্পর্কে আবিষ্কার করা সামাজিক গবেষণার উদ্দেশ্য।
৯) সামাজিক ব্যবস্ততার প্রকৃতি অনুসন্ধান করা এবং গ্রহণীয় সিদ্ধান্তে উপনীত হওয়াও সামাজিক গবেষণার উদ্দেশ্য।
১০) সামাজিক গবেষণা দুই বা ততোধিক চলক মধ্যকার সম্পর্ক উদঘাটন করে সামাজিক নিয়ম সূত্র আবিষ্কারে আগ্রহী।
১১) সামাজিক গবেষণা উদ্দেশ্যভিত্তিক ও যৌক্তিক। গবেষক একটি নির্দিষ্ট সমস্যাকে জানার উদ্দেশ্য নিয়ে বৈজ্ঞানিক অনুসন্ধানের নীতিমালা অনুযায়ী কাজ করেন।
১২) সামাজিক অবস্থা সম্পর্কে ভবিষ্যদ্বাণী করার পক্ষে নীতি ও তত্ত্বের সাধারণিকরণে বিশ্বাসী।
১৩) সামাজিক গবেষণা সঠিক তত্ত্ব গঠনে ও ভ্রান্ত তত্ত্ব বা তথ্য অপসারণে নিবেদিত।
১৪) সামাজিক গবেষণা উদ্দেশ্য হলো পূর্বানুমান গঠন, প্রত্যয় এবং তত্ত্বের যথার্থতা যাচাই করা।
১৫) বিভিন্ন বিষয়কে বস্তুনিষ্ঠ সমালোচনার মাধ্যমে জনগণের মুক্তি আনয়ন করাও সামাজিক গবেষণার অন্যতম লক্ষ্য।
১৬) সামাজিক গবেষণার অন্যতম উদ্দেশ্য হলো সামাজিক গতিময়তা সম্পর্কে মানুষকে অবহিত রাখা এবং সামাজিক পরিবর্তনের সম্ভাব্য ফলাফল সম্পর্কে জানা।
১৭। সামাজিক প্রপঞ্চ বিষয়ক ধারণা ও তত্ত্বের অভীক্ষা এবং সামাজিক প্রপঞ্চসমূহের কার্যকারণগত সম্পর্ক অনুধাবন করাও সামাজিক গবেষণার লক্ষ্য।