Home » ঝরোকা দর্শন কি?

ঝরোকা দর্শন কি?

by TRI

ঝরোখা বা ঝরোকা দর্শন মুঘল শাসনব্যবস্থার একটি উল্লেখযোগ্য দিক। মুঘল সম্রাট আকবর হিন্দুদের রাজকীয় প্রথার অনুকরণের ঝরোকা প্রথা প্রবর্তন করেন। জনসাধারণের সাথে সরাসরি সাক্ষাৎদানের জন্য ঝরোখা দর্শন প্রথা প্রবর্তন করা হয়। সম্রাট জাহাঙ্গীর ও শাহজাহানের আমলেও ঝরোকা দর্শনের প্রথা চালু ছিল।

আরও পড়ুন:  আকবরনামা গ্রন্থের বিষয়বস্তু সংক্ষেপে লিখ

প্রতিদিন সূর্যোদয়ের অব্যবহিত পরেই বাদশাহ আকবর প্রজাবৃন্দকে দর্শন দানের উদ্দেশ্যে ঝরোকায় আবির্ভূত হতেন। সে সময় সর্ব স্তরের লোক তাড়াহুড়ো করে সম্রাটের দর্শন লাভ করতো। সম্রাট জাহাঙ্গীর ও শাহজাহানের আমলে দিল্লিতে আগত ইউরোপীয় পর্যটক হকিন্স জাহাঙ্গীরের দর্শন প্রথার বিস্তারিত বিবরণ লিপিবদ্ধ করেন। বিবরণে হকিন্স উল্লেখ করেন, ঝরোকা দর্শনের সময় জনসাধারণ বাদশাকে সালামত বাক্য উচ্চারণ করে অভিনন্দন জানাতো এবং বাদশাহের দর্শনলাভের পর দৈনন্দিন কার্য শুরু করতো। ঐতিহাসিক আবুল ফজলের ভাষায়, সম্রাট আকবর প্রতিদিন সকালে প্রায় দেড় প্রহর ঝরোকা দর্শনে অতিবাহিত করতেন।

মধ্যযুগের বাংলা (বখতিয়ার খলজি থেকে সিরাজ-উদ-দৌলা) - খন্দকার স্বনন  শাহরিয়ার | Modhyojuger Bangla Bakhtiyar Khalji Theke Siraj Ud Daulah

TK. 350 TK. 301 You Save TK. 49 (14%)

Related Posts