বিপ্লবোত্তর ইউরোপকে শান্ত রাখার জন্য কনসার্ট অব ইউরোপ এর বিকল্প ছিল না। পারস্পরিক বিরোধ, দ্বন্দ্ব ও মতানৈক্য দূর করে আন্তর্জাতিক সমবায়ের ভিত্তিতে ইউরোপীয় রাষ্ট্রগুলোর মধ্যে মৈত্রী এবং ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে ১৮১৫ সালে ‘কনসার্ট অব ইউরোপ’ বা ‘ইউরোপীয় সংঘ’ গঠিত হয়। ভিয়েনা কংগ্রেসের ব্যবস্থাপনাকে বাস্তবায়ন এবং সুদৃঢ় করার উদ্দেশ্যে এ সংঘের ভূমিকা গুরুত্বপূর্ণ।
কনসার্ট অব ইউরোপের পরিচিতি
কনসার্ট অব ইউরোপ হলো ঐতিহাসিক ভিয়েনা সম্মেলনের ফলশ্রুতি। ভিয়েনা সম্মেলনের পরিকল্পনাসমূহকে বাস্তবায়ন করার লক্ষ্যে আন্তর্জাতিক সংঘ ‘কনসার্ট অব ইউরোপ’ এর সৃষ্টি করা হয়। ফ্রান্স পুনরায় যেন কোনো রাষ্ট্রের প্রতি হুমকি হয়ে দাঁড়াতে না পারে সেজন্যে এ সংঘ গঠন করা হয়। ১৮১৫ সালে অস্ট্রিয়ার চ্যান্সেলর মেটারনিকের প্রচেষ্টায় ইংল্যান্ড, রাশিয়া, প্রুশিয়া ও অস্ট্রিয়ার মধ্যে এক সম্মেলনোত্তর চুক্তি স্বাক্ষরিত হয়। এ চতুর্শক্তির সম্মেলন ইতিহাসে ‘কনসার্ট অব ইউরোপ’ নামে পরিচিত।
আরও পড়ুন: মেটারনিক কে ছিলেন?
কনসার্ট অব ইউরোপের উদ্দেশ্যবলি
ক) ভিয়েনা সম্মেলনে গৃহীত নীতি মোতাবেক ইউরোপের রাষ্ট্রব্যবস্থা অক্ষুণ্ণ রাখ;
খ) ভবিষ্যতে ফরাসি সামরিক শক্তি থেকে ইউরোপকে রক্ষা করার জন্যে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধের ব্যবস্থা করা;
গ) ইউরোপের শান্তি, শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা এবং
ঘ) কূটনৈতিক সম্মেলনের মাধ্যমে সদস্য রাষ্ট্রসমূহের সাধারণ স্বার্থ রক্ষা করা।
কনসার্ট অব ইউরোপের কার্যাবলি
আই-লা-স্যাপেলে ১৮১৮ সালে সর্বপ্রথম ইউরোপীয় সংঘের সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সম্মেলনের সিদ্ধান্ত মোতাবেক-
১। ফ্রান্সকে পঞ্চম শক্তি হিসেবে ইউরোপীয় সংঘের অন্তর্ভূক্ত করা হয়;
২। ফ্রান্স হতে মিত্রশক্তির মোতায়েন করা সামরিক বাহিনী অপসারণ করা হয়;
৩। সুইডেনের রাজাকে ডেনমার্ক ও নরওয়ে সম্পর্কিত ভিয়েনা কংগ্রেসের শর্তাবলি যথাযথভাবে পালনের নির্দেশ দেওয়া হয়।
অতএব বলা যায়,ইউরোপীয় রাষ্ট্রসমূহে ভিয়েনা সম্মেলনের নীতি ও আদর্শকে বাস্তবায়ন করার জন্য এবং ইউরোপীয় রাষ্ট্রগুলোর মধ্যে সম্প্রীতি ও ঐক্য প্রতিষ্ঠার জন্য ইউরোপীয় সংঘ প্রতিষ্ঠিত হয়। ফরাসি বিপ্লব পরবর্তী ইউরোপকে শান্ত ও স্থিতিশীল রাখার ক্ষেত্রে ইউরোপীয় সংঘের গুরুত্ব অপরিসীম। ফরাসি সামরিক শক্তি থেক ইউরোপকে রক্ষা, ইউরোপের শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য তৎকালীন ইউরোপের রাজনৈতিক ইতিহাসে ইউরোপীয় সংঘ অবিস্মরণীয় অবদান রেখেছে এতে কোন সন্দেহ নেই।