সহকারি শিক্ষক পদে নিয়োগের জন্য কিভাবে আবেদন করতে হবে তার একটা নমুনা এই দরখাস্তে দেখানো হয়েছে। আশাকরি এর মাধ্যমে আবেদনপ্রার্থীরা উপকৃত হবে। দরখাস্তটি নিম্নরূপ:
২২ মে, ২০২২
প্রধান শিক্ষক
কুলকান্দি শামসুন্নাহার উচ্চ বিদ্যালয়
কুলকান্দি, ইসলামপুর
জামালপুর
বিষয়: বাংলা বিষয়ে সহকারি শিক্ষক পদে নিয়োগের আবেদন।
মহোদয়,
সবিনয় নিবেদন এই যে, গত ১৫ই মে ২০২২ তারিখে ‘প্রথম আলো’ পত্রিকায় প্রকাশিত বিজ্ঞাপনের মাধ্যমে জানতে পারলাম, আপনার বিদ্যালয়ে বাংলা বিষয়ে সহকারি শিক্ষক পদে নিয়োগের জন্য দরখাস্ত আহ্বান করা হয়েছে। আমি উক্ত পদের একজন প্রার্থী। আমার ব্যক্তিগত তথ্য ও শিক্ষাগত যোগ্যতা নিম্নরূপ:
১। নাম : রোমানা বেগম
২। মাতার নাম : খাদেজা বেগম
৩। পিতার নাম : এনামুল হক
৪। বর্তমান ঠিকানা : ৩৩ পশ্চিম নোয়াপাড়া, জামালপুর সদর উপজেলা
জেলা: জামালপুর
৫। স্থায়ী ঠিকানা : গ্রাম: হাতিধরা, ডাকঘর: কুলকান্দি
ইউনিয়ন: কুলকান্দি, উপজেলা: ইসলামপুর, জেলা: জামালপুর
৬। জন্ম তারিখ : ২১ এপ্রিল ১৯৯৬
৭। জাতীয়তা : বাংলাদেশি
৮। ধর্ম : ইসলাম
৯। শিক্ষাগত যোগ্যতা :
পরীক্ষা | শিক্ষা প্রতিষ্ঠান | বোর্ড/বিশ্ববিদ্যালয় | পাশের বছর | বিভাগ | ফলাফল |
বিএ (সম্মান) | জাহেদা শফির মহিলা কলেজ | জাতীয় বিশ্ববিদ্যালয় | ২০২০ | বাংলা | সিজিপিএ ৩.১৪ |
এইচএসসি | ইসলামপুর ডিগ্রী কলেজ | ঢাকা | ২০১৫ | মানবিক | জিপিএ ৪.৫০ |
এসএসসি | শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় | ঢাকা | ২০১৩ | মানবিক | জিপিএ ৪.২৫ |
আমার আবেদনের পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করছি।
নিবেদক
(স্বাক্ষর)
রোমানা বেগম
৩৩ পশ্চিম নোয়াপাড়া
জামালপুর সদর উপজেলা
জেলা: জামালপুর
সংযুক্তি:
ক) সকল শিক্ষাগত যোগ্যতার সনদের অনুলিপি
খ) জাতীয় পরিচয়পত্রের অনুলিপি
গ) দুই কপি ছবি
ঘ) তিনশো টাকার পে-অর্ডার