Home » ইউনিয়ন পরিষদ সচিব নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান – বাংলা (সিলেট ২০১৯)
Union Parishad Examination

ইউনিয়ন পরিষদ সচিব নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান – বাংলা (সিলেট ২০১৯)

by TRI

Union Parishad Examination

ইউনিয়ন পরিষদ সচিব নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান – ইংরেজি (সিলেট ২০১৯)

বাংলা

প্রশ্ন-১: এক কথায় প্রকাশ করুন-

ক) সবার জন্য মঙ্গলজনক

উত্তর: সর্বজনীন

খ) উপস্থিত বুদ্ধি আছে যার

উত্তর: প্রত্যুৎপন্নমতি

গ) লাফিয়ে চলে যে

উত্তর: প্লবগ

ঘ) উপকারীর অপকার করে যে

উত্তর: কৃতঘ্ন

ঙ) ফল পাকলে যে গাছ মরে যায়

উত্তর: ঔষধি

চ) যে তিথি আগমনে কোনো সময় নেই?

উত্তর: অতিথি

প্রশ্ন-২: অর্থসহ বাক্য রচনা করুন-

ক) অর্ধচন্দ্র

উত্তর: গলাধাক্কা – শয়তানটাকে অর্ধচন্দ্র দিয়ে বের করে দাও।

খ) কাঁঠালের আমসত্ত্ব

উত্তর: অসম্ভব বস্তু – কৃপণের কাছে টাকা চাওয়া যেন কাঁঠলের আমসত্ত্ব।

গ) গোঁফ খেজুরে

উত্তর: নিতান্ত অলস – গোঁফ খেজুরে লোক দিয়ে কোন কাজই হয় না।

ঘ) নয় ছয়

উত্তর: অপচয় – সে বাড়ি বিক্রির টাকাগুলো নয় ছয় করে ফেলল।

ঙ) শাঁখের করাত

উত্তর: উভয় সংকট -সত্য কথা বললে বাবার ক্ষতি, আবার মিথ্যা কথা বললে মায়ের ক্ষতি, এ যেন শাঁখের করাতের অবস্থা।

ইউনিয়ন পরিষদ সচিব নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান – গণিত ও সাধারণ জ্ঞান (সিলেট ২০১৯)

প্রশ্ন-৩: বাক্য শুদ্ধি করুন-

ক) শাড়ি পরা সবুজ মেয়েটিকে আমি চিনি।

উত্তর: সবুজ শাড়ি পরা মেয়েটিকে আমি চিনি।

খ) অন্যায়ের প্রতিফল দুর্নিবার্য।

উত্তর: অন্যায়ের প্রতিফল অনিবার্য।

গ) আমি অপমান হয়েছি।

উত্তর: আমি অপমানিত হয়েছি।

ঘ) আমি কাল জাতীয় স্মৃতিসৌধ দেখিতে যাব।

উত্তর: আমি আগামীকাল জাতীয় স্মৃতিসৌধ দেখতে যাব।

প্রশ্ন-৪: এক কথায় উত্তর দিন-

ক) ‘বড়দিদি’ উপন্যাসটি কার লেখা?

উত্তর: ’বড়দিদি’ উপন্যাসটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা।

খ) কাজী নজরুল ইসলাম এর ‘বিদ্রোহী’ কবিতা প্রথম কোন সাপ্তাহিক পত্রিকায় প্রকাশিত হয়?

উত্তর: কাজী নজরুল ইসলাম এর ‘বিদ্রোহী’ কবিতা ১৯২২ সালে সাপ্তাহিক ‘বিজলী’ পত্রিকায় প্রথম প্রকাশিত হয়।

গ) রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার লাভ করেন?

উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর ১৯১৩ সালে তাঁর ‘গীতাঞ্জলি’ কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরস্কার লাভ করেন।

ঘ) ‘অবরোধবাসিনী’ প্রবন্ধ গ্রন্থটি কার লেখা?

উত্তর: ’অবরোধবাসিনী’ প্রবন্ধ গ্রন্থটি বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের লেখা।

প্রশ্ন-৫: বাংলায় অনুবাদ করুন-

a) Sylhet is a hilly district and stands on the bank of the Surma river.

b) It is called the daughter of nature.

c) Sylhet is one of the most important spiritual and cultural centers of Bangladesh.

d) It is also famous for its scenic beauty of tourist places.

উত্তর:

a) সিলেট সুরমা নদীর তীরে অবস্থিত একটি পাহাড়ি জেলা।

b) এটাকে প্রকৃতির কন্যা বলা হয়।

c) বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক এবং সাংস্কৃতিক কেন্দ্রগুলোর একটি হলো সিলেট।

d) পর্যটন স্থানগুলোর নৈসর্গিক সৌন্দর্যের জন্যও এই স্থান প্রসিদ্ধ।

>ইংরেজি (English) অংশটা এখানে দেখুন

Related Posts