Home » তিন পদ্ধতিতে এইচএসসি রেজাল্ট ২০২১ দেখার নিয়ম – HSC Result 2021
এইচএসসি রেজাল্ট

তিন পদ্ধতিতে এইচএসসি রেজাল্ট ২০২১ দেখার নিয়ম – HSC Result 2021

by TRI

এইচএসসি রেজাল্ট

এইচএসসি পরীক্ষার রেজাল্ট ২০২১ প্রকাশিত হয়েছে।

এইচএসসি ও সমমান পরীক্ষার রেজাল্ট ২০২১ প্রকাশিত হয়েছে।

আজ ১৩ ফেব্রুয়ারি, রোজ রবিবার, ২০২২, এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২১ এর রেজাল্ট প্রকাশ করা হয়েছে।

২০২১ সালের ২ ডিসেম্বর থেকে শুরু হয়ে ৩০ ডিসেম্বর ২০২১ খ্রি. পর্যন্ত এইচএসসি ও সমমান পরীক্ষা (তত্ত্বীয় বিষয়) সম্পন্ন হয়েছে। কোভিড-১৯ সংক্রমণের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় দেরিতে পরীক্ষা অনুষ্ঠিত হয়

এইচএসসি ও সমমান পরীক্ষার রেজাল্ট ২০২১ দেখার নিয়ম

তিনভাবে এইচএসসি ও সমমান পরীক্ষার রেজাল্ট দেখা যায়। 

প্রথম পদ্ধতি

সরাসরি বাংলাদেশ সরকারের শিক্ষা বোর্ড রেজাল্ট ওয়েবসাইটের মাধ্যমে। নিচে লিংক দেয়া আছে।

http://www.educationboardresults.gov.bd/

 

এইচএসসি রেজাল্ট

লিংকে যাওয়ার পরে উপরের ছবির ন্যায় আসবে। তারপর সঠিক তথ্য দিয়ে সাবমিট করলে আপনার রেজাল্ট চলে আসবে।

না জানলে নিচের নির্দেশনা অনুসরণ করুন-

Examination এর জায়গায় দিন HSC/Alim

Year এর জায়গায় দিন 2021

Board এর জায়গায় নিজ নিজ শিক্ষা বোর্ড। যেমন – Dhaka, Chittagong 

Roll এর জায়গায় দিন আপনার রোল নাম্বারটি

Reg. No এর জায়গায় আপনার রেজিস্ট্রেশন নাম্বারটি

এরপর 2+2, 2+3 যা দেখাবে তা যোগ করে যোগফল ডানপাশের টেক্সটবক্সে সঠিকভাবে লিখুন। ভূল করা যাবে না।

উপরের তথ্য সব সঠিক থাকলে Submit এ ক্লিক করুন। কিছু সময় পর আপনাকে নতুন একটা পেইজে রেজাল্ট দেখাবে।

বিঃ দ্রঃ  আজ রেজাল্ট প্রকাশিত হওয়ায় শিক্ষা বোর্ডের ওয়েবসাইট ওভারলোডের কারণে ডাউন থাকতে পারে। তাই এখান থেকে রেজাল্ট দেখতে না পারলে দ্বিতীয় পদ্ধতিতে চলে যান।

দ্বিতীয় পদ্ধতি

দ্বিতীয় পদ্ধতিতে রেজাল্ট দেখার জন্য এই লিংকে প্রবেশ করুন।

HSC Result 2021

উপরের ছবিটির মতন করে সব দিন। Board এর জায়গায় নিজ নিজ শিক্ষা বোর্ডের নাম দিন। যেমনটা ছবিতে দেয়া আছে Chittagong শিক্ষা বোর্ডের নাম।

এরপর Roll এর জায়গায় নিজ রোল নাম্বার এবং Registration এর জায়গায় নিজ রেজিস্ট্রেশন নাম্বার দিন। এটি অপশনাল। 

শুধুমাত্র রোল দিয়েও রেজাল্ট দেখা যাবে।

Security Key এর জায়াগায় ৪ ডিজিটের যে সংখ্যাটি দেখাবে তা ডানের টেক্সটবক্সে লিখুন।

এরপর নিচে Get Result এ ক্লিক করুন।

উল্লেখ্য, এই সাইট থেকে আপনি কোনো শিক্ষা প্রতিষ্ঠান বা পুরো জেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর রেজাল্ট একসাথে দেখতে পারবেন। এজন্য আপনাকে Result Type এ Individual Result এর জায়গায় Institution Result অথবা District Result দিতে হবে।

তৃতীয় পদ্ধতি – মোবাইল ফোনে এসএমএম এর মাধ্যমে রেজাল্ট দেখা

এটি বেশ সহজ। মোবাইলের মেসেজ অপশনে গিয়ে নিচের মেসেজটির মত করে লিখুন। অবশ্যই টেলিটক নাম্বার থেকে।

HSC<স্পেস>DHA<স্পেস>321261<স্পেস>2021 Send to 16222

এখানে <স্পেস> বলতে খালি বোঝানো হয়েছে। আর DHA হল Dhaka বোর্ড। অর্থাৎ আপনার শিক্ষা বোর্ডের প্রথম তিন অক্ষর লিখবেন বড় হাতের। সকল শিক্ষা বোর্ডের প্রথম তিন অক্ষর নিচে দেওয়া আছে।

321261 হল রোল নাম্বার। এখানে আপনার নিজের রোল নাম্বার দিতে হবে। তারপর স্পেস 2021 

এরপর পাঠিয়ে দিতে হবে 16222 নাম্বারে।

অর্থাৎ মেসেজটি দাঁড়ায় নিম্নরুপ:

HSC DHA 321261 2021  এরপর পাঠিয়ে দিন 16222 নাম্বারে। ফিরতি এসএমএস এ আপনাকে রেজাল্ট পাঠিয়ে দেয়া হবে।

বাংলাদেশের সকল শিক্ষা বোর্ডের ইংরেজী নামের প্রথম তিন অক্ষর

ঢাকা শিক্ষা বোর্ড: DHA

চট্টগ্রাম শিক্ষা বোর্ড: CHI

রাজশাহী শিক্ষা বোর্ড: RAJ

যশোর শিক্ষা বোর্ড: JES

সিলেট শিক্ষা বোর্ড: SYL

কুমিল্লা শিক্ষা বোর্ড: COM

দিনাজপুর শিক্ষা বোর্ড: DIN

বরিশাল শিক্ষা বোর্ড: BAR

ময়মনসিংহ শিক্ষা বোর্ড: MYN

মাদ্রাসা শিক্ষা বোর্ড: MAD

কারিগরি শিক্ষা বোর্ড: TEC

নিজে রেজাল্ট দেখুন এবং অন্যদের রেজাল্ট দেখতে সহায়তা করুন শেয়ার করে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে রেজাল্ট দেখার নিয়ম জানিয়ে দিন অন্যদেরও।

Related Posts