Home » রাষ্ট্রপতি শাসিত সরকার কাকে বলে | রাষ্ট্রপতি শাসিত সরকার বলতে কি বুঝ
রাষ্ট্রপতি শাসিত সরকার কাকে বলে, রাষ্ট্রপতি শাসিত সরকার বলতে কি বুঝ,

রাষ্ট্রপতি শাসিত সরকার কাকে বলে | রাষ্ট্রপতি শাসিত সরকার বলতে কি বুঝ

by TRI

রাষ্ট্রপতি শাসিত সরকার

গণতান্ত্রিক সরকারের একটি প্রধান রূপ হলো রাষ্ট্রপতি শাসিত সরকার। রাষ্ট্রপতি শাসিত সরকার বলতে এমন শাসনব্যবস্থাকে বোঝায় যেখানে রাষ্ট্রের শাসন পরিচালনার ক্ষমতা রাষ্ট্রপতির হাতে ন্যস্ত থাকে এবং রাষ্ট্রপতি সাধারণত আইনসভার কাছে দায়ী থাকেন না; বরং তার দায়বদ্ধতা জনগণের কাছে।

J. W. Garner বলেছেন, ‘রাষ্ট্রপতি শাসিত সরকার হলো সে সরকারব্যবস্থা, যেখানে নির্বাহী বিভাগ তাদের কার্যকালের মেয়াদ এবং কার্যাবলির জন্য আইনসভার নিয়ন্ত্রণ থেকে স্বাধীন ও নিরপেক্ষ থাকে।’ (Presidential form of government is a government in which the executive is independent of the legislature as regards its tenure and to a large extent as regards its policy and acts.)

F. R. Seelye বলেন, ‘রাষ্ট্রপতিশাসিত সরকার হলো গণতান্ত্রিক রাষ্ট্রে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জনগণের মাধ্যমে নির্বাচিত রাষ্ট্রপতির ইচ্ছানুযায়ী পরিচালিত সরকার।’ (The presidential form of government is basically based on the will of the president elected by the people directly or indirectly in democracy.)

সংসদীয় সরকার কাকে বলে | মন্ত্রিপরিষদ শাসিত সরকার বলতে কি বুঝ

অধ্যাপক ডাইসি (Prof. Dicey)-এর মতে, ‘In this system the president enjoys real powers of the government, he is not responsible to the legislature for his administration and it regards as presidential government.”

ওয়াল্টার বেজহট (W. Bagehot) -এর মতে, ‘আইন ও শাসন সংক্রান্ত ক্ষমতার স্বাধীনতা রাষ্ট্রপতি শাসিত সরকারের একটি সুনির্দিষ্ট বৈশিষ্ট্য।

রাষ্ট্রবিজ্ঞানী আর, এন, গিলক্রিস্ট (Robert Niven Gilchrist) -এর ভাষায়, ‘রাষ্ট্রপতি শাসিত্ সরকার হচ্ছে ঐ ধরনের সরকার ব্যবস্থা, যেখানে রাষ্ট্রের সর্বময় ক্ষমতা রাষ্ট্রপতির হাতে ন্যস্ত থাকে। আর এ ক্ষেত্রে রাষ্ট্রপতি তার কাজের জন্য আইন পরিষদের প্রভাবমুক্ত।’

Related Posts