ব্যক্তিগত আয় (Personal Income)
একটি নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে একটি দেশের সকল ব্যক্তি বা পরিবারবর্গের চলতি আয়কে ব্যক্তিগত আয় বলে।
একটি দেশের জাতীয় থেকে কর্পোরেট আয়কর, কর্পোরেট লভ্যাংশের অবণ্টিত অংশ, সামাজিক বিমার প্রদত্ত অর্থ বাদ দিয়ে এবং হস্তান্তর পাওনা, সরকারের নিট সুদ ও ডিভিডেন্ট যোগ করে ব্যক্তিগত আয় পাওয়া যায়।
একে সূত্রাকারে বলা যায়, PI = NI – (Tc + Nc + Si) + (Tp + In + D)
যেখানে,
PI = ব্যক্তিগত আয়
NI = জাতীয় আয়
Tc = কর্পোরেট আয়কর
Nc = কর্পোরেট লভ্যাংশের অবণ্টিত অংশ
Si = সামাজিক বিমায় প্রদত্ত অর্থ
Tp = হস্তান্তর পাওনা
In = সরকারের নিট সুদ
D = ডিভিডেন্ট
আরও পড়ুন: অনুপার্জিত আয় কাকে বলে?
ব্যয়যোগ্য আয় (Disposable Income)
ব্যক্তিগত আয়ের সম্পূর্ণ অংশ ব্যয়যোগ্য নয়। ব্যক্তিগত আয়ের যে অংশ ইচ্ছানুযায়ী ব্যয় করা যায় তাকে ব্যয়যোগ্য আয় বলে। ব্যক্তিগত আয় থেকে কর ও অন্যান্য দেয় বাদ দেওয়ার পর যা অবশিষ্ট থাকে তাকে ব্যয়যোগ্য আয় বলে।
সূত্রাকারে, DI = PI – T – O
যেখানে,
DI = ব্যয়যোগ্য আয়
PI = ব্যক্তিগত আয়
T = ব্যক্তিগত প্রত্যক্ষ কর
O = অন্যান্য দেয়
ব্যক্তিগত আয় ও ব্যয়যোগ্য আয়ের মধ্যে পার্থক্য
ব্যক্তিগত আয় ও ব্যয়যোগ্য আয়ের মধ্যে কিছু পার্থক্য রয়েছে। এ পার্থক্যগুলো নিম্নরূপ-
১. সংজ্ঞাগত পার্থক্য
একটি নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে একটি দেশের সকল ব্যক্তি বা পরিবারবর্গের চলতি আয়কে ব্যক্তিগত আয় বলে। পক্ষান্তরে ব্যক্তিগত আয় থেকে কর ও অন্যান্য দেয় বাদ দেওয়ার পর যা অবশিষ্ট থাকে তাকে ব্যয়যোগ্য আয় বলে।
২. প্রকৃতিগত পার্থক্য
ব্যক্তিগত আয় ব্যক্তির মোট আয় হিসেবে বিবেচিত। অন্যদিকে ব্যয়যোগ্য আয় ব্যক্তির নিট আয় হিসেবে বিবেচিত।
৩. সূত্রগত পার্থক্য
ব্যক্তিগত আয়ের সূত্রটি হলো- PI = NI – (Tc + Nc + Si) + (Tp + In + D)। অন্যদিকে ব্যয়যোগ্য আয়ের সূত্রটি হলো- DI = PI – T – O।
৪. ভোগব্যয়গত পার্থক্য
ব্যক্তির ভোগ ব্যয় ব্যক্তিগত আয়ের উপর নির্ভরশীল নয়। কেননা ব্যক্তি তার ব্যক্তিগত আয়ের সবটাই ভোগের জন্য ব্যয় করতে পারে না। কিন্তু ব্যক্তির ভোগব্যয় ব্যয়যোগ্য আয়ের উপর নির্ভরশীল। কেননা ব্যক্তি তার ব্যয়যোগ্য আয়ের সবটাই ভোগের জন্য ব্যয় করতে পারে।
৫. পরিধিগত পার্থক্য
ব্যক্তিগত আয় বৃহত্তর ধারণা। কেননা ব্যক্তিগত আয়ের মধ্যে ব্যয়যোগ্য আয় অন্তর্ভুক্ত থাকে। অন্যদিকে ব্যয়যোগ্য আয় সংকীর্ণ ধারণা।
৬. জীবনযাত্রার মানগত পার্থক্য
ব্যক্তির জীবনযাত্রার মান ব্যক্তিগত আয়ের উপর নির্ভর করে না বরং ব্যয়যোগ্য আয়ের উপর নির্ভর করে।