1.6K
পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার ও একচেটিয়া বাজারের মধ্যে বিভিন্ন বৈশিষ্ট্যের ভিত্তিতে কিছু কিছু পার্থক্য পরিলক্ষিত হয়। নিচে তা তুলে ধরা হলো-
পার্থক্যের বিষয় | পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার | একচেটিয়া বাজার |
১. ফার্ম/বিক্রেতার সংখ্যা | পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে অসংখ্য ফার্ম/বিক্রেতার অস্তিত্ব থাকে। | এ বাজারে কেবল একটি ফার্ম/বিক্রেতার অস্তিত্ব রয়েছে। |
২. দ্রব্যের প্রকৃতি | সমজাতীয় দ্রব্য উৎপাদন ও বিক্রয় হয়। | নিকট বিকল্পহীন দ্রব্য উৎপাদন ও বিক্রয় করে। |
৩. উৎপাদনের গতিশীলতা | উৎপাদনের উপাদানগুলো এক শিল্প থেকে অন্য শিল্পে পূর্ণ গতিশীল। | উৎপাদনের উপাদান পূর্ণ গতিশীল নয়। |
৪. বাজার সম্পর্কিত পূর্ণজ্ঞান | ক্রেতা-বিক্রেতার বাজার সম্পর্কে পূর্ণ জ্ঞান থাকে। | ক্রেতা-বিক্রেতার বাজার সম্পর্কে পূর্ণ জ্ঞান থাকে না। |
৫. বাজার দাম | এ বাজারে ফার্মগুলো স্থির দামে দ্রব্য ক্রয়-বিক্রয় করে। | এ বাজারে ফার্ম দ্রব্যের দাম হ্রাস-বৃদ্ধি করতে পারে। |
৬. আগমন-নির্গমন | পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ক্রেতা-বিক্রেতার আগমন-নির্গমনের পূর্ণ স্বাধীনতা থাকে। | একচেটিয়া বাজারে ক্রেতা-বিক্রেতার আগমন-নির্গমনের পূর্ণ স্বাধীনতা থাকে না। |
৭. ফার্ম ও শিল্প | এ বাজারে অসংখ্য ফার্ম নিয়ে শিল্প গঠিত হয়। | এ বাজারে একটি ফার্মই শিল্প হিসেবে বিবেচিত হয়। |
৮. চাহিদা রেখার প্রকৃতি | পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে চাহিদা রেখা ভূমি অক্ষের সমান্তরাল হয়। | একচেটিয়া বাজারে চাহিদারেখা বাম থেকে ডান দিকে নিম্নগামী হয়। |
৯. সরকারি নিয়ন্ত্রণ | পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দ্রব্য ক্রয়-বিক্রয়ে সরকারি নিয়ন্ত্রণ বা হস্তক্ষেপ থাকে না। | দ্রব্য ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে প্রয়োজনে সরকারি নিয়ন্ত্রণ বা হস্তক্ষেপ থাকে। |
আরও পড়ুন:
মনোপসনি বাজার, ডুয়োপসনি বাজার ও ডুয়োপলি বাজার বৈশিষ্ট্যসহ আলোচনা কর
১০. মুনাফা | এ বাজারে ফার্ম স্বল্পকালে ক্ষতি দিয়েও উৎপাদন চালিয়ে যেতে পারে। | এ বাজারে স্বল্পকাল ও দীর্ঘকাল উভয় ক্ষেত্রেই অস্বাভাবিক মুনাফা অর্জন করতে পারে। |
১১. দক্ষতা | এ বাজারে ফার্ম অর্থনৈতিকভাবে অধিক দক্ষ। | এ বাজারে ফার্ম অর্থনৈতিকভাবে কম দক্ষ। |
১২. দাম ও প্রান্তিক খরচ | পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ভারসাম্য স্তরে দাম ও প্রান্তিক ব্যয় সমান হয়। | একচেটিয়া বাজারে দাম, প্রান্তিক ব্যয়ের চেয়ে বেশি হয়। |
১৩. যোগান রেখা | সর্বনিম্ন গড় পরিবর্তনশীল ব্যয় এর উপরে অবস্থিত প্রান্তিক ব্যয় রেখা হচ্ছে ফার্মের যোগান রেখা। | একচেটিয়া বাজারে এরূপ কোনো যোগান রেখা নেই। |
১৪. একচেটিয়া ক্ষমতা | একচেটিয়া ক্ষমতা শূন্য। | একচেটিয়া ক্ষমতা ভোগ করে। |
১৫. সামাজিক কল্যাণ | সামাজিক কল্যাণ সর্বোচ্চ হয়, কারণ বাজার দামে ক্রেতা-বিক্রেতা দ্রব্য ক্রয়-বিক্রয় করে উভয়ই সন্তুষ্ট থাকে। | সামাজিক কল্যাণ সর্বোচ্চ হয় না, কারণ কল্যাণের চেয়ে অস্বাভাবিক মুনাফা অর্জনই প্রধান লক্ষ্য থাকে। |