Home » চাহিদা কি? চাহিদা বিধি, বাজার চাহিদা, চাহিদা অপেক্ষক, ছেদক ও ঢাল বলতে কি বুঝায়?
চাহিদা কি চাহিদা বিধি বাজার চাহিদা

চাহিদা কি? চাহিদা বিধি, বাজার চাহিদা, চাহিদা অপেক্ষক, ছেদক ও ঢাল বলতে কি বুঝায়?

by TRI

চাহিদা কি?

নির্দিষ্ট দামে, নির্দিষ্ট সময়ে একজন ক্রেতা/ব্যক্তি কোন একটি পণ্য যে পরিমাণ ক্রয় করতে চায় তাকে ঐ ক্রেতার/ব্যক্তির চাহিদা বলে। এটাকে ব্যক্তিগত চাহিদাও বলে।

একটা উদাহরণ দেয়া যাক। মনে করি, প্রতিটি লিচুর দাম ২ টাকা হলে জসিম নামক ব্যক্তি চকবাজার থেকে রবিবার বেলা ৩টার সময় ৫০টি লিচু ক্রয় করতে চায়। এই ৫০টি লিচু হবে ঐ ব্যক্তির ঐ সময়ের লিচুর চাহিদার পরিমাণ।

বাজার চাহিদা কাকে বলে?

বাজার চাহিদা বলতে বুঝায়, নির্দিষ্ট দামে, নির্দিষ্ট সময়ে একটি বাজারে সকল ক্রেতা কোন একটি পণ্যের যে পরিমাণ ক্রয় করতে চায়, তাকে ঐ পণ্যের বাজার চাহিদা বলে। বিষয়টি উদাহরণের মাধ্যমে প্রকাশ করা হল।

মনে করি, কোনো নির্দিষ্ট দিনে প্রতিটি লিচুর দাম ২ টাকা করে চক বাজারে আগত সকল ক্রেতা ৪,০০০ লিচু ক্রয় করতে চায়, এই ৪,০০০ লিচুই হবে ঐ সময়ে ঐ বাজারে লিচুর বাজার চাহিদা।

চাহিদা বিধি বলতে কি বুঝায়?

কোন একটি পণ্যের চাহিদা নানান বিষয়ের উপর নির্ভরশীল। যেমন- চালের চাহিদা চালের দামের উপর নির্ভরশীল। আবার চালের চাহিদা ভোক্তার আয়ের উপর নির্ভরশীল। এমনিক চালের বিকল্প দ্রব্য ও পরিপূরক দ্রব্যের দামের উপর চালের চাহিদাও নির্ভরশীল। এভাবে আমরা বলতে পারি, চালের চাহিদাও নানান বিষয়ের উপর নির্ভরশীল হতে ‍পারে। এই অবস্থায় চাহিদা বিধি হল, অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকলে অর্থাৎ ভোক্তার আয়, পরিবর্তক ও পরিপূরক দ্রব্যে দাম অপরিবর্তিত থাকলে চালের দাম হ্রাস পেলে চালের চাহিদা বৃদ্ধি পায়। আবার চালের দাম বৃদ্ধি পেলে চালের চাহিদা হ্রাস পাবে। অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকলে চালের দামের সাথে চাহিদার যে বিপরীত সম্পর্ক, তাকে বলা হয় চাহিদা বিধি।

আরও পড়ুন:  বৈজ্ঞানিক ব্যবস্থাপনা ও বৈজ্ঞানিক ব্যবস্থাপনার নীতিমালা – এফ ডব্লিউ টেইলর

চাহিদা অপেক্ষক বলতে কি বুঝায়?

অপেক্ষক এর ইংরেজি শব্দ হল Function। অপেক্ষক দিয়ে বুঝানো হয় স্বাধীন চলকের সাথে অধীন চলকের নির্ভরশীলতার সম্পর্ক। এই সম্পর্ক তিন ধরণের। যথা- ১) সমমুখী সম্পর্ক, ২) উৎমুখী সম্পর্ক, ৩) নিরপেক্ষ সম্পর্ক।

চাহিদা অপেক্ষক বলতে বুঝায়, কোন দ্রব্যের চাহিদার পরিমাণের সাথে ঐ দ্রব্যের সাথে সম্পর্কিত পরিবর্তক ও পরিপূরক দ্রব্যের দাম। ঐ দ্রব্য ক্রয়কারী ভোক্তার আয় এবং অন্যান্য বিষয়ে নির্ভরশীলতার সম্পর্ক। বিষয়টি নিচে function আকারে উপস্থাপন করা হল।

Qdx = f(Px. Py. Y)

এখানে Qdx হলো x দ্রব্যের পরিমাণ। Px হল x দ্রব্যের দাম। Py হল  x দ্রব্যের পরিবর্তক ও পরিপূরক দ্রব্যের দাম। Y হলো x দ্রব্যের ক্রয়কারী ভোক্তার আয়, অর্থাৎ Qdx = f(Px)

এই বিষয়গুলো অপরিবর্তিত থাকলে x দ্রব্যের চাহিদার পরিমাণ x দ্রব্যের দামের উপর নির্ভরশীল। এখন বলা যায়, x দ্রব্যের দাম কমলে বা বাড়লে x দ্রব্যের চাহিদার পরিমাণ বাড়বে বা কমবে।

অর্থাৎ দেখা যাচ্ছে, অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকলে দামের সাথে চাহিদার সম্পর্ক বিপরীত। এই নির্ভরশীলতার সম্পর্ককে বলা হয় চাহিদা অপেক্ষক।

ছেদক বলতে কি বুঝায়?

ছেদককে ইংরেজিতে Intercept বলা হয়। কোন সমীকরণে বা রেখা চিত্রে এর ব্যবহার দেখা যায়। ছেদক দিয়ে বুঝায় স্বাধীন চলকের মান o হলে, অধীন চলকের মান কত হবে। এটি একটি স্থির রাশি। অন্যভাবে বলা যায়, কোন রেখা চিত্রে একটি অধীন চলকের ক্ষেত্র কোন স্থান থেকে শুরু হবে তা নির্ধার্তি হয় ছেদকের মান দিয়ে। 

একটি উদাহরণের মাধ্যমে জানা যাক। মনে করি, Qdx = a-bp, যেখানে Qdx = x দ্রব্যের চাহিদার পরিমাণ a হলে, ছেদক b. ঢাল p হলো x দ্রব্যের দাম। এখন যদি উপরের সমীকরণে p এর মান o ধরি, তাহলে Qdx = a হবে। যেহেতু a এর মান স্থির, সেহেতু a এর মান পাওয়া যাবে একটি স্থির রাশি। যা দিয়ে বুঝাবে চাহিদা রেখা কোন স্থান থেকে শুরু হবে।

ঢাল কাকে বলে?

ঢাল এর ইংরেজি শব্দ হলো slope. গাণিতিকভাবে ঢালকে সংজ্ঞায়িত করা হয় লম্ব/ভূমি দিয়ে। মূলত ঢাল দিয়ে স্বাধীন চলকের সামান্য পরিবর্তন হলে অধীন চলকের কী পরিবর্তন হবে বা এই দুয়ের পরিবর্তনের হারকে ঢাল বলে।

একটা উদাহরণের মাধ্যমে বিষয়টা তুলে ধরা হলো।

মনে করি, কোন পণ্যের দাম ২ টাকা হলে কোন ক্রেতা ৫ একক পণ্য ক্রয় করেন। এবং দাম কমে ১ টাকা হলে ১০ একক ক্রয় করেন। সুতরাং, আলোচ্য দ্রব্যের চাহিদা রেখার ঢাল কত? যেহেতু স্বাধীন চলকে পরিবর্তনে অধীন চলকের যে পরিবর্তন হয় তার অনুপাতকে ঢাল বলা হয়। সেহেতু আমরা বলতে পারি যে, ঢাল = স্বাধীন চলকের পরিবর্তন/অধীন চলকের পরিবর্তন।

Related Posts